বার্সেলোনা থেকে সরেই দাঁড়ালেন জোসেফ গুয়ার্দিওলা। ৩০ জুন পর্যন্ত কাজ করে তিনি দায়িত্ব ছেড়ে যাচ্ছেন সহকারী তিতো ভিলানোভাকে। গত বছর এক রিয়াল-বার্সা ম্যাচের পর যাঁর চোখে আঙুল গুঁজে দিয়েছিলেন হোসে মোরিনহো।
শুক্রবার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করে গুয়ার্দিওলা বলেন, “এক জন কোচের কাছে চার বছর অনেক সময়। এত দিন কাটিয়ে আমি নিঃশেষিত। চাপ ছিল প্রচণ্ড। আর এক জন কোচকে মানসিক ভাবে শক্তিশালী হতে হয়।”
নতুন কোচ ভিলানোভা গুয়ার্দিওলার সঙ্গে খেলোয়াড়জীবন শুরু করলেও ফুটবলার হিসাবে খুব বিখ্যাত ছিলেন না। দু’জনে একসঙ্গে ছিলেন বার্সার লা মাসিয়া অ্যাকাডেমিতে। পরে বার্সেলোনা ‘বি’ টিমে খেলেন। কিন্তু সেল্টা ভিগো, মায়োরকা ছাড়া আর কোনও বড় ক্লাবে খেলেননি ভিলানোভা। গুয়ার্দিওলার সহকারী হিসাবে কোচিং শুরু করেন বার্সেলোনা বি টিমে। এ দিকে চেলসি-ম্যাঞ্চেস্টার সিটির মতো ইংলিশ ক্লাবগুলি নড়ে বসেছে গুয়ার্দিওলা মরসুম শেষে ফ্রি হয়ে যাচ্ছেন শুনে। |
|
|
শুক্রবার সাংবাদিক বৈঠকে
বিদায়ী বার্সা কোচ গুয়ার্দিওলা। |
নতুন কোচ
ভিলানোভা। |
|
ইউরোপা ফাইনালে দুই স্পেনের ক্লাব: স্পেনের দুই বড় ক্লাব যখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে ব্যর্থ, তখন ইউরোপা লিগের ফাইনালে গেল দুই লা লিগার ক্লাব। আতলেতিকো মাদ্রিদ এবং আতলেতিক বিলবাও। মাদ্রিদের ক্লাবটি সেমিফাইনালে ১-০ হারাল আর এক স্পেনীয় ক্লাব ভালেন্সিয়াকে। বিলবাও ৩-১ হারিয়েছে স্পোর্টিং লিসবনকে। ফাইনালে লড়াই দুই আর্জেন্তিনীয় কোচেরও। বিলবাওয়ের কোচ মার্সেলো বিয়েলসা এবং আতলেতিকো মাদ্রিদের দিয়েগো সিমিয়োনে।
|