চোখ উপড়ে, গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে সবজি বিক্রেতাকে খুন করল দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে মালদহের চাঁচলের কানাইপুরে একটি আমবাগান থেকে সবজি বিক্রেতার দেহ পুলিশ উদ্ধার করার পরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ জানায়, মৃতের নাম শ্যামল থোকদার (৩৫)। মদের আসরে গোলমালের জেরে তাঁকে খুন করা হয় বলে প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ। ওই ঘটনায় একটি মদ বিক্রির দোকানের মালিক ও তাঁর ছেলেকে আটক করে পুলিশ জেরা করছে। সকালে এলাকার দুটি মদের দোকানে ভাঙচুরও চালান স্থানীয় বাসিন্দারা। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “মদের আসরে গোলমালের জেরে ওই সবজি বিক্রেতাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। খুনের পেছনে কী কারণ রয়েছে, কারা খুন করেছে তা জানার চেষ্টা চলছে। ওই ঘটনায় দুজনকে আটক করে জেরা চলছে।” |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে কানাইপুর বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান শ্যামলবাবু। তারপর রাতেও আর বাড়ি ফেরেননি। অনেক রাত পর্যন্ত খোঁজাখুজি করেও তাঁর হদিস মেলেনি। নিখোঁজের ঘটনার কথা অবশ্য জানানো হয়নি পুলিশকেও। এদিন সকালে আমবাগানের মধ্যে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারাই। শরীরে আঘাতের চিহ্ন ছাড়াও তাঁর দুটি চোখই উপড়ানো ছিল বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। সেই চোখের হদিস না মিললেও বাজারেরই একটি দোকানে রক্তের দাগ পড়ে থাকতে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন বাসিন্দারা। ওই দোকান ছাড়াও অন্য একটি দোকানও ভেঙে গুঁড়িয়ে দেন তাঁরা। বাসিন্দাদের অভিযোগ, মহানন্দা নদীর ওপারেই উত্তর দিনাজপুরের ইটাহার এলাকা। এপারে কানাইপুর। এলাকায় দীর্ঘদিন ধরেই বেশ কয়েকটি অবৈধ মদের দোকান রমরমিয়ে চলছে। সন্ধ্যা নামতেই ওপার থেকে দুষ্কৃতীরা এসে দোকানগুলিতে ভিড় জমায়। তার জেরেই এলাকায় অসামাজিক কাজকর্ম বেড়ে চললেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। এলাকার সমস্ত অবৈধ ঠেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। মৃতের স্ত্রী রিঙ্কু থোকদার বলেন, “সবজি বিক্রি করে কোনও রকমে সংসার চলত। ওর সঙ্গে কারও শত্রুতা ছিল বলে শুনিনি। কারা যে এমন কাজ করল জানি না।” |