টুকরো খবর
স্ত্রীকে অভিনব উপহার রাঠৌরের
স্ত্রীর জন্য ৯ লক্ষ ৫ হাজার ১ টাকা দিয়ে নিলামে এক অভিনব গাড়ির নম্বর কিনলেন রুচিকা গিরহোত্রের শ্লীলতাহানি মামলায় অভিযুক্ত হরিয়ানার প্রাক্তন ডিজিপি এস পি এস রাঠৌর। নম্বরটি হল ‘সি এইচ ০১ এ এম ০০০১’। গত কাল চণ্ডীগড়ে গাড়ির নম্বর বিক্রি করার জন্য নিলাম ডাকে রেজিস্টারিং ও লাইসেন্সিং সংস্থা। রাঠৌর জানান, স্ত্রীকে তিনি একটি মার্সিডিজ গাড়ি উপহার দিয়েছেন। বিপদের সময় পেশায় আইনজীবী স্ত্রী সর্বক্ষণ তাঁর পাশে ছিলেন। তাই স্ত্রীকে এক মজাদার নম্বর-সহ গাড়ি তিনি উপহার দিচ্ছেন। উল্লেখ্য ২০১০-এর মে থেকে নভেম্বর পর্যন্ত কারাবাসের পর জামিনে মুক্তি পান রাঠৌর।

দুই গাড়ির রেষারেষি, মৃত্যু দু’জনের
প্রবল জনরোষে জ্বলছে গাড়ি । ইস্পাতনগরী জামশেদপুরের বিষ্টুপুরে পার্থ চক্রবর্তীর তোলা ছবি।
ইস্পাতনগরী জামশেদপুরের বিষ্টুপুরে কাল রাতে দু’টি মোটর গাড়ির রেষারেষির বলি হলেন দুই বাইক আরোহী। তাঁদের নাম তাদের নাম: আবসার খান (২৬) এবং জাহিদ আলম (৪০)। আজ ভোরে হাসপাতালে তাঁদের মৃত্যু ঘটে। এই ঘটনায় জখম হয়েছেন দুই ছাত্র-সহ আরও চারজন। গাড়ির ধাক্কায় দুমড়ে গিয়েছে বাইকটি। এই ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা একটি গাড়িকে আটক করে আগুন ধরিয়ে দেয়। প্রাণ বাঁচাতে গাড়িটি রাস্তায় ফেলেই চালক পালিয়ে যায়। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে কাল রাত ৯টা নাগাদ, বিষ্টুপুর থানার ধাতকিডি পুকুর লাগোয়া সড়কে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। টাটা মেন হাসপাতালে চিকিৎসা চলছে। বিষ্টুপুর থানা থেকে জানানো হয়েছে, কাল রাতে টাটা ইস্পাত কারখানার দিক থেকে দু’টি মোটর গাড়ি রেষারেষি করতে করতে দুরন্ত গতিতে বিষ্টুপুরের দিকে যাচ্ছিল। ধাতকিডি পুকুরের কাছে স্বল্প পরিসর রাস্তায় দ্রুতগতি মোড় ঘুরতে গিয়ে বেশ কয়েক জন পথচারীকে ধাক্কা মারে। পুলিশ জানায়, জনরোষে পোড়া গাড়ির চালকের খোঁজ চলছে।

ঔরঙ্গাবাদে ফের দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের
আগের দুর্ঘটনার রেশ মেলানোর আগেই ফের পথ দুর্ঘটনা ঔরঙ্গাবাদে। রোড রোলারের সঙ্গে অটোর সংঘর্ষে আজ সকালে মৃত্যু ঘটল একই পরিবারের চার ব্যক্তির। জখম হয়েছেন চার জন। এ দিনের দুর্ঘটনাটি ঘটে ঔরঙ্গবাদের মুফস্সল থানা এলাকার ২ নম্বর জাতীয় সড়কের কাছে বেরিয়ায়। ৪৮ ঘণ্টার মধ্যে একই থানা এলাকায় মোট ১০ জনের মৃত্যু হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে আছেন কৃষ্ণ সাথী (৫৫) তাঁর স্ত্রী কৈলি দেবী (৪৫), কৃষ্ণবাবুর মেয়ে মুনিয়া কুমারী (২০) এবং শ্যালক টুনু সাথী (৪০)। সকলেই গয়ার বাসিন্দা। এ দিন সকালে একটি অটোয় তাঁরা গয়া থেকে ঔরঙ্গবাদের দাউদপুরে যাচ্ছিলেন। ২ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় একটি রোড রোলারের সঙ্গে সংঘর্ষ হয় অটোটির। ঘটনাস্থলেই মৃত্যু চার জনের। জখম চার জনকে গয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, কাল সকালেই এই থানা এলাকাতেই দুর্ঘটনায় পড়ে একটি বিয়ের গাড়ি। মারা যান ছ’জন।

বাড়ি থেকে ডেকে খুন করা হল শিক্ষককে
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক শিক্ষককে গুলি করে মারল দুষ্কৃতীরা। কাল রাতে ঘটনাটি ঘটেছে গয়া জেলার ইমামগঞ্জ থানার ধুবেল গ্রামে। নিহতের নাম বৈদ্যনাথ রাম (৩০)। খুনের কারণ এখনও অজ্ঞাত। পুলিশ জানায়, কাল রাত ৯টা নাগাদ মোবাইলে ফোন করে বৈদ্যনাথবাবুকে ডেকে নিয়ে যাওয়া হয়। তখন তিনি বাড়িতেই ছিলেন। বৈদ্যনাথবাবু হাইস্কুলে শিক্ষকতা করতেন। ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। দীর্ঘক্ষণ পরেও তিনি বাড়ি না ফেরায় বৈদ্যনাথের স্ত্রী থানায় অভিযোগ জানান। আজ, সকালে শোরহর নদীর পাড়ে বরকাকার্সন এলাকায় তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, তাঁর গলায় গুলি করে খুন করা হয়েছে। তাঁর মোবাইল ফোনটি বন্ধ ছিল।

ডাইনি অপবাদে খুন একই পরিবারের ৩
ফের কুসংস্কারের বলি হতে হল একই পরিবারের তিন জনকে। ডাইনি অপবাদে খুন হলেন একই পরিবারের তিন জন। সুন্দরগড় জেলার কাদালিয়া গ্রামের এক দম্পতি ও তাদের বারো বছরের ছেলের মৃতদেহ আজ উদ্ধার করে পুলিশ। কয়েক দিন ধরে গ্রামবাসীরা কার্তিক মুন্ডা, তাঁর স্ত্রী মিথিলি ও তাঁদের ছেলেকে দেখতে পাচ্ছিলেন না। সন্দেহ হওয়াতে তাঁরা পুলিশে অভিযোগ জানান। পুলিশ এসে উদ্ধার করে তাঁদের মৃতদেহ। এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রামেরই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অনুমান বাড়িতেই ওই তিনজনকে খুন করে পরে ফাঁকা জায়গায় ফেলে রেখে আসা হয় তাঁদের মৃতদেহ। ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে খুনের অস্ত্রও।

বিয়েবাড়িতে হামলায় হত পিতাপুত্র
বিয়েবাড়িতেও তাণ্ডব সশস্ত্র হামলাকারীদের। কাল রাতে ঝাড়খণ্ডের খুঁটি জেলার রানিয়া অঞ্চলে একটি বিয়েবাড়িতে চড়াও হয় সশস্ত্র কিছু লোক। বিয়েবাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয় গুরুচরণ সিংহ (৫৫) এবং রাধামোহন সিংহ (৩০) নামে দু’জনকে। নিহতেরা সম্পর্কে পিতাপুত্র। বিয়ের অনুষ্ঠানে আসা আরও এক যুবককে পিটিয়ে পিটিয়ে আধমরা করে দেয় হামলাকারীরা। বেশ কিছুক্ষণ তাণ্ডব চালানোর পর তারা এলাকা ছাড়ে। যাওয়ার আগে বিয়েবাড়ির পাশে দাঁড়িয়ে থাকা একটি বাস জ্বালিয়ে দেয় তারা। জেলা পুলিশ এই ঘটনার পিছনে মাওবাদীদের হাত আছে বলেই মনে করছে। ঘটনার প্রাথমিক তদন্তের ভিত্তিতে খুঁটি জেলার পুলিশ সুপার এম তামিলভানন আজ বলেন, “ঘটনাস্থল রানিয়া থানার জঙ্গল লাগোয়া বংটেল গ্রাম। মনে হচ্ছে এটা নিছক বিয়েবাড়ির উপর হামলার ঘটনা নয়। যতদূর সম্ভব মাওবাদী এবং পিএলএফআইয়ের লড়াই।” পুলিশ সুপার জানান, নিহত দুজনেই পিএলএফআইয়ের কর্মী। গুরুতর জখম হয়েছেন ছোটন সিংহ নামে আরও এক পিএলএফআই কর্মীও। রাঁচির একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

ছাত্রাবাস থেকে মুকুল সাংমার ভাইঝির দেহ উদ্ধার
ছাত্রাবাসের ঘর থেকে মিলল এমবিএ ছাত্রীর ঝুলন্ত দেহ। অভিযোগ, নকল করার দায়ে পরীক্ষা হল থেকে বিতাড়িত হওয়ার গ্লানিতেই আত্মঘাতী হন ২২ বছরের ডায়ানা সিলভা। তিনি মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমার ভাইঝি। ঘটনাটি গুরগাঁওয়ের। ডায়ানার বন্ধুরা পুলিশকে জানান, কাল আমিটি বিশ্ববিদ্যালয়ে এমবিএ প্রথম বর্ষের পরীক্ষার সময় মোবাইল নিয়ে ঢোকেন ডায়ানা। পরিদর্শক তাঁর বিরুদ্ধে টোকাটুকির অভিযোগ তোলেন। ডায়ানা প্রতিবাদ জানালে পরিদর্শক তাঁর উত্তরপত্রটি ছিঁড়ে ফেলেন। এরপর ডায়ানা ছাত্রাবাসে গিয়ে দরজা বন্ধ করে দেন। বন্ধুরা দরজা ভেঙে ঘরে ঢুকলে দেখা যায়, ওড়না গলায় পেঁচিয়ে ঝুলছেন তিনি। হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

পুলিশ-জঙ্গি লড়াই
আজ সকালে লাতেহার থানার হটওয়াগ জঙ্গলে তল্লাশিতে গিয়ে এক সশস্ত্র জঙ্গি বাহিনীর আক্রমণের মুখে পড়ে পুলিশ। জঙ্গলে গাছের আড়াল থেকে পুলিশকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়। লাতেহার জেলার পুলিশ সুপার ক্রান্তি কুমার ঘরদেশি জানিয়েছেন, পুলিশের গুলিতে জখম হয়েছে এক জঙ্গি। সম্প্রতি মাওবাদী প্রভাবিত জেলাগুলিতে সক্রিয় হয়ে উঠেছে জঙ্গিরা। লাতেহার, লোহারদগা, পলামু, খুঁটি, গুমলা প্রভৃতি জেলার জঙ্গলে বিভিন্ন উগ্রপন্থী সংগঠনের তৎপরতা বেড়েছে। এর মধ্যে পিএলএফআই, ঝাড়খণ্ড লিবারেশন টাইগার,ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদ ।

টিম-অণ্ণায় ভাঙন প্রকট
মুসলিম নেতা মুফতি শামিম কাজমির দল ছেড়ে বেরিয়ে যাওয়ার পর টিম-অণ্ণায় ‘ভাঙন’ ধরার প্রশ্ন আরও প্রকট হয়ে উঠল। কাজমির বিরুদ্ধে অভিযোগ, নয়ডায় টিম-অণ্ণার কোর কমিটির বৈঠকের কথাবার্তা গোপনে মোবাইলে রেকর্ড করছিলেন তিনি। এমন সময় হাতেনাতে ধরা হয় তাঁকে। তার পরেই ক্ষুব্ধ কাজমি বৈঠক থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের জানান, তিনি অণ্ণার দল থেকে ইস্তফা দিচ্ছেন।

ভূকম্প আন্দামানে
ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আজ দুপুর ১.১২ নাগাদ কম্পন অনুভূত হয়। রিখ্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৭। যদিও এর ফলে ক্ষয়ক্ষতি হয়নি। বিপর্যয় মোকাবিলা বিভাগের ডিরেক্টর অশোক শর্মা জানান, ভূম্পের উৎসস্থল ছিল লিটিল আন্দামান ও কার নিকোবরের মাঝামাঝি অঞ্চল।

ভূরিভোজ
ছবি: শ্যামলী দে।
বাতাসে যেন আগুনের হলকা। তাতেও বিন্দুমাত্র বিচলিত না হয়ে প্রথম বার পটনায় এসেই আজ মৌজ করে লিট্টি খেলেন বলিউড তারকা আমির খান। লিট্টি খেয়ে তাঁর মন এতটাই ভরে গেল যে দোকানদারকে তিনি ৫০০ টাকাও দিলেন। সঙ্গে নিয়েও গেলেন কিছুটা খাবার। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ আমির খান পটনার চিড়িয়াখানার কাছে বেলি রোডে রীতিমতো রাস্তায় দাঁড়িয়ে লিট্টি খান। তত ক্ষণে ভিড় জমে গিয়েছে তাঁকে ঘিরে। দু’টো লিট্টি নিয়ে গাড়িতে উঠে পড়েন আমির। গাড়ি ছোটে লাড্ডুর জন্য বিখ্যাত মনিরে। জায়গাটি পটনা থেকে ৩০ কিলোমিটার দূরে। সেখানে তিনি লাড্ডুর স্বাদ নেন। কেনেনও ২ কিলোগ্রাম লাড্ডু। তার পরে একটি বিয়েতে যোগ দিতে রওনা দেন বারাণসী।

নলছড়ে উপনির্বাচন ১২ জুন
ত্রিপুরায় নলছড় বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন হবে আগামী ১২ জুন। ভোট গণনা ১৫ জুন সকাল থেকে। রাজ্য নির্বাচন দফতরের এক কর্তা জানান, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানা গিয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ত্রিপুরার বাম-ডান দুই রাজনৈতিক শিবিরই। বামফ্রন্ট ও কংগ্রেস, উভয় শিবিরেই প্রার্থী বাছাইয়ের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি, এখন থেকেই সিপাহিজলা জেলায় নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেল। নতুন জেলা সিপাহিজলার নলছড় বিধানসভা আসনটি এখন তফসিলিদের প্রার্থীর জন্য সংরক্ষিত। সিপিএম বিধায়ক সুকুমার বর্মণের আকস্মিক মৃত্যুতে নলছড় আসনটি শূন্য হয়। নলছড় থেকে যিনিই নির্বাচিত হন না কেন, তাঁর মেয়াদ হবে কয়েক মাসের । কারণ আগামী বছরের গোড়ার দিকেই ত্রিপুরা বিধানসভার নির্বাচন। নলছড়ের উপ-নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হবে ১৮ মে। ওই দিন থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে। ২৮ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.