পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে গোলমাল হতে পারে আজ, সেই আশঙ্কায় আগে থেকেই সক্রিয় হল কাটোয়ার মহকুমা প্রশাসন। আজ, শনিবার মঙ্গলকোটের মাথরুন নবীনচন্দ্র বিদ্যায়তনের পরিচালন সমিতির ওই নির্বাচন রয়েছে। মহকুমা প্রশাসন সূত্রে খবর, গণ্ডগোল রুখতে কাটোয়ার মহকুমাশাসক দেবীপ্রসাদ করণম ওই স্কুলটি ছাড়াও মাথরুন বাসস্টপ, কুলশুনো ও খুদরুন বাসস্টপেও ১৪৪ ধারা জারি করেছেন। নিয়োগ করা হয়েছে ১৫০ জন পুলিশকর্মী। দেবীপ্রসাদবাবু জানান, ওই তিনটি বাসস্টপ এলাকায় কোনও জমায়েত করা যাবে না। আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশকে ‘ভিডিওগ্রাফি’ করার নির্দেশ দিয়েছেন তিনি। গত ১৬ এপ্রিল মঙ্গলকোটের নতুনহাট একেএম উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে অভিভাবক প্রতিনিধিদের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। তার জেরে পরের দিন নবীনচন্দ্র বিদ্যায়তনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ফের গণ্ডগোল হয়। এর পরে পুলিশের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
|
দ্বিতীয় ডিভিশন ক্রিকেটের সুপার সিক্সে পারবীরহাটা নেতাজি সঙ্ঘ ৮৫ রানে হারায় ন্যাশান্যাল স্পোর্টিং ক্লাবকে। নেতাজি করে ৩৫ ওভারে ২১৭-৭। শঙ্কর কিস্কু ৪৭, সাগর বাল্মিকী ৪৩ ও রামিজ হোসেন করেন ২২। ন্যাশান্যালের অনির্বাণ ধর ৫ উইকেট পান। ন্যাশন্যাল ২৭ ওভারে ১৩২ করে। কৌশিক দত্ত ৫৮, জিতু দাস ২৫ করেন। নেতাজির বিবেক সিংহ ৬ উইকেট পান।
|
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল কাটোয়া পুলিশ। মৃতের নাম বিশ্বনাথ মাঝি (৪৫)। বাড়ি কাটোয়ার আমডাঙা গ্রামে। শুক্রবার এলাকার মুস্থলী গ্রামের বাগানপাড়ায় তাঁর দেহ মেলে। পুলিশ জানায়, মৃতের ডান কানের নীচে ও কোমরে আঘাতের চিহ্ন রয়েছে। এ দিকে, বৃহস্পতিবার কেতুগ্রামে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। |