তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে তাঁরা ক্ষমতায় রয়েছেন। তাতে কী, শিলিগুড়ি পুরসভার কাজকর্ম নিয়ে অভিযোগ তুলে এ বার সরব হয়েছেন কংগ্রেসের কাউন্সিলরদের একাংশই। মঙ্গলবার রাতে ওই কংগ্রেস কাউন্সিলররা তাঁদের এক জনের বাড়িতে বৈঠকও করেন। তাঁদের ওয়ার্ডগুলিতে উন্নয়ন কাজ থমকে পড়েছে বলে অভিযোগ। সব কিছু ঠিক থাকলে আজ, বুধবার পুর কমিশনারকে অন্তত ১১ টি বিষয় নিয়ে অভিযোগ তুলে স্মারকলিপি দেবেন তাঁরা। এ দিন আলোচনাতেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেসের একাংশ কাউন্সিলররা যে বৈঠক করেছেন সে ব্যাপারে মেয়র, চেয়ারম্যান বা দলের মেয়র পারিষদদের তাঁরা কিছু জানাননি। তবে দলের অন্যান্য কাউন্সিলর এবং বরো চেয়ারম্যানদের ফোন করে বিষয়টি জানিয়েছেন। তাঁদের অধিকাংশেরই যে সমর্থন রয়েছে সে ব্যাপারে নিশ্চিত হয়েই স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওই কাউন্সিলরদের অভিযোগ, তৃণমূলের সঙ্গে জোট করে নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর বাসিন্দারা প্রত্যাশা করেছিলেন এই পুরবোর্ড তাঁদের সমস্যা সমাধানে সহায়ক হবে। অথচ সেই চাহিদা পূরণ তো হয়ইনি। উল্টে ওয়ার্ডে রাস্তাঘাটের বেহাল পরিস্থিতি থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজকর্ম নিয়ে বাসিন্দারা প্রতিনিয়তই তাঁদের কাছে অভিযোগ জানাচ্ছেন। পুর বোর্ডে তাঁরা ক্ষমতায় থেকেও কেন কিছু করতে পারছেন না বাসিন্দাদের একাংশ সেই প্রশ্ন তুলছেন। যার উত্তর দিতে তাঁদের বিব্রত হতে হচ্ছে। আগাম নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই কাউন্সিলরদের একাংশ জানিয়েছেন, এ দিন আলোচনায় তাঁরা ঠিক করেছেন এ ভাবে আর চলা সম্ভব নয়। বাম জমানায় বিরোধী হিসাবে কংগ্রেস কাউন্সিলররা অন্তত সমস্যা নিয়ে সরব হতে পারতেন। তাতে অনেক দাবি মেটার রাস্তা তৈরি হত। এখন ক্ষমতায় থাকায় পুরসভার মাসিক সভাতেও তাঁরা কিছু বলতে পারছেন না। অথচ সমস্যা না মেটায় বাসিন্দাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। নানা ভাবে তাঁদের বোঝাতে হচ্ছে। নিরুপায় হয়েই তাঁরা পুর কর্তৃপক্ষকে ওই সমস্ত সমস্যা সমাধানের দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বরোগুলিতেও বিভিন্ন কাজ করার ক্ষেত্রে সমস্যার রয়েছে বলে কংগ্রেসের বরো চেয়ারম্যানদের একাংশ মনে করছেন। সে কারণে এ দিন কংগ্রেস কাউন্সিলররা ওয়ার্ডের সমস্যা নিয়ে যে বৈঠক করেছেন তাতে তাঁদের সমর্থন রয়েছে বলেও জানিয়েছেন। এ দিন দলের কাউন্সিলরদের একাংশের বৈঠকে না গেলেও প্রবীণ কাউন্সিলর অতুল দাস বলেন, ‘‘ওয়ার্ডে উন্নয়ন কাজ ঠিক মতো হচ্ছে না এটা তো সত্যি। বাসিন্দাদের নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের ওয়ার্ডে কিছু কাজ হলেও আমাদের ওয়ার্ডগুলিতে সেইটুকু কাজও হচ্ছে না। আমাদের যে কাউন্সিলররা স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমার সমর্থন রয়েছে।” একই কথা জানিয়েছেন, ২১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন দত্ত। তিনি জানান, গলি রাস্তাগুলির অবস্থা বেহাল হয়ে পড়ে রয়েছে। সলিড ওয়েস্টের গাড়িগুলি নষ্ট হয়ে পড়েছে। দ্রুত সমস্যা মেটানো না হলে পরিস্থিতি আরও বেহাল হয়ে পড়বে। এ দিন নিজেদের মধ্যে বৈঠকে উপস্থিত কংগ্রেসের কয়েকজন কাউন্সিলর ক্ষোভ প্রকাশ করে জানান, পুরসভায় নতুন গাড়ি কেনা হচ্ছে। কাউন্সিলরদের জন্য ল্যাপটপ কেনা হচ্ছে অথচ উন্নয়ন কাজ হচ্ছে না। সব চেয়ে খারাপ অবস্থা ওয়ার্ডের গলি রাস্তাগুলির। বর্ষার আগে নর্দমা পরিষ্কার করার কথা। এখনও সেই কাজ হয়নি। সম্প্রতি কয়েক দিন সামান্য বৃষ্টিতেই নর্দমার জল অনেক ক্ষেত্রে লাগোয়া বাড়িগুলিতে ঢুকে গিয়েছে বলে বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন। কাউন্সিলরদের হতবিল থেকে যে কাজ করার কথা সে ব্যাপারে সিদ্ধান্ত হলেও কাজ হচ্ছে না। বস্তি উন্নয়ন প্রকল্পের অনেক বাড়ি তৈরি না হওয়ায় বাসিন্দারা বিপাকে রয়েছেন। |