ফের বড়সড় ডাকাতির ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার হাবরা থানা এলাকায়। সোমবার গভীর রাতে কয়েকজন গরু ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে কয়েক লক্ষ টাকা লুঠের অভিযোগ উঠেছে। হাবরার রুদ্রপুর বাজারের কাছে হাবরা-মগরা সড়কের ওই ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য বলেন, “ডাকাত দলটিকে শনাক্ত করা গিয়েছে। ওরা যে গাড়িতে ডাকাতি করতে এসেছিল সেটি উদ্ধার হয়েছে। এ পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২ লক্ষ ৫ হাজার টাকা মিলেছে। বাকিদের খোঁজে তল্লাশি।”
পুলিশ ও ব্যবসায়ীরা জানান, বাদুরিয়া থানার বাগজোলা, কীর্তিপুর, চাঁদপুর এলাকার এবং দেগঙ্গা থানা এলাকার ৭
|
প্রহৃত চালক। -নিজস্ব চিত্র। |
ব্যবসায়ী সোমবার রাত পৌনে ১২টা নাগাদ বাগজোলা মোড় থেকে গাড়িতে মেদিনীপুরে যাচ্ছিলেন গরু কিনতে। ব্যবসায়ীদের গাড়ির চালক কেরামত আলি মণ্ডল বলেন, “রাত ১২টা ১৫ মিনিট নাগাদ রুদ্রপুর বাজারের কাছে পৌছতেই রাস্তার ধারে থাকা অন্য একটি গাড়ি আমাদের গাড়ির পিছু নেয়। পরে সেটি গতি বাড়িয়ে আমাদের গাড়ির সামনে এসে রাস্তা আটকে দাঁড়ায়। আমি গাড়ি থামাতেই সামনের গাড়ি থেকে কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ও ভোজালি নিয়ে ব্যবসায়ীদের উপর চড়াও হয়।”
তাদের বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা ১২ লক্ষ ৪৫ হাজার টাকা এবং মোবাইল ফোন লুঠ করে বলে অভিযোগ। নামদার আলি নামে এক ব্যবসায়ীকে গুরুতর জখম অবস্থায় কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রহৃত ব্যবসায়ীরা জানান, লুঠপাটের পর তিন ব্যবসায়ীকে নিজেদের গাড়িতে তুলে চম্পট দেয় দুষ্কৃতীরা। অপহৃত ব্যবসায়ীদের কথায়, “গাড়িতে উঠিয়ে দুষ্কৃতীরা আমাদের হাত-পা বেঁধে দেয়। চিৎকার করলে প্রাণনাশের হুমকিও দেয়।” পুলিশ জানিয়েছে, গভীর রাতে দুষ্কৃতীরা দুই ব্যবসায়ীকে হাত-পা বাঁধা অবস্থায় গোবরডাঙা থেকে ঠাকুরনগর যাওয়ার রাস্তায় একটি ফাঁকা মাঠের পাশে ফেলে দিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় ওই দুই ব্যবসায়ী স্থানীয় এক বাসিন্দার বাড়িতে আশ্রয় নেন। ওই ব্যক্তির ফোন থেকেই পরে আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন বলে জানিয়েছেন ওই ব্যবসায়ীরা। অন্য দিকে আরও এক ব্যবসায়ী বাদুড়িয়ার কাছে দুষ্কৃতীদের গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে। তাঁকে লক্ষ করে দুষ্কৃতীরা গুলিও ছোড়ে বলে অভিযোগ।
এ দিকে, ব্যবসায়ীদের গাড়িতে তোলার সময় দু’জন দুষ্কৃতী গাড়িতে উঠতে পারেননি বলে পুলিশ জানায়। তাদের এক জনকে হাবরার বামনডাঙার বাসিন্দারা এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও গ্রামবাসীরা ওই দুষ্কৃতীকে তাড়া করে ধরে ফেলে। মঙ্গলবারই গাইঘাটা থানাএলাকা থেকে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।
কয়েক মাস আগেই হাবরা থানা এলাকায় ডাকাতি, চুরি, কেপমারির পরপর কয়েকটি ঘটনা ঘটেছে। সম্প্রতি হাবরা থানার পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। লুঠপাট চালিয়ে দুষ্কৃতীরা তিন ব্যবসায়ীকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। হাবরা থানার পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। মঙ্গলবার পুলিশ ওই ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। |