টুকরো খবর |
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলে হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ জানায়, মৃতের নাম অশোক মৈত্র (৪৫)। তাঁর বাড়ি বাগডোগরা থানার বিবেকানন্দপল্লিতে। তিনি সেনাবাহিনীর কারিগরি দফতরের ঠিকাদার। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই দিন বাড়িতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বচসা হয়। সন্ধ্যায় তিনি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। রাতে পরিবারের সদস্যরা বাগডোগরা থানায় গিয়ে ঘটার কথা জানান। সেই সময় টহলরত পুলিশ দলকা জঙ্গলের কাছ থেকে মৃতের মোটরবাইক উদ্ধার করে। রাতে জঙ্গলে তল্লাশি চালিয়েও অশোকবাবুর দেখা পায়নি পুলিশ। এদিন সকালে রেল লাইনের পাশে অসুস্থ অবস্থায় অশোকবাবুকে দেখে পুলিশকে খবর দেন সেনাবাহিনীর সদস্যরা। পুলিশ গিয়ে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে তাঁর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, অশোকবাবু আত্মহত্যা করেছেন।
|
মৃত্যু, আটক স্ত্রী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটে নকশালবাড়ি থানার মেরিভিউ চা বাগানে। পুলিশ জানায়, মৃতের নাম ললিত পাহান (২৪)। তাঁর বাড়ি মেরিভিউ চা বাগানে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পরেছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই নানা পরিবারিক সমস্যা চলছিল। মৃতের মা চা বাগানে কাজ করতেন। সম্প্রতি তিনি কাজ থেকে অবসর নিয়েছেন। অবসরের টাকা নিয়ে রবিবার গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়। সেই সময় লোহার ধারাল রড দিয়ে আঘাতে ললিতবাবু জখম হন। তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ওই যুবককে খুন করা হয়েছে না তিনি আত্মহত্যা করেছেন তা নিয়ে এখন সন্দিহান পুলিশ। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা বলেন, “ওই ঘটনায় একটি খুনের মামলা রুজু করা হয়েছে। তবে বিষয়টি পরিষ্কার হয়নি। তদন্ত হচ্ছে।”
|
ভক্তিনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার ইসকন মন্দির রোড এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম নন্দদুলাল রায় (২৪)। তাঁর বাড়ি একটিয়াশালে। এদিন তিনি মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় ইসকন রোডে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান তিনি। ট্রাকের চাকা তার শরীরে উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রাকটিকে আটক করেছে পুলিশ। ট্রাকের চালক পলাতক। অপর একটি দুর্ঘটনায় ওই থানার লোকনাথ বাজারে ট্রাকের সঙ্গে মোটরবাইকের ধাক্কায় ৩ জন জখম হয়েছেন। একজনকে সেবক রোডের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে।
|
গাড়ি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
দুইমাস আগের এক গাড়ি ছিনতাই কাণ্ডে কুমারগ্রাম থানার পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি কামাখ্যাগুড়ি থেকে অসমে গাড়ি ভাড়া নিয়ে চালককে অজ্ঞান করে গাড়িটি নিয়ে পালায় ৫ দুষ্কৃতী। তদন্তে নেমে অসমের মাকতাইগঞ্জ এলাকার নারায়ন আধিকারী, সুকুমার বর্মন এবং পশ্চিম নারারথলি গ্রামের মিঠুন রায় নামে তিন যুবককে ধরা হয়েছে। বাকিদের খোঁজে পুলিশি তল্লাশি শুরু হয়েছে।
|
অধরা অভিযুক্তরা
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
সাড়ে ছয়মাস বাদে মাটি খুঁড়ে উদ্ধার হওয়া মৃত শিশুর দেহ ময়নাতদন্তে পাঠাল পুলিশ। কী কারণে ওই শিশুর মৃত্যু হয়েছে তা পরিষ্কার হতে মঙ্গলবার সকালে পচাগলা দেহটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। তবে অভিযুক্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। আলিপুরদুয়ারের এসডিপিও বিশ্বচাঁদ ঠাকুর বলেন, “কী কারণে শিশুটি মারা গিয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট এলে পরিস্কার হবে।” পুলিশ জানায়, গত বছর ৩০ সেপ্টেম্বর ফালাকাটার হরিনাথপুর গ্রামের বাসিন্দা সুরেশ রায়ের চার বছরের শিশু শিবজিতের হাসপাতালে মৃত্যু হয়। শিশুটির দেহের ময়নাতদন্ত না করে পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
|
ছিনতাইয়ে ধৃত
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
দুইমাস আগের এক গাড়ি ছিনতাই কাণ্ডে কুমারগ্রাম থানার পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি কামাখ্যাগুড়ি থেকে অসমে গাড়ি ভাড়া নিয়ে চালককে অজ্ঞান করে গাড়িটি নিয়ে পালায় ৫ দুষ্কৃতী। তদন্তে নেমে অসমের মাকতাইগঞ্জ এলাকার নারায়ন আধিকারী, সুকুমার বর্মন এবং পশ্চিম নারারথলি গ্রামের মিঠুন রায় নামে তিন যুবককে ধরা হয়েছে। বাকিদের খোঁজে পুলিশি তল্লাশি শুরু হয়েছে।
|
ধরা পড়েনি নিগ্রহকারীরা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
চিকিৎসক নিগ্রহের ঘটনার পরে চার দিন কাটলেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে না-পারায় রাস্তায় নামলেন আলিপুরদুয়ার হাসপাতালের কর্মীরা। মঙ্গলবার দুপুরে দেড়টা থেকে প্রায় ত্রিশ মিনিট ধরে প্রধান গেটের সামনে চিকিৎসকদের পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করেন হাসপাতালের নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও। গত ১৩ এপ্রিল হাসপাতালে এক রোগীর মৃত্যুর পরে উত্তেজিত জনতা চিকিৎসক ভূদেব মণ্ডলকে মারধর করেন বলে অভিযোগ। রাতেই ওই চিকিৎসক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তার পরেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বচাঁদ ঠাকুর বলেন, “অভিযোগের তদন্ত চলছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” হাসপাতালের সুপার সুজয় বিষ্ণু বলেন, “চিকিৎসককে রোগীর পরিবারের লোকেরা মানসিক ভাবে হেনস্থা ও মারধর করে। ভূদেববাবু মানসিক ভাবে বিপর্যস্ত। পুলিশ ও মহকুমাশাসককে হামলাকারীদের নাম জানানো হয়েছে।” চিকিৎসক রেজাউল মিনহাজ অভিযোগ করেন, হাসপাতালে বার বার হামলার ঘটনায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তদের গ্রেফতার না-করা পর্যন্ত আন্দোলন চলবে। সজল সেনগুপ্ত নামে এক কর্মী হাসপাতালে পুলিশ ক্যাম্পের দাবি জানান। আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বসু বলেন, “যে কোনও মৃত্যু দুঃখজনক। তাই বলে চিকিৎসককে মারধরের ঘটনা মেনে নেওয়া যায় না। বিষয়টি নিয়ে উত্তরবঙ্গের আইজির দারস্থ হব।”
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বীরপাড়া |
কলকাতা যাওয়ার পথে গভীর রাতে ট্রেন থেকে নিখোঁজ এক সহকারি প্রধান শিক্ষিকার মৃতদেহ উদ্ধার হল রেল লাইনের ধার থেকে। মঙ্গলবার ওই শিক্ষিকার মৃত্যুর খবর আসার পর শোকের ছায়া ডুয়ার্সের বীরপাড়ায়। রেল পুলিশ জানাচ্ছে, মৃতার নাম রিনা দে (৫২)। তিনি বীরপাড়া গার্লস হাই স্কুলে কর্মরত ছিলেন। স্থানীয় রেল কলোনির বাসিন্দা রিনাদেবী গত সোমবার স্বামী, মেয়ের সঙ্গে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে বীরপাড়া থেকে শিয়ালদহ রওনা দেন। মৃতার স্বামী শিশিরবাবু রাত দুটো নাগাদ লক্ষ করেন স্ত্রী নেই। অনেকক্ষণ পরেও তিনি না ফেরায় শিশিরবাবু টিটিকে বিষয়টি জানান। ট্রেনটি পাকুড় স্টেশনে পৌঁছাতে ফরাক্কা স্টেশনের কাছে রেল লাইনের ধার থেকে এক মহিলার মৃতদেহ পড়ে থাকার খবর আসে। পরে মৃতার স্বামী ও মেয়ে গিয়ে দেহটি সনাক্ত করেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
তরাই-ডুয়ার্স বন্ধ নয় যৌথ মঞ্চের
নিজস্ব প্রতিবেদন |
মহাকরণে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে দু’দিনের তরাই-ডুয়ার্স বন্ধ প্রত্যাহার করল গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্বাধীন যৌথ মঞ্চ। ফলে আজ, বুধবার এবং কাল, বৃহস্পতিবার প্রস্তাবিত বন্ধ হচ্ছে না। মঙ্গলবার মঞ্চের নেতা শুকরা মুন্ডার নেতৃত্বে ছয় সদস্যের এক প্রতিনিধি দল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের সঙ্গে বৈঠকে বসে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে (জিটিএ) তরাই ও ডুয়ার্সের কিছু এলাকার অন্তর্ভুক্তি, করম পুজোর ছুটি, হিন্দি প্রশ্নপত্র-সহ একাধিক দাবি জানানো হয়। মন্ত্রী দাবিগুলি বিবেচনার আশ্বাস দেন। রাজ্য সরকারের তরফে ডুয়ার্স উন্নয়নের পরিকল্পনা বিশদে জানিয়ে পর্যটন মরসুমে বন্ধ না করার অনুরোধও করেন। বৈঠকের পর শুকরা মুন্ডা বলেন, “রাজ্য সরকার আমাদের পাশে রয়েছে। তরাই-ডুয়ার্স নিয়ে কমিটি গঠন করা হয়েছে। করম পুজোর ছুটি, স্কুল-কলেজে হিন্দি প্রশ্নপত্র এবং তরাই ডুয়ার্সে মিছিল-জনসভা করার অনুমতির বিষয়টি বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। সেই কারণেই আমরা আপাতত বন্ধ প্রত্যাহার করছি।” তবে আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য সভাপতি বিরসা তিরকের দাবি, “বন্ধ প্রত্যাহার না করে ওঁদের কোনও উপায় ছিল না। যে সমস্ত দাবি-দাওয়ার কথা বলা হচ্ছে, ও সব বহু পুরনো। আমরা দীর্ঘদিন আগেই রাজ্য প্রশাসনকে বিষয়গুলি জানিয়েছি। ওঁরা বন্ধ সফল করতে পারতেন না। মানুষ আমাদের পাশে আছে।” পরিষদের বহিষ্কৃত নেতা জন বার্লা অবশ্য এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন না।
|
জলপাইগুড়ির গ্রন্থাগারে ‘অন্য’ সংবাদপত্রও
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
সরকারি নির্দেশিকার বাইরে থাকা অন্য সংবাদপত্রও গ্রন্থাগারে রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে জলপাইগুড়ি জেলা গ্রন্থাগারের পরিচালন সমিতি। মঙ্গলবার ওই পরিচালন সমিতির বৈঠক হয়। সেখানে ঠিক হয়েছে, রাজ্যের বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্রগুলি নিয়মিত গ্রন্থাগারে রাখা হবে।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সরকারি অর্থ দিয়ে নয়, গ্রাহকদের চাঁদা বা সমিতির সদস্যরা নিজেরা টাকা দিয়েই বহুল প্রচারিত সংবাদপত্রগুলি গ্রন্থাগারে রাখবেন। পরিচালন সমিতির যুগ্ম সম্পাদক গৌতম গুহরায় বলেন, “পরিচালন সমিতি সিদ্ধান্ত নিয়েছে বহুল প্রচারিত সব সংবাদপত্র গ্রন্থাগারে রাখা হবে। সরকারি নির্দেশের পর থেকেই গ্রন্থাগারে পাঠকের সংখ্যা তলানিতে পৌঁছেছে। সাধারণ পাঠকদের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
|
ফালাকাটায় খুনে অভিযুক্তরা অধরা
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
সাড়ে ছয়মাস বাদে মাটি খুঁড়ে উদ্ধার হওয়া মৃত শিশুর দেহ ময়নাতদন্তে পাঠাল পুলিশ। কী কারণে ওই শিশুর মৃত্যু হয়েছে তা পরিষ্কার হতে মঙ্গলবার সকালে পচাগলা দেহটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। তবে অভিযুক্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। আলিপুরদুয়ারের এসডিপিও বিশ্বচাঁদ ঠাকুর বলেন, “কী কারণে শিশুটি মারা গিয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট এলে পরিস্কার হবে।” পুলিশ জানায়, গত বছর ৩০ সেপ্টেম্বর ফালাকাটার হরিনাথপুর গ্রামের বাসিন্দা সুরেশ রায়ের চার বছরের শিশু শিবজিতের হাসপাতালে মৃত্যু হয়। শিশুটির দেহের ময়নাতদন্ত না করে পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
|
রোজই রাজধানী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আগামী ২২ এপ্রিল থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস প্রতিদিন চলবে। মঙ্গলবার উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এত দিন ডিব্রুগড়-গুয়াহাটি-দিল্লি রাজধানী এক্সপ্রেস সপ্তাহে ৬দিন চলাচল করত। উত্তর পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক সুব্রত হাজং জানান, ডিব্রুগড় থেকে প্রতিদিন রাত সওয়া ৮টায় দিল্লিগামী রাজধানি এক্সপ্রেস ছাড়বে। দিল্লি থেকে ছাড়বে দুপুর ২টায়।
|
দেহ উদ্ধার |
অগ্নিদগ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার রাতে শামুকতলা থানার বড় পুখুরিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতার নাম লাবরি মুন্ডা (৪৪)। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
|
ত্রাণ বিলি |
ঝড় এবং শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চোপড়ায় ত্রাণ দিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। গত রবিবার দাঁড়িয়াগছ, বানচাগছ, বাক্সাবাড়ি এলাকায় সংগঠনের সদস্যরা ক্ষতিগ্রস্তদের চাল, নগদ টাকা বিলি করেন। সংগঠনের শিলিগুড়ির মহিলা শাখার তরফেও সাহায্য করা হয়েছে। |
|