১৬৮ তাড়া করতে নেমে শেষ ১২ বলে ৩২ দরকার ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। রান তোলার গতি যে ভাবে আটকে দিয়েছিলেন কিংস ইলেভেনের বোলাররা, তাতে সচিনদের হার প্রায় অবধারিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে জিতে গেল মুম্বই। বেঙ্গালুরুতে দিনের অন্য ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল বেঙ্গালুরু আর চেন্নাইয়ের।
মুম্বই ম্যাচের নায়ক রায়াডু (৩৪ ন.আ.) এবং রবিন পিটারসন (১৬ ন.আ.)। পঞ্জাবের ‘খলনায়ক’ পীযূষ চাওলা ১৯ নম্বর ওভারে বল করতে এসে ২৭ রান দিয়ে যান। প্রথমে ব্যাট করে পঞ্জাবের ১৬৮-৩ তোলায় বড় অবদান ডেভিড হাসির (৬৮ ন.আ)। ডেভিড মিলারের (১৭ বলে ৩৪ ন.আ) সঙ্গে তৃতীয় উইকেটে হাসির ৮৯ রানের অপরাজিত জুটি না থাকলে দেড়শোও পেরোতে পারত না কিংস ইলেভেন। মুম্বইয়ের শুরুটা এসেছিল রোহিত শর্মার ব্যাট থেকে। ৩০ বলে তাঁর ৫০ রানের ইনিংসই জয়ের ভিতটা গড়ে দেয়। সচিন এ দিন ৩৪ করেন। ম্যাচ শেষে রায়াডুর ব্যাটে সই করে দেন সচিন। এ দিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছেন, সচিনের সই করা একটা ব্যাট তাঁর অন্যতম মূল্যবান সম্পত্তি। ২০১০ জুলাইয়ে ভারতে আসা ক্যামেরনের মেয়ে ন্যান্সিকে তাঁর সই করা ব্যাট উপহার দেন সচিন। এ দিন ম্যাচের পরে সচিন বলেন, “একশোটা সেঞ্চুরি করে একটু মোটা হয়েছি। কিন্তু এখন প্র্যাক্টিসে ফিরেছি। আজ টিমটা দারুণ খেলল। তবে প্রথম ৬ ওভারে আরও বেশি রান তোলা উচিত ছিল।”
|