টুকরো খবর
ছাত্রী খুনে প্রতিবাদ মিছিল
দেহ উদ্ধার ১৫ দিন হয়ে গেলেও এখনো ধরা পড়েনি আসল অপরাধীদের কেউই। তাদের গ্রেফতার করার দাবিতে মঙ্গলবার স্থানীয়ভাবে বন্ধ পালন করলেন কালীগঞ্জের মাটিয়ারির বাসিন্দারা। গত ২৯ মার্চ মাটিয়ারির পূজা বিশ্বাস (১১) বাড়ির সামনে থেকেই নিখোঁজ হয়েছিল। ১ এপ্রিল পাশেরই একটি পুকুর থেকে উদ্ধার হয় তার দেহ। মাটিয়ারি গালর্স অ্যাকাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্রী পূজার মৃত্যুর প্রতিবাদে এবং অপরাধীদের ধরার দাবিতে গত ৭ এপ্রিল ছাত্ররা প্রতিবাদ মিছিল করেছিল। এ দিন মাটিয়ারি গালর্স অ্যাকাডেমির স্কুলের ছাত্রীরা প্রতিবাদ সভার আয়োজন করে। প্রধান শিক্ষিকা অঞ্জনা নাগ বলেন, “মঙ্গলবার প্রায় একটা পযর্ন্ত, স্কুল বন্ধ করে প্রতিবাদ করে ছাত্রীরা। এলাকায় স্থানীয়ভাবে বন্ধও পালিত হয়।” মাটিয়ারি বাজার কমিটির সম্পাদক সুদর্শন প্রামাণিক বলেন, “সকাল ৫টা থেকে ১২ ঘণ্টা এলাকায় বাজার বন্ধ ছিল। আমরা গ্রামবাসীরা মিলে প্রতিবাদ মিছিলও করেছি।” কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ বলেন, “ঘটনাটি সত্যিই দুঃখের। পুলিশ দু’জনকে ধরেছে। কিন্তু তাতে তেমন কোনও লাভ হয়নি।” পুলিস সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।”

ট্রেন থেকে পড়ে মৃত্যু
ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে রিনা দত্ত (৫০) নামে এক মহিলার। মঙ্গলবার ভোরে মুর্শিদাবাদের ফরাক্কা রেল স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। জলপাইগুড়ির দেবীগড় পল্লির বাসিন্দা রীনাদেবী এ দিন তাঁর স্বামী শিশির দত্ত ও মেয়ে শ্রদ্ধার সঙ্গে শিয়ালদহ গামী ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কলকাতা যাচ্ছিলেন। শিশিরবাবু জানান, ট্রেনটি ফরাক্কা স্টেশনে ঢোকার সময়ে রিনাদেবী কামরার মধ্যেই চোর সন্দেহে এক যুবককে ধাওয়া করেন। সেই যুবক চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে। পা পিছলে পড়ে যান রিনাদেবীও। ফরাক্কা স্টেশনে ট্রেন থআমতেই শিশিরবাবু স্ত্রীর খোঁজ-খবর শুরু করেন। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে রেল পুলিশ। বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই রিনাদেবীর মৃত্যু হয়। রেল পুলিশের ফরাক্কার আইসি জগন্নাথ মুখোপাধ্যায় বলেন, “ফরাক্কা থানার পুলিশ মৃতদেহের ময়না-তদন্ত করেছে। রেল পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। তবে মৃতের পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি।”

‘পচা চাল’, স্কুলে তালা
মিড ডে মিলে পচা চাল। মঙ্গলবার এমনই অভিযোগে ডোমকলের সারাংপুরের বাসিন্দারা ঘণ্টা চারেক তালাবন্দি করে রাখেন সারাংপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। অভিভাবকদের অভিযোগ বহুদিন ধরেই খারাপ খাবার দেওয়া হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক বলেন, “মঙ্গলবার চাল খারাপ ছিল। আগে এমন হয়নি।” ডোমকলের বিডিও প্রভাসচন্দ্র দাস বলেন, “নির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেব।”

দেহ উদ্ধার
মাঠ থেকে এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে চাকদহের সিরিন্দা-২ পঞ্চায়েতের পিটুলিতলায় দেহটি মেলে। নাম চৈতন্য সর্দার (২৫)। তিনি স্থানীয় বাসিন্দা। সোমবার রাতে জলসা দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। আর ফেরেনি। পুলিশ জানিয়েছে, দেহটি ময়না-তদন্তের জন্য কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হল সপ্তম শ্রেণির এক ছাত্রের। নাম মফিজুল শেখ। বাড়ি রেজিনগরে। মঙ্গলবার সকালে রেজিনগর মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মারা যায় মফিজুল। স্থানীয় রামপাড়া মাঙ্গনপাড়া বিদ্যালয়ের ছাত্র সে। পুলিশ গাড়িটিকে আটক করেছে। তবে চালক পলাতক।

লরি উল্টে মৃত্যু
লরি উল্টে মৃত্যু হয়েছে এক যুবকের। নাম সন্টু শেখ (২৮)। বাড়ি নাকাশিপাড়ায়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে বেথুয়াডহরি অগ্রদ্বীপ রোডে ঢালাই মেশিন-সহ লরিটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্টুর। আহতদের বেথুয়াডহরি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নতুন ভবন উদ্বোধন
শান্তিপুর পুর ছাত্র গ্রন্থাগারের একটি নতুন ভবনের উদ্বোধন হল মঙ্গলবার। ২০০৫ সালে এই লাইব্রেরি প্রতিষ্ঠা করে পুরসভা। পুরপ্রধান অজয় দে বলেন, “গ্রন্থাগারের বর্তমান সদস্য ছ’শো।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.