টুকরো খবর
জামিন না-মঞ্জুর অমিয় সাউয়ের
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে জেলবন্দি পূর্ব পাঁশকুড়ার প্রাক্তন সিপিএম বিধায়ক অমিয় সাউয়ের জামিনের আবেদন না-মঞ্জুর হল পূর্ব মেদিনীপুর জেলা আদালতে। বুধবার অমিয়বাবুর জামিনের আবেদনের শুনানি ছিল জেলা-দায়রা বিচারক শ্যামল গুপ্তের এজলাসে। প্রাক্তন বিধায়ককে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে মামলায় জড়ানো হয়েছে দাবি করে তাঁর আইনজীবী কৌস্তভকান্তি জানা জামিনের আবেদন করেন। সিআইডি-র আইনজীবী সামসের আলি পাল্টা সওয়ালে দাবি করেন, পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই চার্জশিটে নাম রাখা হয়েছিল অমিয়বাবুর। তদন্ত শুরুর পরেই তিনি আত্মগোপন করেছিলেন। ‘ফেরার’ অমিয়বাবুর নামে আদালত গ্রেফতারি পরোয়োনাও জারি করেছিল। তার পরেই গত ১৭ মার্চ মুম্বই থেকে অন্য দুই ফেরার অভিযুক্ত লক্ষ্মণ শেঠ, অশোক গুড়িয়ার সঙ্গেই তাঁকে গ্রেফতার করে সিআইডি। জামিনের বিরোধিতা করেন নিখোঁজদের পক্ষের আইনজীবী রাজদীপ মজুমদারও। জেলা-দায়রা বিচারক প্রাক্তন বিধায়কের জামিনের আবেদন না-মঞ্জুর করে দেন। আজ, বৃহস্পতিবার লক্ষ্মণ শেঠের এবং কাল, শুক্রবার সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা কৃষকসভার জেলা সম্পাদক অশোক গুড়িয়ার জামিনের আবেদনেরও শুনানি রয়েছে জেলা আদালতে।

ইমাম ভাতার সমালোচনা
সংখ্যালঘু সম্প্রদায়ের মূল-সমস্যার সমাধান না করে ইমামদের ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলল পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সংখ্যালঘু সেলও। মঙ্গলবার তমলুকে জেলা কংগ্রেসের সংখ্যালঘু সেলের কর্মিসভায় রাজ্য সংখ্যালঘু সেলের চেয়ারম্যান এম এম এস হায়দার সাচার কমিটির রিপোর্টের উল্লেখ-সহ সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, “শুধু ইমামদের ভাতা ঘোষণা করলেই রাজ্যে সংখ্যালঘুদের সমস্যার সমাধান হবে না। প্রয়োজন সংখ্যালঘুদের জন্য কেন্দ্রীয় সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পগুলির বাস্তবায়ন। ইমামদের ভাতা দেওয়ার ঘোষণা আসলে আসন্ন পঞ্চায়েত ভোটে ভোটব্যাঙ্ক বাড়ানোর একটা কৌশল।” সম্মেলনে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি অসিতরঞ্জন পাল, কাঁথি মহকুমা কংগ্রেস সভাপতি গঙ্গারাম মিশ্র, কাঁথি মহকুমা সখ্যালঘু সেলের সভাপতি ওলি আহমেদ খান, এগরা মহকুমা সংখ্যালঘু সেলের সভাপতি ফজরুল রহমান, হবিবুর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান আনোয়ার আলি। তিনি জানান, আগামী ১ জুলাই জেলা স্তরে সমাবেশের কর্মসূচি নেওয়া হয়েছে। সম্মেলনে জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় তিন শতাধিক সংখ্যালঘু প্রতিনিধি উপস্থিত ছিলেন।

দুধকুণ্ডিতে কৃষকসভার পদযাত্রা
কৃষকদের ‘গণ-দাবি’ নিয়ে জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামাঞ্চলে রাজনৈতিক কর্মসূচি শুরু করল সিপিএম। বুধবার ‘সারা ভারত কৃষকসভা’র মানিকপাড়া সাংগঠনিক ব্লক-কমিটির উদ্যোগে ঝাড়গ্রামের দুধকুণ্ডি অঞ্চলে পদযাত্রা করা হয়। একশো দিনের কাজ, সব গরিব মানুষকে বিপিএল কার্ড প্রদান, সেচের জল, ফসলের ন্যায্য দাম, রাজ্যের সর্বত্র গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দাবিতে ওই পদযাত্রা শুরু হয় দুধকুণ্ডির জঙ্গলঘেরা ডুংরিডিহি গ্রাম থেকে। ৫ কিমি পথ ঘুরে পদযাত্রা শেষ হয় বড়গহিরা গ্রামে। নেতৃত্বে ছিলেন কৃষকসভার ব্লক-সভাপতি দীনেশ মাহাতো, সম্পাদক অর্জুন মাহাতো, দুধকুণ্ডির পঞ্চায়েত প্রধান সিপিএমের চুনারাম হেমব্রম। পদযাত্রা শেষে বড়গহিরায় সভায় বক্তব্য রাখেন কৃষকসভার জেলা সহ-সভাপতি ডহরেশ্বর সেন। এক সময় দুধকুণ্ডির ওই এলাকাগুলি মাওবাদী-কমিটির ঘাঁটি ছিল। এ দিন পদযাত্রা থেকে ‘তৃণমূল-মাওবাদী আঁতাত বিরোধী’ স্লোগান দেওয়া হয়।

অস্বাভাবিক মৃত্যু, উত্তেজনা
এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে বুধবার সকালে উত্তেজনা ছড়িয়েছে হলদিয়ার সুতাহাটা থানা এলাকার বারবাসুদেবপুরে। মৃতের নাম বিমল জানা (৪৬)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহটি উদ্ধার হয়। মৃতের পরিবারের দাবি, দীর্ঘ দিন ধরেই কোমরের যন্ত্রণায় ভুগছিলেন ওই ব্যক্তি। যন্ত্রণা সহ্য করতে না-পেরে আত্মঘাতী হয়েছেন তিনি। এ দিন সকালেই পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকার কাঞ্চনপুর জালপাই গ্রামের জগদীশ প্রামাণিকের (৪৮) মৃতদেহ উদ্ধার হয় হিজলি টাইডাই ক্যানেল থেকে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে ক্যানেলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। এ দিকে মাঠে পড়ে থাকা তারের স্পর্শে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে ইছাপুরের মাধবী রাউলের (৪২)।

জেলা সম্মেলন
বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন হল চণ্ডীপুরের বরোজ বাজারের কমিউনিটি হলে। রবিবার ওই সম্মেলনের পতাকা উত্তোলন করেন সংগঠনের জেলা কার্যকরী সভাপতি যুগল পাল। সম্মেলনে সাক্ষরতা কেন্দ্রের প্রেরক পরিবর্তনে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানানো হয়। এ ছাড়া সাক্ষর ভারত কর্মসূচি রূপায়ণে জেলায় বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার ও স্বনির্ভর গোষ্ঠীর নিরক্ষর সদস্য-সদস্যাদের সাক্ষর করার জন্য পরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়। ওই সব দাবিপূরণে প্রশাসনকে চাপ দিতে আগামী ২ মে জেলাশাসকের দফতরের সমনে অবস্থান-কর্মসূচি নিয়েছে সমিতি। সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির রাজ্য সহ-সভাপতি নভেন্দুবিকাশ হোতা, জেলা সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

ডেপুটেশন
উত্তর কানাইদিঘি গ্রামে সিপিআইয়ের মহিলা সমিতি-র সদস্যকে সালিশি সভায় ডেকে বিবস্ত্র করে মারধর, জরিমানা দাবি এবং সে নিয়ে অভিযোগ করায় তাঁর মেয়েকে ‘চরম সম্মানহানি’র হুমকির ঘটনায় শাসক তৃণমূলের অভিযুক্ত নেতা-কর্মীদের গ্রেফতারের দাবিতে বুধবার বিকেলে পশ্চিমবঙ্গ মহিলা সমিতি ও গণতান্ত্রিক মহিলা সমিতি-র পক্ষ থেকে মারিশদা থানায় ডেপুটেশন দেওয়া হল। অভিযুক্তদের ধরার ব্যাপারে পুলিশের ‘গড়িমসি’র প্রতিবাদে বিক্ষোভও দেখানো হল। অভিযুক্তরা শাসকদলের হওয়ায় পুলিশ তাদের গ্রেফতার করছে না এবং যে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদেরও লঘু ও জামিনযোগ্য ধারা দেওয়ায় গ্রেফতারের সঙ্গে সঙ্গেই আদালত থেকে ছাড়া পেয়ে গিয়েছে বলে অভিযোগ করেন মহিলা সমিতির নেত্রীরা। গণতান্ত্রিক মহিলা সমিতি-র জেলা সম্পাদক রীতা দত্ত ও পশ্চিমবঙ্গ মহিলা সমিতি-র কল্যাণী কামিল্যা মিছিল-ডেপুটেশনে নেতৃত্ব দেন।

বন্ধ বিএড পাঠ্যক্রম চালু কাঁথি কলেজে
চলতি শিক্ষাবর্ষ (২০১২-১৩) থেকে ফের বিএড পাঠ্যক্রম চালু হচ্ছে কাঁথি প্রভাতকুমার কলেজে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমিতকুমার দে এই খবর দিয়ে বলেন, “এনসিটিই-র অনুমোদনপত্র সোমবার কলেজ কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছেছে।” ১৯৬৫ সাল থেকে প্রভাতকুমার কলেজে বিএড পাঠ্যক্রম পড়ানো শুরু হলেও ২০০৬ সাল থেকে তা বন্ধ হয়ে যায়। ৬ বছর পর ফের তা চালু হতে চলেছে। আসন সংখ্যা ১০০।

পর্যালোচনা সভা
কাঁথি-১ ব্লকের উন্নয়নমূলক কাজকর্মের এক পর্যালোচনা সভা হল মঙ্গলবার। জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি ছাড়াও মহকুমাশাসক সুমিত গুপ্ত, নতুন বিডিও মাসুদ আলম, বিদায়ী বিডিও সায়ন্তন বসু প্রমুখ ছিলেন সভায়।

তড়িদাহত, মৃত্যু
ঝড়ে আম গাছ পড়ে গিয়েছিল উচ্চ ক্ষমতাবাহী বিদ্যুতের তারের উপর। মঙ্গলবার দুপুরে খেলাধূলার সময় সেই আম গাছের স্পর্শেই তড়িদাহত হয়ে মৃত্যু হল এক কিশোরের। মৃত পরিতোষ বেরার (১৫) বাড়ি পটাশপুরের বাগমারি এলাকায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.