টুকরো খবর
ফিফা অ্যাকাডেমির উদ্বোধন ১১ মে
ভারতে ফিফার প্রথম অ্যাকাডেমির উদ্বোধন ১১ মে। রব বানের বেছে নেওয়া ৩৫ ফুটবলার নিয়ে মুম্বইতে চালু হতে যাওয়া ওই ফুটবল-স্কুলের উদ্বোধনকেই ফেডারেশনের প্ল্যাটিনাম জুবিলি উৎসবের সূচনা পর্ব হিসাবে দেখতে চাইছেন দেশের ফুটবল কর্তারা। মূলত দিল্লিকে কেন্দ্র করেই উৎসব হবে সিদ্ধান্ত হলেও বিভিন্ন রাজ্যের অ্যাকাডেমির শুরুকে এর মধ্যেই ধরতে চাইছেন তাঁরা। ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত বললেন, “প্ল্যাটিনাম জয়ন্তী পালন কী ভাবে হবে তা নিয়ে আলোচনা চলছে। অ্যাকাডেমিগুলো যেহেতু খেলোয়াড়দের তুলে আনার জন্য এ বছরই তৈরি হচ্ছে, তাই সেটা উৎসব উদযাপনের মধ্যেই ধরা হচ্ছে।” মুম্বইয়ের পর ধাপে ধাপে কলকাতা, বেঙ্গালুরুর মতো নানা জায়গায় ফিফার অ্যাকাডেমি হবে। ৮-১২ মে সিউড়িতে ‘সি’ লাইসেন্স পরীক্ষা শুরু হচ্ছে। এ বার সেখানে রেকর্ড সংখ্যক ২৭ জন নাম লিখিয়েছেন। তাঁদের মধ্যে বেশ কিছু প্রাক্তন ফুটবলার আছেন। ময়দানের পরিচিত মুখ সৌমিত্র চক্রবর্তী, ফাল্গুনী দত্ত, অমিতাভ ঘোষ, অমিতাভ চন্দরা পরীক্ষা দিতে বসছেন এ এফ সি-র ইনস্ট্রাকটর প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের কাছে। এখন সাইতে যে কোচিং চলছে সেখানে ১২ জন রয়েছেন বাংলার।

ভারত ‘এ’-র সহ-অধিনায়ক ঋদ্ধিমান
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় ‘এ’ দলের সফরে অধিনায়ক চেতেশ্বর পূজারার সহকারী হলেন বাংলার ঋদ্ধিমান সাহা। জুনে ক্যারিবিয়ানে ভারত ‘এ’ ৩টি চার দিনের ম্যাচ, ৩টি ওয়ান ডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ১৫ জনের দলে বাংলা থেকে ঋদ্ধি ছাড়াও আছেন মনোজ তিওয়ারি, অশোক দিন্দা এবং জাতীয় ‘এ’ দলে নতুন মুখ পেসার সামি আমেদ। এ ছাড়াও দলে রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, শিখর ধাওয়ান, অভিনব মুকুন্দ, আরপি সিংহ, রোহিত শর্মা।

চন্দ্রপলের ১০ হাজার
টেস্ট ক্রিকেটের ১৩৫ বছরের ইতিহাসে দশম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানকারীর এলিট প্যানেলে ঢুকলেন শিবনারায়ণ চন্দ্রপল। ব্রায়ান লারার পরে দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবেও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ও টেস্টের দ্বিতীয় ইনিংসে মাইকেল ক্লার্কের বল মিড অনে ঠেলে ব্যক্তিগত ১৪ রানে পৌঁছে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন চন্দ্রপল। আউট হন ৬৯ রানে। গায়ানার বাঁ হাতি ব্যাটসম্যান ১৪০ টেস্ট খেলছেন এখানে। সর্বদা দু’চোখের নীচে গায়ানার জাতীয় পতাকা এঁকে ব্যাট করা চন্দ্রপল বলেছেন, “এত বছরের কঠিন পরিশ্রমের পুরস্কার দশ হাজার টেস্ট রান।” টেস্টটা অবশ্য অস্ট্রেলিয়া জিতেছে। ৩৭০ তাড়া করে পঞ্চম দিন ওয়েস্ট ইন্ডিজ অলআউট ২৯৪। অধিনায়ক ক্লার্ক ৫-৮৬।

অলিম্পিকের টিকিট পেলেন সুশীল, কাশ্যপ
অলিম্পিক কুস্তিতে ভারতের পদক সম্ভাবনা উজ্জ্বল হল। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন, বেজিং অলিম্পিকের ব্রোঞ্জজয়ী সুশীল কুমার এ দিন লন্ডনের টিকিট নিশ্চিত করলেন চিনের তা-ইউয়ানে। নির্ণায়ক ম্যাচে জর্জিয়ার ওতার তুশিসভিলিকে ৩-০ হারিয়ে। অন্য দিকে, দিল্লিতে ইন্ডিয়ান ওপেনে আজ ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে উঠে ২০১২ অলিম্পিকের টিকিট অর্জন করেছেন দেশের সেরা পুরুষ ব্যাডমিন্টন তারকা পি কাশ্যপ।

ক্যালকাটার ২৫ গোল
পঁচিশ গোল দিয়ে চমকে দিল ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশন। হেদুয়ায় সাবজুনিয়র ওয়াটারপোলোয়। ক্যালকাটা ২৫-১ হারিয়েছে বিদ্যাসাগর সুইমিংকে। হ্যাটট্রিক সহ ছ’টি গোল রোহন সর্দারের। অন্য ম্যাচে সেন্ট্রাল সুইমিং ক্লাব ১১-২ হারিয়েছে কলেজ স্কোয়ার সুইমিংকে। শনিবার সাবজুনিয়র টুর্নামেন্টের শেষদিন। জুনিয়রদের লড়াই শুরু রবিবার। আয়োজক ক্যালকাটা ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশন।

সংবর্ধনা বিশ্ববিদ্যালয়ের
— নিজস্ব চিত্র।
পূর্বাঞ্চল ও সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় নানা খেলাধূলায় কৃতিত্ব দেখানো দলগুলির খেলোয়াড়দের সংবর্ধনা দিল বর্ধমান বিশ্ববিদ্যালয়। পূর্বাঞ্চল খেতাব জয়ী বাস্কেটবল দল, টেবিল টেনিসে পূর্বাঞ্চল চ্যাম্পিয়ন ও সর্বভারতীয় ক্ষেত্রে রানার্স হওয়া মেয়েদের দল, দু’টিতেই তৃতীয় হওয়া ছেলেদের টেবিল টেনিস দল, ফুটবলে পূর্বাঞ্চলের রানার্স দল, ভলিবলের পূর্বাঞ্চলে রানার্স মেয়েদের দল, সর্বভারতীয় দেহসৌষ্ঠবে তৃতীয় হওয়া প্রতিযোগীকে সংবর্ধনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অফিসার সুরজিৎ নন্দীর কথায়, “স্পোর্টস কোটার খেলোয়াড়দের ভর্তির উদ্যোগ কলেজ ও বিশ্ববিদ্যালয়কে নিতে হবে। না হলে খেলাধূলায় আমরা পিছিয়ে পড়ব।” কলেজসমূহের পরিদর্শক দেবকুমার পাঁজা বলেন, “আজ যাঁদের আমরা সংবর্ধনা দিচ্ছি, তাঁরা নিজেদের পরিশ্রম ও যোগ্যতায় এখানে পৌঁছেছেন।”

অনূর্ধ্ব ১৭ ক্রিকেট
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় জয়ী হল হরিপুর সিসিএ। আসানসোল স্টেডিয়ামে খেলায় সানডে সিএ-কে তারা ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে সানডে সিএ ১২২ করে। হরিপুর ৪ উইকেটে রান তুলে নেয়। অপরাজিত ৬৪ রান করেন জয়ী দলের রাজা চট্টোপাধ্যায়। অনূর্ধ্ব ১৭ প্লে-অফ ম্যাচে সানডে সিএ রূপনারায়ণপুর ফাউন্ডেশনকে ৫৯ রানে হারায়। সানডে সিএ ৬ উইকেট হারিয়ে ১৫৯ করে। জবাবে রূপনারায়ণপুরের করে ৯৪।

ইস্ট জোন বক্সিং
তিন দিনের ইস্ট জোন বক্সিং প্রতিযোগিতা শেষ হল বার্নপুর ইস্কো বক্সিং গ্রাউন্ডে। ২৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হল সিকিম। ১৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে ঝাড়খণ্ড। আইএসপি স্পোর্টস কাউন্সিল আয়োজিত প্রতিয়োগিতায় ৮টি রাজ্য যোগ দিয়েছিল।

অন্য খেলায়
কালীঘাট ক্লাবের উদ্যোগে এন সি কোলে সাব জুনিয়র ক্রিকেটে চ্যাম্পিয়ন হল সিঁথি রায়পাড়া সিসিসি। ২০ ওভারে সিঁথি (৯৮-৩) সাত উইকেটে হারায় গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতিকে (৯৫-৯)।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.