টুকরো খবর
বাস নিয়ে ক্ষোভ পাত্রসায়রে
পারমিট থাকা সত্ত্বেও বাঁকুড়া-বর্ধমান রুটের অধিকাংশ বাসই পাত্রসায়র সদর বাসস্ট্যান্ডে ঢুকছে না। ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি দূর কলেজ, স্কুলে পড়াশোনা করতে আসা ছাত্রছাত্রীরা অসুবিধায় পড়েছেন। তাই প্রতিটি বাসকে কাঁকড়ডাঙা মোড় থেকে পাত্রসায়র সদর বাসস্ট্যান্ডে ঢোকানোর দাবিতে মঙ্গলবার বিডিও এবং ওসির কাছে স্মারকলিপি দিল পাত্রসায়র কলেজ ছাত্র সংসদ। তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত পাত্রসায়র কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জিয়ারুল ইসলামের অভিযোগ, “বাঁকুড়া-বর্ধমান রুটের প্রায় প্রতিটি বাসের পাত্রসায়র সদর বাসস্ট্যান্ডে ঢোকা বাধ্যতামূলক। রুট পারমিটে তার উল্লেখ থাকলেও অধিকাংশ বাস নিয়ম না মেনে কাঁকড়ডাঙা মোড় থেকে পাত্রসায়র সদরে ঢুকছে না। বাসগুলি সোজা বাঁকুড়া বা বর্ধমান রাস্তায় চলে যাচ্ছে।” বাঁকুড়া জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক দীপক সুকুল অবশ্য বলেন, “নির্দিষ্ট সময় সরণি মেনে চলতে গিয়ে কয়েকটি দূর বাসের পাত্রসায়রে ঢোকার ক্ষেত্রে অসুবিধার কথা শুনেছি। কিন্তু অন্য যে সমস্ত বাসের ঢোকার পারমিট রয়েছে সেগুলি পাত্রসায়র বাসস্ট্যান্ডে ঢোকে বলেই জানি।” পাত্রসায়রের ভারপ্রাপ্ত বিডিও সমীরণকৃষ্ণ মণ্ডল বলেন, “আঞ্চলিক পরিবহণ দফতরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।”

জামিন খারিজ বিধায়কের
তৃণমূল কর্মী খুনের অভিযোগে ধৃত তালড্যাংরার সিপিএম বিধায়ক মনোরঞ্জন পাত্রের জামিনের আবেদন ফের খারিজ হল। গত ২৭ ফেব্রুয়ারি খাতড়া আদালতে আত্মসমর্পণ করেন সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর ওই সদস্য। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন। খাতড়া আদালতে তাঁর জামিনের আবেদন একাধিকবার খারিজ হয়েছে। গত ২৯ মার্চ বাঁকুড়া জেলা আদালতে পুনরায় বিধায়কের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত। মঙ্গলবার এই আবেদনের শুনানি হয়। সরকারি আইনজীবী রীনা চক্রবর্তী বলেন, “কেস ডায়েরি দেখে মনোরঞ্জন পাত্রের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন জেলা জজ অনুপ চৌধুরী।” ২০১০ সালের ২৯ জুন তালড্যাংরা থানার রাজপুর গ্রামে সিপিএম-তৃণমূল সংঘর্ষে প্রৌঢ় তৃণমূল কর্মী মদন খাঁ নিহত হন। পরের দিন নিহতের ছেলে ইসমাইল খাঁ বিধায়ক মনোরঞ্জন পাত্র-সহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর ভাই জিতেন পাত্রও এই মামলার অন্যতম আসামি। ইতিপূর্বে পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। নিম্ন আদালত ও উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পরে খাতড়া আদালতে গত ২৭ ফেব্রুয়ারি আত্মসমর্পণ করেছিলেন বিধায়ক মনোরঞ্জন পাত্র।

‘অপহরণ’, ধৃত যুবক
কিশোরীকে অপহরণের অভিযোগে পড়শি যুবককে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয় ইঁদপুর এলাকার ‘অপহৃত’ ওই কিশোরী। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে বর্ধমানের রায়নার চকপুরোহিত এলাকা থেকে প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় নামে ওই যুবককে ধরা হয়। কিশোরীর বাবা শনিবার সকাল থেকে মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। ওই যুবক অপহরণ করেছে বলে রবিবার থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযুক্তের পরিবারের দাবি, অভিযোগ মিথ্যা। পুলিশ জানিয়েছে, কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ধৃত যুবক ও উদ্ধার হওয়া কিশোরীকে খাতড়া আদালতে হাজির করা হলে ধৃতের ১২ দিন জেল এবং কিশোরীকে হোমে পাঠানো হয়।

দুর্ঘটনায় জখম
বোরোর বুরিডির মেলায় আসা এবং ফিরে যাওয়ার পথে দুর্ঘটনায় ১৭ জন জখম হয়েছেন। গুরুতর জখম অবস্থায় দু’জনকে মানবাজার গ্রামীণ হাসপাতাল থেকে বাঁকুড়া মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। বরাভূম হাইস্কুলের পড়ুয়া সুশান্ত হেমব্রম জানায়, সোমবার রাতে তাদের গ্রাম গাবিন্দপুর থেকে ১০ জন যুবক ভ্যান রিক্সা করে মেলায় যাচ্ছিলেন। মেলা থেকে দু’কিমি আগে হঠাৎ তাদের ভ্যানরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওই মেলা থেকে মঙ্গলবার ফেরার সময়ে মানবাজার থানার বিশরি গ্রামের কাছে একটি গাড়ি উল্টে কয়েক জন জখম হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানবাজার-বান্দোয়ান রাস্তার উপর ডাঙ্গরডি থেকে বুরুডি পর্যন্ত এই আদিবাসী মেলার অবস্থান।

তৃণমূলের মিছিল
প্রয়াত বিধায়ক কাশীনাথ মিশ্রের স্মরণে সোনামুখী শহরে মঙ্গলবার একটি শোক মিছিল করল তৃণমূল। মিছিল থেকে বামফ্রন্ট পরিচালিত সোনামুখী পুর বোর্ডের বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ তোলেন ওই পুরসভার বিরোধী দলনেতা সুরজিৎ মুখোপাধ্যায়। তাঁর দাবি, “এই বোর্ড কোনও উন্নয়নমূলক কাজই করতে পারছে না। ফলে কয়েক জন বাম কাউন্সিলর আমাদের দলে আসতে চেয়ে আবেদন করেছেন।” পুরপ্রধান সিপিএমের কুশল বন্দ্যেপাধ্যায় বলেন, “অপপ্রচারের বিরুদ্ধে বুধবার বামফ্রন্টের কর্মী ও কাউন্সিলরদের নিয়ে মিছিল করব। শহরবাসীদের কাছে অপপ্রচারে কান না দেওয়ার জন্য আবেদন জানাব।” ১৫ আসনের এই পুরসভায় ৮টি আসন বামফ্রন্টের, ৭টি তৃণমূলের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.