টুকরো খবর |
মেলা ঘিরে উত্তেজনা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
একটি মেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পিংলার জলচকে। উত্তেজনা থেকে মারামারির ঘটনাও ঘটে। তাতে ১০ জন আহতও হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বুধবার থেকে শুরু হয়েছে এই মেলা। সাত দিন ধরে এই মেলা চলে। বহু বছর ধরেই এই মেলা চলে আসছে। এ বছরেই মেলা ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা বাধে। রাতেই নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে তা মিটেও গিয়েছিল। শুক্রবার সকালে ফের কয়েক জন যুবক নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে। দু’পক্ষের মধ্যে মারামারিও শুরু হয়। যদিও স্থানীয় কিছু মানুষ ও পুলিশের সাহায্যে তা বড় আকার নিতে পারেনি। এই ঘটনার পরেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্তর থেকেই এলাকায় শান্তি স্থাপনের জন্য আবেদন করা হয়েছে। |
লরি উল্টে আহত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শালবনির বিষ্ণুপুর থেকে কমলা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল বরযাত্রী বোঝাই একটি লরি। লরি উল্টে আহত হলেন ১০ জন। তাঁদের মধ্যে ৩ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। লরিটি চকতারিণীর অদূরে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। লরিতে ২০ জন ছিলেন। তাঁদের মধ্যে ১০ জন কমবেশি আহত হন। |
জামিন না-মঞ্জুর অশোক গুড়িয়ার
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে জেলবন্দি অশোক গুড়িয়ার জামিনের আবেদন না-মঞ্জুর হয়ে গেল পূর্ব মেদিনীপুর জেলা আদালতে। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা কৃষকসভার জেলা সম্পাদক অশোকবাবুর আইনজীবী শুক্রবার জেলা-দায়রা বিচারক শ্যামল গুপ্তের এজলাসে জামিনের আর্জি জানিয়ে দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই মিথ্যে মামলায় জড়ানো হয়েছে তাঁর মক্কেলকে। সরকারপক্ষের আইনজীবী পাল্টা সওয়ালে বলেন, পর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতেই চার্জশিটে অশোকবাবুর নাম রাখা হয়েছিল। তদন্ত শুরুর পরেই তিনি আত্মগোপন করেন। ‘ফেরার’ হওয়ায় আদালত গ্রেফতারি পরোয়োনাও জারি করেছিল। গত ১৭ মার্চ মুম্বই থেকে অন্য দুই অভিযুক্ত অমিয় সাউ এবং লক্ষ্মণ শেঠের সঙ্গেই অশোকবাবুকে গ্রেফতার করে সিআইডি। বুধবার প্রাক্তন বিধায়ক অমিয় সাউ এবং বৃহস্পতিবার প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের জামিনের আবেদনও না-মঞ্জুর হয়েছিল জেলা আদালতে। |
প্রৌঢ় খুনে ধৃত স্ত্রী ও পুত্রবধূ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
এক প্রৌঢ়কে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে স্ত্রী ও পুত্রবধূকে গ্রেফতার করল পুলিশ। ছেলে ‘পলাতক’। ঘটনাটি ঘটেছে চণ্ডীপুর থানার আবাসবাড়ি গ্রামে। নিহতের নাম সুবল প্রামাণিক (৫২)। সুবলবাবু হলদিয়ার একটি হোটেলে কাজ করতেন। জমানো টাকা দিয়ে নিজে একটি হোটেল খোলার তোড়জোড়ও শুরু করেন সম্প্রতি। বুধবার বিকেলে বাড়ি থেকে টাকা নিয়ে বেরোনোর সময়ে পরিবারের অন্য সদস্যরা বাধা দেন। এ নিয়ে ছেলে সুনীল, বউমা নীলিমা ও স্ত্রী সবিতার সঙ্গে তাঁর বচসা হয়। ঝগড়া চলাকালীন ছেলে-বউমা-স্ত্রী মিলে ওই প্রৌঢ়কে খুব মারধর করেন বলে অভিযোগ। তার জেরে বাড়িতেই মৃত্যু হয় সুবলবাবুর। ঘটনার পর পালিয়ে যান সুনীল। মৃতদেহ বাড়িতেই ছিল। বৃহস্পতিবার বিকেলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। গ্রেফতার করা হয় স্ত্রী ও পুত্রবধূকে। |
স্কুলে ঢুকতে বাধা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
স্কুলে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে থানায় অভিযোগ জানালেন এক শিক্ষিকা। চণ্ডীপুর থানার নন্দপুর পশ্চিম প্রাথমিক স্কুলের ওই শিক্ষিকা থানায় দায়ের করা অভিযোগে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে একদল গ্রামবাসী তাঁকে স্কুলে ঢুকতে বাধা দেন। বাধা দেওয়ার কারণ নিয়ে তিনি কিছু না বললেও গ্রামবাসীদের বক্তব্য, এলাকারই এক বিবাহিত যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছে ওই শিক্ষিকার। এই নিয়ে মামলা-মোকদ্দমাও হয়েছে। এর ফলে স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে। তাই ওই শিক্ষিকাকে অন্য স্কুলে বদলি নেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা। প্রধানশিক্ষক মৃণাল পণ্ডিত বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” |
প্রতিবাদ-মিছিল
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
অধ্যাপিকা-নিগ্রহের প্রতিবাদে কাঁথিতে কংগ্রেসের বিক্ষোভ ভাঙড় কলেজের অধ্যাপিকা নিগ্রহের প্রতিবাদে শুক্রবার কাঁথিতে মিছিল করল পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস। রাজ্যের শিক্ষামন্ত্রীর উদ্দেশে কাঁথি মহকুমাশাসকের কাছে স্মারকলিপিও জমা দেয় তারা। ডেপুটেশনে নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কণিষ্ক পণ্ডা, বিশ্বজিৎ মাইতি, তৃষিতা জানা, শ্রীকৃষ্ণ দাস, শেখ হায়দার প্রমুখ। |
নতুন মহকুমাশাসক |
বৃহস্পতিবার এগরায় নতুন মহকুমাশাসক হিসাবে কাজে যোগ দিলেন অসীম বিশ্বাস। এর আগে তিনি হুগলি জেলাসদরে স্পেশ্যাল ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেছেন। |
|