মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ল জনা চল্লিশেক পড়ুয়া। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজাবাগান থানা এলাকার ১৩৯ ওয়ার্ডের কানখুনি তালপুকুর হাই মাদ্রাসা স্কুলে। অসুস্থদের মধ্যে ২০ জনকে গার্ডেনরিচ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, অসুস্থ পড়ুয়াদের অবস্থা স্থিতিশীল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুরসভার স্বাস্থ্য দফতরের মেডিক্যাল টিম। |
মঙ্গলবারই ওই স্কুলের মিড ডে মিল দেওয়া শুরু হয়। প্রথম দিনের মেনু ছিল ভাত, ডাল ও সয়াবিনের তরকারি। অভিযোগ, মিড ডে মিল খাওয়া শুরুর কিছুক্ষণের মধ্যেই কয়েক জন পড়ুয়া বমি করতে শুর করে। কারও শুরু হয় পেটে ব্যথা। নসিফা খাতুন নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী বলে, “খাওয়ার পরেই আমার বমি পায়। সেই সঙ্গে প্রচণ্ড পেট ব্যথা হতে শুরু করে। আমার মতো অনেকেরই পেটে ব্যথা শুরু হয়।” অভিযোগ, বেশ কিছু পড়ুয়া অসুস্থ হয়ে পড়ার পরেও স্কুল কর্তৃপক্ষ প্রথমে তাদের হাসপাতালে নিয়ে যেতে চাননি। পরে পরিস্থিতি গুরুতর হলে স্কুল কর্তৃপক্ষের টনক নড়ে।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ওই স্কুলের প্রধান শিক্ষক তাজি মাসুম আখতার। তিনি বলেন, “মিড ডে মিলের রান্না আমাদের স্কুলে হয়নি। একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে ওই খাবার সরবরাহ করা হয়। স্কুলের তরফ থেকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাবার দেওয়া হয়েছে। মিড ডে মিলের খাবারে কোনও গণ্ডগোল থাকতে পারে। পড়ুয়াদের অসুস্থতার কথা শুনেই আমরা স্থানীয় হাসপাতালে পাঠাই। এখন সকলেই বিপদের বাইরে।”
মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ বলেন, “গড়িয়ার একটি সংস্থা এ দিন থেকেই ওই মাদ্রাসায় খাবার দেওয়া শুরু করে। পুরসভার ডাক্তারদের ধারণা, সয়াবিনের তরকারি খেয়েই পড়ুয়ারা অসুস্থ হয়েছে। সকলেই এখন ভাল আছে বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর।” |