আর্থিক দূর্নীতি সংক্রান্ত একটি মামলায় হাজির না হওয়ায় এক প্রাক্তন মহকুমাশাসক, বিডিও ও দুই অডিট অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। শুক্রবার এই নিদর্শে দিয়েছেন বর্ধমানের বিশেষ আর্থিক দূর্নীতি সংক্রান্ত আদালতের বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল। ওই চার জন হলেন, বর্ধমান উত্তরের প্রাক্তন মহকুমাশাসক এস পাল, আউশগ্রাম-১ ব্লকের তৎকালীন বিডিও দেবাশিস চট্টোপাধ্যায়, দুই অডিট অফিসার নারায়ণচন্দ্র মল্লিক ও রমেন্দ্রনাথ দাঁ।
সরকারি আইনজীবী কমলকৃষ্ণ তা জানান, গত ২০০১-এর ১৬ জুলাই তৎকালীন মহকুমাশাসক উত্তর অভিযোগ করেন, আউশগ্রাম-১ পঞ্চায়েতের শৌচাগার তৈরির কাজে আর্থিক দুর্নীতি হয়েছে। ওই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল আউশগ্রাম-১ পঞ্চায়েত সমিতির ম্যানেজার তথা স্থানীয় গোবিন্দপুর গ্রামের বাসিন্দা কার্তিক মণ্ডলকে। ঘটনাটির তদন্ত এবং অডিট হয়। তাতেই প্রমাণিত হয়, প্রায় ৩৯৭০৫ টাকা ওই ম্যানেজার আত্মসাৎ করেছেন। ওই ঘটনার মামলা দায়ের করা হয় ও পুলিশ অভিযুক্তকে ফেরার দেখিয়ে চার্জশিট জমা দেয়। কিন্তু ওই চার জনকে বার বার আদালতে উপস্থিত হয়ে সাক্ষী দিতে বলা হলেও তাঁরা আসেননি। |