ধর্ষণের দায়ে ১০ বছর জেল
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ধর্ষণের দায়ে ১০ বছর কারাদণ্ড হল এক ব্যক্তির। শুক্রবার এই রায় দেন পুরুলিয়ার জেলা ও দায়রা বিচারক সমরেশ প্রসাদ চৌধুরী। সরকারি আইনজীবী পঙ্কজ গোস্বামী জানান, ২০১০ সালের ৮ মে পুরুলিয়া মফস্সল থানা এলাকার একটি গ্রামের পুকুরে কিছু কম বয়েসি ছিল। অশ্বিনী মাহাতো নামে গ্রামেরই এক যুবক অন্যদের তাড়া করে ভাগিয়ে দিয়ে আট বছরের এক নাবালিকাকে ফুসলিয়ে ধর্ষণ করে। ঘটনার পরে ওই নাবালিকাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তারপর অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়। ঘটনার পরে অভিযুক্ত পলাতক ছিলেন। আদালতে অভিযুক্তের আগাম জামিন নাকচ হওয়ার পরে সেই বছরের ২৯ মে সে আদালতে আত্মসমর্পণ করে। এ দিন বিচারক অভিযুক্তকে দশ বছর সশ্রম কারাদণ্ড দেন। সেই সঙ্গে ৫০০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দেন। |
বেতন কাটার প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
২৮ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটে কাজে যোগ না দেওয়া সরকারি কর্মচারীদের একাংশের বেতন কাটার প্রতিবাদে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের বাঁকুড়া জেলা কমিটি। শুক্রবার জেলাশাসকের দফতরে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দেন ওই সংগঠনের কর্মীরা। সংগঠনের সম্পাদক রক্ষাপদ দাস বলেন, “সরকারি কর্মীদের ধর্মঘট করার অধিকার রয়েছে। কিন্তু বর্তমান সরকার আমাদের সেই অধিকার কেড়ে নিচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” তাঁর দাবি, ধর্মঘটে যোগ দেওয়ায় জেলার প্রায় শতাধিক সরকারি কর্মীর বেতন কাটা হয়েছে। জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি বলেন, “ধর্মঘটের দিনে অনুপস্থিত কিছু কর্মীদের বেতন কাটা গিয়েছে। তবে এ নিয়ে কোনও সংগঠন স্মারকলিপি দিয়েছে বলে জানা নেই।” |
যুবকের দেহ
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার ও বিষ্ণুপুর |
এক যুবকের দেহ মিলল নদীর পাড়ে। মৃতের নাম সুমিত দে (২৬)। বাড়ি ঝাড়খণ্ডের জামশেদপুরের উলিডি থানা এলাকায়। শুক্রবার বিকেলে বরাবাজারের নেংসাই নদীর পাড়ে ঝোপের ভিতর থেকে পুলিশ দেহটি উদ্ধার করে। ওই যুবকের মাথায় গভীর ক্ষতচিহ্ন দেখে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বোতল জাতীয় কিছু দিয়ে মাথায় আঘাত করে তাঁকে খুন করা হয়েছে। পরে দেহ এখানে ফেলে দেওয়া হয়। সন্ধ্যায় সুমিতের আত্মীয়েরা বরাবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করেন। এ দিন বিকেলেই বিষ্ণুপুর শহরের বৈলাপাড়া এলাকায় এক মধ্য বয়েসি অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। |