বিনা নোটিসে ধর্মঘটে কর্মীরা, দুর্ভোগে যাত্রীরা
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
আরামবাগ ডিপোয় ধর্মঘটী কর্মীরা। ছবি: মোহন দাস। |
১২ দফা দাবিতে শুক্রবার সকাল থেকে ধর্মঘটে বসেছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দফতরের আরামবাগ ডিপোর কর্মীরা। বিনা নোটিসের এই ধর্মঘটের জেরে এ দিন কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া-সহ দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েন। দুপুরে পরিহণমন্ত্রী মদন মিত্রের কাছ থেকে আলোচনায় বসার আশ্বাস পাওয়ার পর ধর্মঘট তুলে নেওয়া হয়। মন্ত্রী বলেন, “কর্মীদের অভাব-অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” তৃণমূল কর্মচারী সংগঠনের ডাকা এই ধর্মঘটে সামিল হয়েছিলেন সিটুর সদস্যেরাও। তাঁদের অভিযোগ, প্রতি মাসে ঠিক সময়ে বেতন হয় না, সামান্য কারণে কর্মীদের সাসপেন্ড করা হচ্ছে। এ ছাড়া রয়েছে গাড়ি মেরামতির যন্ত্রাংশের অভাব, খুচরো পয়সার সমস্যা, ধর্মতলায় বাসকর্মীদের বিশ্রাম নেওয়ার জায়গার অভাব। তৃণমূল নেতা সুকুমার প্রামাণিকের কথায়, “দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানের জন্য আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনও কাজ হচ্ছে না। এর ফলে পরিষেবা ব্যাহত হচ্ছে। আগে যেখানে ২৪টি গাড়ি চলতো, এখন ৮-১০টি গাড়ি চলছে। কিন্তু দফতরের উদাসীনতায় তাও অনিয়মিত হয়ে পড়ছে।” |
গোঘাটে দু’টি ডাকাতিতে ধৃত আরও ৫
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
গোঘাটে পর পর দু’টি ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতে আরও ৫ জনকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানা এলাকার দু’টি গ্রাম থেকে গ্রেফতার করল পুলিশ। গোঘাট থানার পুলিশ এবং চন্দ্রকোনা থানার পুলিশ যৌথ ভাবে ওই অভিযান চালায়। পুলিশ জানায়, ধৃত আলাউদ্দিন সরকার, তহিদুর খান, হাসিনুর খান, মফিদুর খান এবং ইয়াসিন খানের নামে নানা অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রথম তিন জনের বাড়ি কল্লা গ্রামে। বাকি দু’জন কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। ধৃতদের শুক্রবার আরামবাগ আদালতে তোলা হয়। বিচারক তাদের ৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। গত ১৯ এপ্রিল গোঘাটের ভগবানপুর গ্রামে এবং ২১ এপ্রিল হাজিপুর হাটতলায় দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়। সেই ঘটনায় সোমবার গড়বেতা থানার মোহনপুর থেকে এক জনকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে দু’টি ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেফতার হল। |
কিশোরীকে অপহরণের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
মিথ্যা পরিচয় দিয়ে এক কিশোরীকে অপহরণের অভিযোগে দিঘা থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে আরামবাগের রামনা গ্রামের ওই কিশোরীকে। ধৃত সঞ্জীব হেলাকে শুক্রবার আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে গোঘাটের নকুণ্ডা গ্রামে মামারবাড়িতে গিয়েছিল ওই কিশোরী। গত ১৮ এপ্রিল থেকে তার খোঁজ মিলছিল না। এলাকায় খোঁজখবরের পর পরিবারের লোক জানতে পারেন, আরামাবাগের ১৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লির ওই যুবক সন্দীপ মুখোপাধ্যায় পরিচয় দিয়ে ওই কিশোরীর সঙ্গে আলাপ করে। সদ্য কলেজে ভর্তি হয়েছে বলে ওই কিশোরীকে সে জানিয়েছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পেশায় দিনমজুর সঞ্জীব বিবাহিত। তার দুই শিশু সন্তান আছে। তার স্ত্রী রমা হেলা বলেন, “ওই রাতে হাসপাতালের রোগী নিয়ে যাচ্ছি বলে বেরিয়ে গিয়েছিল। পরে গোটা ঘটনাটা জানতে পারি।” |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শিয়াখালা |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক তরুণের। শুক্রবার সকালে হুগলির শিয়াখালায় অহল্যাবাঈ রোডে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম গৌরাঙ্গ ঘড়া (১৮)। বাড়ি শিয়াখালার ঘড়াপাড়া এলাকায়। তিনি একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে কাজ করতেন। পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টা নাগাদ একটি পুজো উপলক্ষে তিনি রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। সিমেন্ট বোঝাই ট্রাকটি এসে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় গৌরাঙ্গর। জনতা ধাওয়া করে হরিপালের জগার মোড়ের কাছে ট্রাকটি ধরে ফেলে। পুলিশ ট্রাকচালককে গ্রেফতার করেছে। আটক করা হয় ট্রাকটি। |
চুঁচুড়ায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
ইমামদের ভাতা প্রত্যাহার এবং বেকারদের ভাতা চালু করার দাবিতে শুক্রবার বিজেপি-র যুবমোর্চা বিক্ষোভ দেখাল চুঁচুড়ায়। ওই দাবিতে এ দিন মুখ্যমন্ত্রীর কুশ পুতুল পোড়ায় বিক্ষোভকারীরা। এ দিন দুপুরে যুব মোর্চার একটি মিছিল চুঁচুড়া স্টেশন থেকে ঘোড়ির মোড়ে যায়। তারপর সেখানে একটি বিক্ষোভ সভা হয়। ওই সভা থেকে দাবি তোলা হয়, অবিলম্বে ইমাম ভাতা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে বেকার ভাতা চালু করতে হবে। কারণ রাজ্যে বহু বেকার যুবক যুবতী রয়েছেন। যাঁদের পাশে সরকারের দাঁড়ানো উচিত। বহু শিক্ষিত ছেলেমেয়েরা এ রাজ্যে রয়েছেন। কিন্তু সঠিক কর্ম সংস্থানের সুযোগ না থাকায় তাঁরা যোগ্যাতা থাকা সত্বেও চাকরি পাচ্ছেন না। |
গঙ্গার পাড়ে পড়ে থাকা ২৪টি বোমাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার দিকে বিদ্যাসাগর সেতুর পাশে গঙ্গার চরে। এলাকাটি পিটিআর সাইডিং বলে পরিচিত। শুক্রবার সকালে গঙ্গায় স্নান করতে গিয়ে স্থানীয়েরা বোমাগুলি দেখে শিবপুর থানায় খবর দেন। পুলিশ জানায়, ২৪টি বোমার মধ্যে ১৫টি পেটো। সেগুলি লাল-হলুদ প্লাস্টিক টেপ দিয়ে জড়ানো ছিল। মিলেছে আরও ৯টি বোতল বোমা। বোমাগুলি কে কেন এনেছিল তা রাত পর্যন্ত পুলিশের কাছে পরিষ্কার হয়নি। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, বোমাগুলি যেহেতু নদীর চরে পাওয়া গিয়েছে, ঘটনাটি কলকাতা রিভার ট্রাফিক পুলিশকে জানানো হয়েছে। |