গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার হাবরা থানার পুলিশ এক ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে হাবরার নকপুল মোড় এলাকা থেকে উজ্জ্বল মজুমদার নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। তার বাড়ি স্থানীয় মছলন্দপুর গ্রামে। ধৃতের কাছ থেকে ২১ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার ধৃতকে বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক তার পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ২৯-এর উজ্জ্বলের অপরাধজগতে হাতেখড়ি ১৮ বছর বয়সে। একাধিক খুন, খুনের চেষ্টা, ডাকাতি, তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। |
চুরি, ছিনতাই দিয়ে অপরাধ জীবন শুরু করলেও ধীরে ধীরে সে নিজের দল তৈরি করে। পুলিশ জানিয়েছে, টাকার বিনিময়ে খুন করে সে বহু অর্থ রোজগার করেছে। ২০০৩ সালে বাদুড়িয়া থানার চাতরা এলাকায় টাকার বিনিময়ে এক ব্যক্তিকে সে খুন করে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করলেও পরে সে জামিন পায়। এর পরে ২০০৪ সালে মছলন্দপুর এলাকায় বিশু নামে এক ব্যক্তিকে খুন করে সে দেগঙ্গা থানা এলাকায় দেহ ফেলে যায়। ঘটনার তদন্তে নেমে সিআইডি তাকে গ্রেফতার করে। ওই মামলাতেও জামিনে ছাড়া পায় সে। বছরখানেক আগে দেগঙ্গায় কয়েক লক্ষ টাকার মুদিখানার জিনিসভর্তি একটি ট্রাক লুঠ করে উজ্জ্বল ও তার দলবল। তদন্তে নেমে পুলিশ মালপত্র-সহ ট্রাকটি উদ্ধার করে। কয়েকজনকে গ্রেফতার করলেও উজ্জ্বলকে ধরতে পারেনি পুলিশ।
অন্যদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ হাবরা স্টেশন রোড সংলগ্ন যশোহর রোডে একটি অটোরিকশা থেকে পাঁচ জন সশস্ত্র ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে গুলিভর্তি পাইপগান ভোজালি, রামদা উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, জেরায় ধৃতো স্বীকার করেছে, তারা একটি সোনার দোকানে ডাকাতি করতে যাচ্ছিল। অটোটি আটক করেছে পুলিশ। |