অশ্লীল সিডি-র তদন্ত চেয়ে ফের চিঠি মুখ্যমন্ত্রীকে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কার্টুন-কাণ্ড এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বেড়ি পরানোর সরকারি প্রচেষ্টার মধ্যেই দু’বছর আগের অশ্লীল সিডি-কাণ্ডের ঘটনার কথা ফের তোলা হল প্রশাসনিক মহলে। সাইবার অপরাধের বড় নজির এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানো সত্ত্বেও ওই ঘটনার কিনারা এখনও হয়নি। রাজ্য প্রশাসন যাতে অপরাধীদের খুঁজে বার করার ‘আন্তরিক চেষ্টা’ চালায়, তার জন্য আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতাকে ফের চিঠি পাঠিয়েছেন কলকাতার ব্যবসায়ী কমল গাঁধী। চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকেও।
বামফ্রন্ট জমানায় ২০১০ সালের এপ্রিলে কলকাতা হাইকোর্টের বিচারপতি-সহ শহরের কিছু মান্যগণ্য ব্যক্তির মোবাইলে ‘অশ্লীল’ এসএমএস পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, কমলের মেয়ের নামে নেওয়া একটি মোবাইল নম্বর থেকে ওই মেসেজ পাঠানো হয়েছিল। তার রেশ কাটতে না-কাটতেই মে মাসে দিল্লি থেকে একটি সিডি পাঠানো হয় কলকাতার বিভিন্ন রাজনীতিকের কাছে। সেখানে তৎকালীন রেলমন্ত্রী মমতার মুখ ‘সুপার ইমপোজ’ করে ‘অশ্লীল’ ছবিই ছিল এবং প্রেরক হিসাবে নাম দেওয়া হয়েছিল কমলেরই। ওই পরিবারের সুনাম নষ্টের চেষ্টা করা হচ্ছে বলে তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেন। সিপিএমের এক প্রাক্তন সাংসদের পরিবারের নাম গোটা ঘটনায় জড়িয়ে যায়। কিন্তু ইতিমধ্যে সরকার বদলে যাওয়ার পরেও সেই ঘটনার তদন্ত আর এগোয়নি, অপরাধীরাও চিহ্নিত হয়নি। মুখ্যমন্ত্রী মমতাকে এর আগে এই নিয়ে দু’টি চিঠি দিয়েছিলেন কমল। কার্টুন-কাণ্ডের প্রেক্ষিতে তাঁর সাম্প্রতিক চিঠিতে আর্জি জানানো হয়েছে, তাঁদের পরিবারকে যে ‘দুঃসময়’ কাটাতে হয়েছে এবং মুখ্যমন্ত্রীরও যে ভাবে সম্মানহানি করা হয়েছে, তার সুরাহা করা হোক। পুলিশের সঙ্গে তাঁরা সব রকম সহযোগিতা করতে রাজি বলেও জানানো হয়েছে। |