রবীন্দ্রজয়ন্তীতে জাতীয় ছুটি, উদ্যোগী মমতা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষের সমাপ্তিতে ২৫ বৈশাখ দিনটি ‘জাতীয় ছুটি’ হিসেবে ঘোষণা করতে প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেন, “২৫ বৈশাখ, ৮ মে মঙ্গলবার, অর্থাৎ কাজের দিন। এ বছর সার্ধশতবর্ষের সমাপ্তিতে ২৫ বৈশাখ জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। সার্ধশতবর্ষের সূচনাকালে আমরা ক্ষমতায় ছিলাম না। রাজ্যে ক্ষমতায় এসে গত বছর ২২ শ্রাবণও জাতীয় ছুটির দাবি জানিয়েছিলাম। এ বারও একই দাবি জানিয়ে কালই প্রধানমন্ত্রীকে চিঠি দেব।”
রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষের সমাপ্তি এবং বিবেকানন্দের সার্ধশতবর্ষ পালন নিয়ে টাউন হলে সংশ্লিষ্ট কমিটির সঙ্গে এ দিন দীর্ঘ বৈঠক করেন মমতা। উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী, সচিব এবং কমিটির প্রতিনিধিরা। সেখানেই ঠিক হয়েছে, পঁচিশে বৈশাখ অর্থাৎ ৮ মে-র আগের সপ্তাহ থেকেই রাজ্যের সমস্ত সরকারি স্কুল কলেজ, সরকারি দফতরে সার্ধশতবর্ষের উদ্যাপন করা হবে। ৭ মে সমস্ত সরকারি স্কুল-কলেজে রবীন্দ্রজয়ন্তী পালন করতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও ওই দিনটি উদ্যাপনের অনুরোধ করা হচ্ছে রাজ্যের তরফে। বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সব ব্লক ও জেলাস্তরে।
|
টাউন হলে চলছে মুখ্যমন্ত্রীর বৈঠক। মঙ্গলবার। —নিজস্ব চিত্র |
অন্য দিকে, বিবেকানন্দের সাধর্শতবর্ষ উপলক্ষে সল্টলেক স্টেডিয়ামের নাম ‘বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন’ করার সিদ্ধান্ত হয় এ দিন। ঠিক হয়েছে, এ বছরের শেষ দিকে, সার্ধশতবর্ষের সমাপ্তি কর্মসূচির অঙ্গ হিসেবে শিকাগোর অনুকরণে ‘বিশ্ব বিবেক যুব উৎসব’-এর আয়োজন করা হবে। তাতে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের প্রতিনিধিরা। তার আগে সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রাজ্য যুব উৎসব। পাশাপাশি, বেলুড় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত হবে ‘বিবেক যাত্রা’।
এ ছাড়াও, বৈঠকে রাজ্য জীবিকা প্রকল্প (স্টেট লাইভলিহুড মিশন) এবং স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পকে রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দের নামাঙ্কিত করার সিদ্ধান্ত হয়েছে। এ সবের পাশাপাশি প্রফুল্লচন্দ্রের সার্ধশতবর্ষ উপলক্ষেও বিদ্যুৎ দফতরের তরফে জেলাস্তরে ‘জ্ঞানের আলো’ প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয় এ দিন। |