বন্ধুদের সঙ্গে খালে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে এক কিশোরের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার খালে। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম দীপক দাস (১৬)। তার বাড়ি রাজস্থানের যোধপুরের বাঙালি কলোনিতে। সে বাবা-মায়ের সঙ্গে এখানে মামার বাড়ি বেড়াতে এসেছিল। এ বার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল দীপক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বাবা-মা ও দিদির সঙ্গে ডায়মন্ড হারবারের ভগবানপুরে মামার বাড়িতে বেড়াতে আসে দীপক। রাজস্থানের যোধপুরে দীপকের বাবা সন্তোষবাবু মণ্ডপসজ্জার কাজ করেন। সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ মামার বাড়িতে প্রতিবেশী দুই বন্ধু পলাশ ও মৌসুমী নাইয়ার সঙ্গে হুগলি নদীর সঙ্গে সংযোগকারী ডায়মন্ড হারবার খালে স্নান করতে নেমেছিল দীপক। পরিবার সূত্রে জানা গিয়েছে, সাঁতার জানলেও তেমন পটু ছিল না দীপক। তারা যখন স্নান করতে নেমেছিল সেই সময় ভাটা ছিল হুগলি নদীতে । ফলে খালে ভাটার টান ছিল। পলাশ ও মৌসুমী বলে, “তিনজন একসঙ্গেই স্নান করতে নেমেছিলাম। স্নান করতে করতে হঠাৎই তলিয়ে যেতে থাকে দীপক। হাত ধরে টেনে ধরে রাখার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।”
দীপকের মামারবাড়ির এক প্রতিবেশী সোমনাথ ঘোষ বলেন, “প্রায় ৯ বছর পরে ওরা মামার বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনার পরে অনেক খোঁজাখুজি করেও দীপকের সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে সাড়ে ১০টা নাগাদ ঘটনাস্থল থেকে প্রায় আধ কিলোমিটার দূরে বাহাদুরপুর গ্রামের কাছে খালে তার দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে দেহটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। |