টুকরো খবর |
বেআইনি মদের বিরুদ্ধে অভিযান |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
আবগারি দফতর বুধবার বোলপুর মহকুমার বিভিন্ন এলাকায় বেআইনি ও নকল মদের বিরুদ্ধে অভিযান চালাল। বীরভূম জেলা আবগারি দফতরের ভারপ্রাপ্ত সুপারিন্টেডেন্ট রামরায় সরকার বলেন, “১৮৫ লিটার চোলাই ও প্রচুর পরিমাণে নকল বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়। তবে কাউকে ধরা যায়নি।” তিনি জানান, বোলপুর, ইলামবাজার, নানুর ও পাড়ুই থানার কয়েকটি বেশ কয়েকটি মদের ঠেকে আমাদের কয়েকটি দল অভিযান চালায়। উল্লেখ্য রবিবার বোলপুর থানার নোয়াডাঙাল গ্রামে একটি উৎসবে মদ ও খাবার খাওয়ার পরে দু’জন বিষক্রিয়ায় মারা যান। অসুস্থ হন আরও দু’জন। ওই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করে। মঙ্গলবার বোলপুর আদলত তাদের ১৪ দিন জেলহাজতে পাঠায়।
|
পুড়ল মাটির বাড়ি |
নিজস্ব সংবাদদাতা • রাজনগর |
অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল একটি মাটির বাড়ি ও একটি খড়ের পালুই। মঙ্গলবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে রাজনগরের গাংমুড়ি জয়পুর পঞ্চায়েতের আদিবাসী গ্রাম মাদারপুরে। প্রথমে স্থানীয় বাসিন্দারা ও পরে দমকলের একটি ইঞ্জিনের দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্টু সরেনের রান্নাঘরেই প্রথমে আগুল লেগে ছিল। পরে সেই আগুন ছড়িয়ে যায় পড়শি মার্ধু সরেনের পালুইয়ে। আগুন দেখে ছুটে আসেন পড়শিরা। মন্টু সরেন বলেন, “আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।”
|
বাড়িতে চুরি |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
বাড়ির লোকজন বাইরে থাকার সুযোগে দরজা ভেঙে ঘর থেকে সোনার গয়না ও টুকু চুরি করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে রামপুরহাট শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীতে এই ঘটনা ঘটে। বুধবার দুপুরে বাড়ি ফিরে বাড়ির মালিক তপতী দাস এই কাণ্ড দেখে থানায় অভিযোগ করেন।
|
ভাসুরের সাজা |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও ভাইকে খুনের চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তির সাজা হল। বুধবার রামপুরহাট আদালতের ফাস্ট ট্রাক প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সুধীর কুমার মুরারই থানার দাঁতুড়া গ্রামের গুলসান শেখকে তিন বছর কারাদণ্ডের সাজা দেন। সরকার পক্ষের আইনজীবী সুমন্ত শেখর রায় জানান, ২০১০ সালের জুলাই মাসে ভাইয়ের অনুপস্থিতিতে তাঁর স্ত্রীকে গুলসান ধর্ষণ করার চেষ্টা করে। পরে ভাই জানতে পেরে প্রতিবাদ জানালে তাঁকেও খুন করার চেষ্টা করে গুলসান। ওই বধূ শেষে রামপুরহাট আদালতে অভিযোগ দায়ের করেন। ঘটনায় মদত দেওয়ায় অভিযুক্ত বাকি তিন জনকে বেকসুর খালাস দেওয়া হয়।
|
ট্রাক-বাসের সংঘর্ষ, জখম ৮ |
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
মাছ বোঝাই মিনি ট্রাকের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন প্রায় আট জন। জখম ব্যক্তিরা হলেন মিনি ট্রাকের চালক ও সাত জন বাসযাত্রী। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানা এলাকার নিরাময় যক্ষ্মা হাসপাতালের কাছে, পানাগড়-দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়কের উপর। জখমদের সকলকেই দুবরাজপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করানো হয়। অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঝাড়খণ্ডের দুমকা থেকে বেশ কিছু যাত্রী নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় উল্টোদিকের ইলামবাজার থেকে আসা মাছ বোঝাই মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর বাসের চালক, খালাসি পালিয়ে যায়। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দু’টি পুলিশ আটক করেছে।
|
সংখ্যালঘু ছাত্র
বৃত্তি নিয়ে নালিশ |
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া নিয়ে অভিযোগ উঠেছে। বুধবার মুরারইয়ের কামালপুর প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ এ নিয়ে রামপুরহাটের মহকুমাশাসকের দফতরে অভিযোগ দেন। অভিভাবকদের মধ্যে আজিজুল শেখ, সরিত শেখ, জাকির শেখদের অভিযোগ, “২০০৯-’১০ অর্থবর্ষ থেকে তিন বছর ধরে ওই স্কুলের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের অনেকেই ছাত্রবৃত্তির টাকা হাতে পায়নি। কেউ একবার পাওয়ার পরে বাকি বছরগুলির টাকা পায়নি। এ নিয়ে প্রশাসনের কাছে তদন্তের দাবি জানিয়েছি।” ভারপ্রাপ্ত মহকুমাশাসক মহম্মদ ইব্রাহিমের আশ্বাস, “তাঁদের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” |
বধূ খুনের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
এক বধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রিঙ্কি বিবি (২৭)। বুধবার সকালে রামপুরহাট থানার দাদপুর গ্রামের ঘটনা। মৃতার দাদা সাগর শেখের অভিযোগ, “আট বছর আগে বোনের বিয়ে হয়েছে। ভগ্নিপতি কর্মসূত্রে পুনেতে থাকে। বোনের সন্তান না হওয়ার জন্য তাকে শাশুড়ি গঞ্জনা দিত। এ ছাড়া নানা রকম অত্যাচার করত। শ্বশুরবাড়ির লোকজন বোনের গলায় গামছার ফাঁস লাগিয়ে খুন করে ‘সিলিং’ পাখায় ঝুলিয়ে দেন।” তিনি পুলিশের কাছে অভিযোগ করলে শ্বশুর ও দেওরকে গ্রেফতার করা হয়।
|
যাবজ্জীবন |
গ্রাম্য বিবাদের জেরে পড়শিকে খুনের দায়ে যাবজ্জীবন সাজা হল প্রাক্তন বিধায়কের দুই ছেলে-সহ পাঁচ জনের। সাজাপ্রাপ্তেরা হলেন বীরভূমের হাঁসন কেন্দ্রের আরসিপিআই-এর প্রাক্তন বিধায়ক প্রয়াত ত্রিলোচন মালের দুই ছেলে খগেন্দ্রনাথ মাল ও হরেরাম মাল। এ ছাড়া বাকি সাজাপ্রাপ্তেরা হলেন, বিধায়কের জামাই ষড়ানন মাল, ভগ্নিপতি রামনাথ মাল ও ষড়াননবাবুর ছেলে কৃষ্ণ মাল। বুধবার রামপুরহাট আদালত এই নির্দেশ দেয়। |
|