টুকরো খবর
ঘুমের ওষুধ মেশানো পানীয় খাইয়ে লুঠ
হাসপাতাল চত্বরে ঘুমের ওষুধ মেশানো বিস্কুট ও পানীয় খাইয়ে রোগীর আত্মীয়দের সর্বস্ব লুঠ করে পালাল এক দল দুষ্কৃতী। বহরমপুর সদর হাসপাতালে মঙ্গলবার রাতের এই ঘটনায় তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দিন দশেক আগে হাসপাতালে ভর্তি হন ভগবানগোলার প্রমীলা দাস। এ দিন তাঁকে দেখতে নবগ্রাম ও আজিমগঞ্জ থেকে সুকুমার মণ্ডল, সাগরি মণ্ডল, হরিদাসী মণ্ডল ও অঞ্জন দাস নামে চার জন আত্মীয় এসেছিলেন। বহরমপুর থানার আইসি মোহায়মেনুল হক বলেন, “টাকা-পয়সা, সোনার গহনা ও মোবাইল চুরি গিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ঘটনার তদন্ত চলছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতে হাসপাতাল চত্বরে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় তাঁদের। নবগ্রামের বাসিন্দা অঞ্জন দাস বলেন, “ওই ব্যক্তি নিজেকে কলকাতার বাসিন্দা বলে পরিচয় দেয়। তাঁর এক আত্মীয় হাসপাতালের পুরুষ বিভাগে ভর্তি রয়েছে বলেও জানায়। সে আমাদের সকলকে ঠাণ্ডা পানীয় ও বিস্কুট খাওয়ায়। আমার সঙ্গে যারা ছিল, তারা ঠাণ্ডা পানীয় খায়। আমিও একটা বিস্কুট খেয়েছিলাম। তার পরে আর কিছুই মনে নেই। পরে জ্ঞান ফিরলে দেখি টাকা-পয়সা, মোবাইল, সোনার গহনা সর্বস্ব গিয়েছে। বাকী তিন জনও অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়।” হাসপাতালের সুপার কাজলকৃষ্ণ বণিক অবশ্য বলেন, “রোগীর বাড়ির আত্মীয়রা এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেনি। নির্দিষ্ট অভিযোগ পেলে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে।”

ঠিকাদার খুনে কংগ্রেস কর্মী আটক, মিছিল
দুষ্কৃতীদের গুলিতে ঠিকাদার খুনের ঘটনায় মঙ্গলবার রাতে শ্রীদাম সেন, স্বপন রাম, এককড়ি ঘোষ নামে তিন জন কংগ্রেস কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পাঁচ দিন আগে বহরমপুর লাগোয়া চুঁয়াপুর মোড়ের কাছে দুষ্কৃতীদের গুলিতে খুন হন প্রণব মুখোপাধ্যায় নামে এক ঠিকাদার। দলীয় কর্মীদের আটক করার প্রতিবাদে বুধবার বিকেলে একটি প্রতিবাদ মিছিল করে বহরমপুর শহর কংগ্রেস। মিছিলে হাঁটেন বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী-সহ বিশিষ্টেরা। জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাস বলেন, “পুলিশকে ব্যবহার করার অপচেষ্টা চলছে। দলীয় কর্মী-সমর্থকদের মিথ্যা মামলায় জড়িয়ে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা কিন্তু নতুন সরকার আমলেও শুরু হয়েছে। আমরা এর প্রতিবাদ করেছি। বৃহস্পতিবার থেকে শহর ও বহরমপুর ব্লক জুড়ে বিভিন্ন পথসভা করা হবে।” পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “আইনের মধ্যে থেকে পুলিশ কাজ করছে।”

অগ্নিদগ্ধ কাউন্সিলর
আগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কৃষ্ণনগর পুরসভার কাউন্সিলর ও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দিলীপ শর্মা। বুধবার দুপুরে তাঁর কালীনগরের বাড়িতে তাঁর গায়ে আগুন লেগে যায়। আশঙ্কাজনক অবস্থায় শহরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। রাজ্যের উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, “দিলুবাবুর শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। কী ভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়।” তবে দিলীপবাবুর ছেলে দীপঙ্কর শর্মা বলেন, “বেশ কিছুদিন ধরেই বাবা অবসাদে ভুগছিলেন।” এ বার ৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তিনি। সম্প্রতি তারাপীঠে একটি খুনের ঘটনায় গ্রেফতার হন দিলীপবাবুর অন্য ছেলে, ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার দেবানন্দ শর্মা। ওই ঘটনার পর থেকেই একই সঙ্গে মানসিক ও শারীরিক ভাবে ভেঙে পড়েছিলেন দিলীপবাবু।

ডোমকলে এই মরসুম থেকে লিগে দুই ডিভিশন
মহকুমা ফুটবল লিগে শুরু হতে চলেছে দু’টি ডিভিশন। স্কুল দল নিয়েও লিগ চালু করার কথা ভাবছে ক্রীড়া সংস্থা। মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক ধীমান দাস বলেন, “এ বছর নতুন করে প্রায় ছ’টি দল লিগে খেলার আবেদন করেছে। মোট ২৬ টি দল নিয়ে এবারই প্রথমবার প্রথম ও দ্বিতায় বিভাগ চালু হবে। বিভিন্ন স্কুলের দল নিয়েও লিগ চালু করার কথা ভাবছি।” রোদ-গরমকে উড়িয়ে দিয়েই অনুশীলন শুরু করে দিয়েছে ফুটবলাররা। অন্যবারের তুলনায় অনেকটা আগেই এ বছর মাঠে নেমেছে ডোমকলের ফুটবল দলগুলি। ‘বার’পুজো করে কেউ পুরোনো খেলোয়াড় কেউ বা খুদে ফুটবলারদের নিয়ে শুরু করেছে পথচলা। মরশুমের শুরুতেই ফুটবল নিয়ে ক্লাবগুলোর উৎসাহ দেখে খুশি মহকুমা ক্রীড়া সংস্থার কর্তারাও। তাঁদের দাবি, টানা কয়েক বছর লিগ, কামদাকিঙ্কর ফুটবল ও বাংলাদেশের ফুটবল দলের প্রদর্শনী খেলাকে ঘিরে নতুন মাত্রা পেয়েছে ফুটবল। তাছাড়াও এ বছর চৈত্রের শেষে এবং বৈশাখের শুরুতে বৃষ্টি হওয়ায় মাঠ খেলার উপযুক্ত। এমনকী এ বছর দলের সংখ্যা বাড়ায় ডোমকল লিগে শুরু হচ্ছে প্রথম ও দ্বিতীয় বিভাগ। ফলে সব মিলিয়ে ডোমকল মেতেছে ফুটবলে। ইসলামপুরের দুটি দল মর্নিং ক্লাব ও চক মহামায়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে অনুশীলন। গতবারের চ্যাম্পিয়ন দল শাহাদিয়াড় ভিনরাজ্যে শ্রমিকের কাজ করা তাঁদের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে।

খুনে যাবজ্জীবন
জোড়া খুনে ছ’জনকে বুধবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ দ্বিতীয় আদালতের বিচারক সিদ্ধার্থ রায় চৌধুরী। ২০০৯-এর ২৮ সেপ্টেম্বর কালীগঞ্জের ঘোড়াইক্ষেত্র গ্রামে একটি প্রাথমিক স্কুলের মাঠে সন্ন্যসী সর্দার ও খোকন সর্দার নামে দুই ভাই খুন হন। ওই ঘটনায় গ্রামেরই বাসিন্দা বিধান সর্দার, অজিত সর্দার, পূর্ণ সর্দার , চন্দ্র সর্দার, বালক সর্দার ও তারক সর্দারকে কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।

জলে ডুবে মৃত্যু
জলে ডুবে মারা গেল পাঁচ বছরের এক শিশু। নাম স্বস্তিকা বিশ্বাস। বাড়ি চাকদহের ডুবড়া পঞ্চায়েতের উত্তরপাড়া গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির কাছেই একটি ডোবায় তাকে ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় তাকে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে স্বস্তিকার। তদন্ত শুরু হয়েছে বলে জানায় পুলিশ। তবে কোনও অভিযোগ হয়নি। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।

রানাঘাটে চুরি
এক ব্যবসায়ীর বাড়ি থেকে সোনার গয়না ও নগদ টাকা চুরি করল দুষ্কৃতীরা। মঙ্গলবার রানাঘাটের শান্তারাম আচার্য লেনে দুলাল সাহা নামে এক ব্যবসায়ীর বাড়িতে ওই চুরি হয়। বাড়ি লোকেদের একটি ঘরে আটকে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, অভিযোগ হয়েছে। সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। দোষীরা ধরা পড়বে।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে প্রসেনজিৎ দাস (২৪) নামে এক যুবকের। বাড়ি করিমপুরের কলেজ রোড এলাকায়। মঙ্গলবার দরজা খুলে তাঁর ঝুলন্ত দেহ মেলে। বিয়ের বছর দেড়েক পরেই তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগতেন ওই যুবক। সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।

ধৃত দুই
৬৩৯ বোতল মদ ও রান্নার গ্যাসের ৩৪টি সিলিন্ডার-সহ বুধবার দুপুরে তাজপুর মোড় থেকে সামিনুল ইসলাম এবং বহড়া থেকে সুজিত কুণ্ডকে ধরে পুলিশ। হরিহরপাড়া থানার পুলিশ ও জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন স্কোয়াড যৌথ ভাবে হানা দেয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.