রায়গঞ্জ হাসপাতালে মনিটরিং কমিটির সদস্যরা। ছবি: তরুণ দেবনাথ। |
জেলা হাসপাতাল কর্তৃপক্ষের নামে অনিয়ম ও গাফিলতির অভিযোগ তুলে সরব হলেন হাসপাতাল মনিটরিং কমিটির সদস্যরা। মঙ্গলবার রোগীকল্যাণ সমিতি মনোনীত মনিটরিং কমিটির তিন সদস্যের প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে যায়। কমিটিতে ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান রণজকুমার দাস, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে রায়গঞ্জের সম্পাদক অনুপম সাহা এবং প্রাক্তন কংগ্রেস বিধায়ক দিলীপ দাস। এ দিন হাসপাতালের আউটডোর, অপারেশন থিয়েটার ঘুরে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
|
আজ ওষুধের দোকান বন্ধ ৩ ঘণ্টা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ওষুধের খুচরো ব্যবসায় বৃহৎ পুঁজির অনুপ্রবেশ বন্ধ করা এবং অন্যান্য দাবিতে আজ, বুধবার রাজ্য জুড়ে তিন ঘণ্টার জন্য ওষুধের দোকান ও পাইকারি ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত রাজ্যের প্রায় ২৫ হাজার ওষুধের দোকান বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার জন্য বিভিন্ন হাসপাতাল সংলগ্ন কিছু দোকান ওই সময় খোলা থাকবে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তুষার চক্রবর্তী বলেন, “ওষুধের মতো খুচরো ব্যবসায় বিদেশি পুঁজি বিনিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। নইলে এই ব্যবসায় যুক্ত কয়েক লক্ষ মানুষ কাজ হারাবেন।”
|
সাত দিন ধরে স্বাস্থ্য সচেতনতা শিবির হল আউশগ্রামের ভাল্কিপতি আশুতোষ হাইস্কুলে। শেষ দিন সোমবার এলাকায় একটি স্বাস্থ্য সচেতনতা মিছিল করে স্কুলের পড়ুয়ারা। |