টুকরে খবর
আটকে ভাগীরথী
ঝড়ে ওভারহেড তারে গাছের ডাল ভেঙে পড়ায় বহরমপুরগামী আপ ভাগীরথী এক্সপ্রেস থমকে গেল বেথুয়াডহরি স্টেশনের কাছে যুগপুরে। শুক্রবার রাত ৯টা নাগাদ ট্রেনটি যুগপুরের কাছে আসা মাত্র তারের উপরে ওই ডালটি পড়ে। প্রায় ঘণ্টা দুয়েক পরে রানাঘাট থেকে রেলের কর্মীরা এসে ওই ডাল সরানোর পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কৃষ্ণনগর জিআরপি থানার ওসি সাধনগোপাল মণ্ডল বলেন, “তারটি ছিঁড়ে যায়নি ঠিকই, তবে ঝুলে পড়ায় ওই শাখায় ট্রেন চলাচল বেশ কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়।”

সিপিএম ‘বিদ্বেষী’ নন মৎস্যমন্ত্রীও
সিপিএম বিদ্বেষ বিশ্বাসী নন সুব্রত। “সিপিএমের সঙ্গে কোনওরকম বিদ্বেষের নীতিতে বিশ্বাস করি না। রাজ্যে যে যা বলছে বলুক। আমি রাজনৈতিক রং দেখে সরকারি কাজ করি না, করবও না।” শুক্রবার নিজের নির্বাচনী কেন্দ্র সাগরদিঘিতে এসে একথা বললেন তৃণমূলের মৎস্য দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা। তিনি আরও বলেন, “বিপদে সব মানুষকে সাহায্য করা সরকারের দায়িত্ব। কে সিপিএম আর কে এসইউসি সেই রাজনৈতিক রং দেখে কাজ করা রাজ্য সরকারের নীতি নয়।” বুধবারের ঝড়ে সাগরদিঘির বিস্তীর্ণ এলাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা দেখতে এসেছিলেন তিনি। গাঙ্গাড্ডা, শীতলপাড়া, পাউলি, শেখদিঘি, গোকুলতা গ্রামগুলি ঘুরে দেখেন সুব্রতবাবু। তার মধ্যেই সুব্রতবাবুর কনভয় বাঁশের ব্যারিকেড দিয়ে আটকে দেয় শীতলপাড়ার গ্রামের বাসিন্দারা। তাঁদের ক্ষোভ ৪৮ ঘণ্টা কেটে গেলেও ক্ষতিগ্রস্তদের জন্য কোনও ত্রাণের ব্যবস্থা করা হয়নি। গ্রামের চাষি গোলাব শেখ বলেন, “শিলাবৃষ্টিতে ধান, তিল ও পাটের ব্যাপক ক্ষতি হয়েছে।

পঞ্চায়েতে অনাস্থা
পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের জাকিরুদ্দিন শেখের বিরুদ্ধে শুক্রবার অনাস্থা আনলেন বিজেপি প্রধান-সহ পাঁচ সিপিএম সদস্য। মায়াপুর-বামুনপুকুর-২ পঞ্চায়েতের পাঁচটি আসন সিপিএমের। চারটি তৃণমূলের এবং একটি বিজেপি-র। পঞ্চায়েতের সিপিএম সদস্য মেঘলাল ঘোষ বলেন, “স্বজনপোষন ও নানা দুর্নীতি করছেন উপপ্রধান।” জাকিরুদ্দিন শেখ বলেন, “প্রধান কল্পনা সরকারের অনৈতিক কাজে আমি সমর্থন করিনি। উনি সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছেন।” বিজেপির নদিয়া জেলা সভাপতি কাশীনাথ দে বলেন, “তৃণমূল জোটসঙ্গী হিসাবে আমাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে।”

তলিয়ে গেল ২ ভাই
ভাগীরথীর জলে তলিয়ে গিয়েছেন দুই ভাই তাপস সরকার ও বিক্রম সরকার। বাড়ি বহরমপুরের গোয়ালজান-ঠাকুরপাড়ায়। পুলিশ জানায়, তাপস বিএ প্রথম বর্ষের ছাত্র ও তাঁর ভাই বিক্রম এ বছরই বহরমপুরের আইটিআই-এ ভর্তি হয়েছেন। পুলিশ জানায়, দুপুরে তাঁরা স্নান করতে নদীতে নামেন। দাদা ডুবে যাচ্ছে দেখে ভাই বাঁচাতে যায়। কিন্তু সাঁতার না জানায় তাঁরা দু’জনেই তলিয়ে যান।’’

ঠেক ভাঙচুর
চোলাইয়ের রমরমা ঠেকাতে ফরাক্কার অর্জুনপুরের কয়েকশো বাসিন্দা ভেঙে দিলেন শ’খানেক চোলাইয়ের ঠেক। অর্জুনপুর মাদক বিরোধী যুব কমিটির উদ্যোগে শুক্রবার প্রায় চার ঘণ্টা ধরে এই অভিযান চালান গ্রামবাসীরা। কমিটির সদস্য অধ্যাপক সুজয়কুমার মণ্ডল বলেন, “এলাকায় মদ বিক্রি ক্রমশ বাড়ছে। পরিবেশ বিষিয়ে উঠছে। তাই এই অভিযান।”

দুই হোটেল কর্মীকে কোপালো দুষ্কৃতীরা
মদ খাওয়ার টাকা না দেওয়ায় দুই হোটেল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মায়াপুর হুলোরঘাট সংলগ্ন এলাকার একটি হোটেলে ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় ওই দুই ব্যক্তিকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অভিযোগ, ওই দিন স্থানীয় দই ব্যক্তি হোটেলে এসে মদ খাওয়ার টাকা চায়। কর্মীরা টাকা দিতে আপত্তি করলে তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপায়। খবর ছড়াতেই বন্ধ হয়ে যায় মায়াপুরের সমস্ত হোটেল। আধ ঘণ্টার জন্য বন্ধ ছিল বাস ও খেয়া চলাচলও। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুষ্কৃতীদের ধরার আশ্বাস দিলে ফের পরিস্থিতি স্বাভাবিক হয়। মায়াপুর হোটেল ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদক প্রদীপ দেবনাথ বলেন, “এই ঘটনা আগেও একাধিকবার ঘটেছে। নিরাপত্তাহীনতায় ভুগছি।”

কুপার্স ক্যাম্পে নির্বাচন ৩ জুন
রাজ্যের অন্যান্য পুরসভার সঙ্গে রানাঘাটের কুপার্স ক্যাম্প নোটিফায়েডের নির্বাচন হবে আগামী ৩রা জুন। ১২ ওয়ার্ডবিশিষ্ট এই নোটিফায়েডটি বর্তমানে কংগ্রেসের দখলে। গত নির্বাচনে ১১ টি আসন পেয়েছিল কংগ্রেস ও একটি পেয়েছিল সিপিএম। কয়েক মাস আগে ৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার দিলীপ দাস তৃণমূলে যোগ দেন। ১৯৯৭ সালে এটি নোটিফায়েড হিসেবে ঘোষিত হয়েছিল। রানাঘাটের মহকুমা শাসক সুমনকুমার ঘোষ বলেন, “এই নোটিফায়েডের নির্বাচনের জন্য ৩০ এপ্রিল থেকে ৭ মে পর্যম্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ৯ মে সেগুলি পরীক্ষা করা হবে এবং ১১ মে মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। আগামী ১১ জুনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে।”

বাসের ধাক্কায় মৃত্যু
বাসের ধাক্কায় মৃত্যু হল তিন বছরের এক শিশুর। নাম অনুষ্কা দাস। বাড়ি ধুবুলিয়ার বারগোড়ায়। শুক্রবার সন্ধ্যায় ধুবুলিয়ার রাখালগাছিতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশুটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যায় অনুষ্কা। তার দিদিমার অবস্থা আশঙ্কাজনক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.