কাটল জট, খুলছে শিশুশিক্ষা কেন্দ্র

টানা দশ দিন বন্ধ থাকার পর সব পক্ষকে নিয়ে বৈঠকে কাটল জট। আজ, শনিবার থেকে খুলছে দুবরাজপুরের কৃষ্ণপুর শিশুশিক্ষা কেন্দ্র।
শিশুশিক্ষা কেন্দ্রটি নিয়মিত খোলা থাকে না, নিয়মিত মিড-ডে মিল রান্না হয় না, প্রধান সহায়িকা নিয়মিত শিশুশিক্ষা কেন্দ্রে আসেন নাএ রকম একগুচ্ছ অভিযোগে দিন দশেক আগে গোহালিয়াড়া পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণপুর শিশুশিক্ষা কেন্দ্রে তালা ঝুলিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি দুবরাজপুরের বিডিও-র কাছে লিখিত অভিযোগও জানিয়েছিলেন কৃষ্ণপুর গ্রামের মানুষ। জট কাটাতে বিডিও-র নির্দেশে শুক্রবার সব পক্ষকে নিয়ে বৈঠক হয় গোহালিয়াড়া পঞ্চায়েত কার্যালয়ে। সেখানে ছিলেন বিডিও-র প্রতিনিধি মিনতি দে, পঞ্চায়েত প্রধান দিলীপ মাল, প্রধান সহায়িকা রেখা মণ্ডল ও কিছু গ্রামবাসী। বৈঠকের পরে মিনতিদেবী ও দিলীপবাবু বলেন, “সমস্যা মিটে গিয়েছে। শনিবার থেকে শিশুশিক্ষা কেন্দ্রটি পুনরায় চালু হবে। যেটুকু সমস্যা আছে, তা শনিবার পরিচালন সমিতির বৈঠকে মেটানো হবে।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণপুর গ্রামের ওই শিশুশিক্ষা কেন্দ্রটিতে ৩৪ জন পড়ুয়া রয়েছে। আর আছেন দু’জন সহায়িকা। স্থানীয় বাসিন্দা গণেশ মণ্ডল, সমীরণ ঘোষ, চিন্তামণি মারান্ডি, সুবোধ মণ্ডলদের অভিযোগ, “এই শিশুশিক্ষা কেন্দ্রে দীর্ঘদিন ধরে অব্যবস্থা চলছে। অধিকাংশ দিনই হয় দিদিমণি আসেন না, না হয় মিড-ডে মিল রান্না হয় না। আবার যদিও বা রান্না হয়, তার মান খারাপ। শিশুশিক্ষাকেন্দ্রটি মাঝেমধ্যেই বন্ধ থাকায় বাচ্চাদের পড়ারও ক্ষতি হয়। এ ব্যপারে প্রধান সহায়িকাকে বহুবার সতর্ক করা হলেও তিনি সে কথায় কান দেন নি।” এর ফলে বাধ্য হয়েই গত ১৮ এপ্রিল ওই কেন্দ্রে তালা লাগিয়ে দেওয়া হয় হলে এলাকাবাসীর দাবি। তাঁদের বক্তব্য, “আমাদের একমাত্র দাবি, উপযুক্ত পরিষেবা পাওয়া। প্রশাসন এ ব্যপারে আশ্বস্ত করলে তালা খুলে দেওয়া হবে।”
ওই শিশুশিক্ষা কেন্দ্রের প্রধান সহায়িকা রেখা মণ্ডল অবশ্য গ্রামবাসীদের অভিযোগ পুরোপুরি মানতে চাননি। তিনি বলেন, “সামান্য ত্রুটি-বিচ্যুতি হতেই পারে। তা বলে কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়ার মতো কোনও ঘটনাই ঘটেনি। গ্রামবাসীদের কোনও বক্তব্য থাকলে সেটা লিখিত ভাবেও জানানো যেত। কিন্তু তালা বন্ধ করে দেওয়ায় সেদিন ভয়ে বাচ্চারা রান্না করা খাবার ফেলে চলে গিয়েছিল।” তবে তিনি জানান, মিড-ডে মিল এ বার থেকে সকাল সাড়ে ৯টা নয়, বেলা ১১টায় দেওয়া হবে পড়ুয়াদের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.