লরি-ছিনতাইকারী সন্দেহে ছয় যুবককে আটক করল বালি থানার পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার গোপন সূত্রে খবর মেলে, বালি ব্রিজের পাশে পরিত্যক্ত একটি ঘরে একদল যুবক জড়ো হয়েছে। পুলিশ গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের তল্লাশি করে দেখা যায়, প্রত্যেকের কোমরেই কাপড়ের লম্বা দড়ি পেঁচানো। পুলিশের সন্দেহ হয়, ওই ধরনের দড়ির ফাঁস দিয়েই ট্রাকচালকদের শ্বাসরোধ করে খুন করে গাড়ি ছিনতাই করে দুষ্কৃতীরা।
পুলিশ জানায়, আটক যুবকদের নাম গোপাল দে, কানু ঘোষ, বলাই বিশ্বাস, মহম্মদ রফিক, বাদল ঘোষ ও রাজ দেবনাথ। হাওড়া সিটি পুলিশ জানায়, লিলুয়া, বালি, কোনা, মুম্বই রোড-সহ বিভিন্ন জায়গা থেকে গত কয়েক মাসে ট্রাক ছিনতাইয়ের অভিযোগ মিলেছে। শুক্রবার দিনভর ওই যুবকদের নিয়ে সে সব জায়গায় ঘোরে তদন্তকারী পুলিশের একটি দল। পুলিশের দাবি, ধৃতেরা স্বীকার করেছে, লরি ছিনতাইয়ের কয়েকটি ঘটনা তারা জানে। শুক্রবার গভীর রাত পর্যন্ত দফায় দফায় ওই যুবকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ আরও জানায়, যে ঘর থেকে ওই যুবকদের আটক করা হয়, সেই ঘরে এক ভবঘুরে থাকত। তার খোঁজ মিলছে না। পুলিশের সন্দেহ, কোনও দুষ্কৃতী ভবঘুরের ছদ্মবেশে ওই ঘরে থাকত ও মালবোঝাই লরি চিহ্নিত করে অন্য দুষ্কৃতীদের তথ্য সরবরাহ করত। পুলিশ জানায়, ১৬ এপ্রিল বালিতে একটি লরি থেকে চালকের দেহ উদ্ধার হয়। তদন্তে জানা যায়, ওই চালককে খুন করে মাল ছিনিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। মাল নিয়ে কলকাতা যাওয়ার কথা ছিল লরিটির। ওই ঘটনার সঙ্গে আটক হওয়া যুবকেরা জড়িত কি না, পুলিশ এখন তা জানার চেষ্টা করছে। |