নেট শাসনের চেষ্টার নিন্দায় বিশিষ্টসমাজ, ছাত্রেরা পথে
ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ব্যঙ্গচিত্র মুছতে রাজ্য গোয়েন্দা পুলিশ (সিআইডি)-এর তরফে তোড়জোড় শুরু হলেও নেট-রঙ্গ রুখতে সরকারি ‘খবরদারি’র বিরুদ্ধে প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে। এক দিকে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যেমন মজাদার ছড়া-কার্টুন বেশি করে ছড়িয়ে পড়ছে, তেমনই গণতান্ত্রিক অধিকার ‘হরণের’ প্রতিবাদে পথে নামছেন আম-নাগরিক থেকে বিশিষ্টজনেরা। মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলেজ স্কোয়্যার ও প্রেসিডেন্সি কলেজের সামনে বিক্ষিপ্ত ভাবে এমন ‘প্রতিবাদ’ দেখানো হয়েছে। ‘শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ’-এর তরফে বিশিষ্টজনেদের নামে বিবৃতি প্রকাশিত হয়। তাতে বলা হয়েছে, বাম আমলে মাঠে নামার মতো ‘পরিবর্তনে’র পরে তৃণমূল-জমানাতেও প্রতিবাদ চালিয়ে যাবেন। বিশিষ্টদের অনেকে ‘পরিবর্তনপন্থী’দের মধ্যে সামনের সারিতে ছিলেন।
বিক্ষোভ মিছিলে সামিল অম্বিকেশ মহাপাত্র, তরুণ সান্যাল-সহ বহু বিশিষ্টজন।
মঙ্গলবার কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত এই মিছিল হয়। —নিজস্ব চিত্র
মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি ইন্টারনেটে ‘ফরওয়ার্ড’ করার দরুণ যাঁর ‘পুলিশি হেনস্থা’ নিয়ে শহর উত্তাল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক অম্বিকেশ মহাপাত্রও কলেজ স্কোয়্যারে গণ-অবস্থানে যোগ দেন। বিদ্যাসাগরের মূর্তির নীচে বন্দিমুক্তি কমিটি ও শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ আয়োজিত ওই সমাবেশের পরে মিছিল যায় সুবোধ মল্লিক স্কোয়্যার পর্যন্ত। এ দিনও মহাশ্বেতা দেবীর লিখিত বিবৃতি সেখানে পড়া হয়। প্রেসিডেন্সি কলেজের সামনে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করেছিল ছাত্র সংগঠন এআইএসএ। সমাবেশে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়।
দলমত নির্বিশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একটি মিছিল এ দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত যায়। সেখানে সমাবেশ করেন ছাত্রছাত্রীরা। আজ, বুধবারও যাদবপুরের পড়ুয়া-শিক্ষকদের একযোগে প্রতিবাদ-কর্মসূচিতে সামিল হওয়ার কথা। বিশ্ববিদ্যালয় চত্বর থেকে ট্রায়াঙ্গুলার পার্ক পর্যন্ত মিছি করবেন তাঁরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.