নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বেলদায় হরিণ। নিজস্ব চিত্র। |
জাতীয় সড়কের পাশ থেকে একটি হরিণ উদ্ধার করল বন দফতর। পরে হরিণটিকে খড়্গপুরের হিজলি রেসকিউ সেন্টারে নিয়ে আসা হয়। একটি পায়ে আঘাত থাকার জন্য তার চিকিৎসা চলছে। বুধবার সকালে বেলদার বড় মাতকাতপুর এলাকায় স্থানীয় মানুষজন হরিণটিকে দেখতে পান। পাশ দিয়েই গিয়েছে ৬০ নম্বর জাতীয় সড়ক। খবর পেয়ে অনেকে ভিড় জমান। পুলিশ আসে। খবর দেওয়া হয়ে বন দফতরে। পরে বনকর্মীরা এসে হরিণটিকে উদ্ধার করেন। স্থানীয় সূত্রের খবর, নারায়ণগড়ে একটি ফার্মে কয়েকটি হরিণ রয়েছে। তার একটি এখন নিখোঁজ। এটি সেই হরিণটি কি না, তা খতিয়ে দেখছে বন দফতর। খড়্গপুরের ডিএফও মিলনকান্তি মন্ডল বলেন, “ফার্মের একটি হরিণ নিখোঁজ রয়েছে বলে শুনেছি। এটি সেই হরিণই কি না, দেখা হবে।” ডিএফও জানান, উদ্ধার হওয়া হরিণর একটি পায়ে আঘাত রয়েছে। দেখা গিয়েছে, আঘাতটি পুরনো। এ ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন। তাই হিজলি রেসকিউ সেন্টারে তার চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
জাতীয় উদ্যানে মিলল বাঘের মৃতদেহ। বনবিভাগ সূত্রে খবর, গত কাল সন্ধ্যায় কাজিরাঙার কোহরা রেঞ্জে হনুমান বন শিবিরের কাছে একটি স্ত্রী রয়্যাল বেঙ্গলের দেহ উদ্ধার হয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাঘটির স্বাভাবিক মৃত্যুই হয়েছে। অন্য দিকে, আজ নুমালিগড়ের রংবং চা বাগানের কাছে, পাঁচটি শাবক-সহ একটি সিভেট ক্যাটকে দেখে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
|
সাপের ছোবলে শিশু-সহ মৃত ২ |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
দু’টি পৃথক এলাকায় সাপের ছোবলে মৃত্যু হয়েছে এক শিশু ও এক বধূর। দু’জনকেই রঘুনাথপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসার পরে প্রতিষেধক দেওয়া হয়। পরে তাঁদের পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে। মৃতেরা হলেন রিনা ভাণ্ডারি(৩২) ও সুজাতা বাউরি (৪)। রিনাদেবীর বাড়ি নিতুড়িয়ার দুধিয়াপানি গ্রামে ও সুজাতার বাড়ি পাড়া থানার ধূলাবাদ গ্রামে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়িতে রিনাদেবী ঘুমানোর সময় তাঁকে সাপে ছোবল মারে। এরপর পরিবারের লোকজন তাঁকে রঘুনাথপুর হাসপাতালে নিয়ে যান। অন্য দিকে, বুধবার দুপুরে সুজাতা বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলছিল। সেই সময় সাথে বাঁশগাছের নিচে একটি সাপ তাকে ছোবল মারে। রঘুনাথপুর হাসপাতালের সুপার সুভাষ চন্দ্র ঘাঁটা বলেন, “ওঁদের দু’জনকেই সাপের ছোবল মারার প্রতিষেধক ‘অ্যান্টি ভেনাম সিরাম’ দেওয়া হয়েছিল। কিন্তু পরে তাঁদের অবস্থার অবনতি হয়।”
|
মালবাজার ব্লকের রানিচেরা চা বাগানে চিতাবাঘের হানায় গুরুতর জখম হলেন এক চা শ্রমিক। বুধবার সকালে বাগানের বালাবাড়ি ডিভিশনের ১০নং সেকশনে ঘটনাটি ঘটে। বাগান সূত্রের খবর, জখম শ্রমিকের নাম বেইজি কাছোয়াড়। তাঁর মাথায় চিতাবাঘটি কামড়ে দিয়েছে। বেইজির চিৎকারে অন্য শ্রমিকে ছুটে আসলে চিতাবাঘটি পালিয়ে যায়। |