বেলডাঙা থানার শিবনগর-মহুল গ্রামে স্বামী অখণ্ডানন্দ মহারাজ বালিকা বিদ্যামন্দিরের ৪৩ তম বর্ষ পূর্তি অনুষ্ঠান করা হয় হত ৭ এপ্রিল। অনুষ্ঠানের উদ্বোধন করেন সারগাছি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিশ্বময়ানন্দ মহারাজ। অতিরিক্ত জেলাশাসক অজয়কুমার ঘোষ, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শুভেন্দুবিকাশ দত্ত-সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
|
নাচ, গান, আবৃত্তি পরিবেশন ও স্মৃতি চারণায় বর্ষবরণ করল ‘রবীন্দ্রমেলা, বহরমপুর’ নামের সাংস্কৃতিক সংস্থা। নতুন বছরের প্রথম দিনের বিকালে ওই অনুষ্ঠান হয় বহরমপুর কালেক্টরেট ক্লাবের কমিউনিটি হলে। পুরাতনী গানে টোটন বন্দ্যোপাধ্যায়, রাগপ্রধান গানে বিপাশা দাশ, রবীন্দ্রসংগীতে পাপিয়া বসাক ও আবৃত্তিতে তরুণ সরকার বিশেষ ভাবে নজর কাড়েন।
|
১৯৩০ সালের ১৮ এপ্রিল রাত ১০টায় চট্রগ্রাম বিপ্লবের সময় পরাধীন ভারতে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে প্রথম স্বাধীন পতাকা তোলা হয়। ঘোষণা করা হয় স্বাধীন চট্টোগ্রামের কথা। আজ বুধবার ১৮ এপ্রিল। ১৯৩০ সালের সেই দিনটিক স্মরণে মঙ্গলবার বিকাল ঠিক সাড়ে ৫টায় বহরমপুর শহরের রানিবাগানে শহিদ সূর্যসেন পার্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক সংস্থা ছোটদের জন্য ছোটদের নিয়ে গড়া ‘সূর্যসেনা পরিবার’। সপরিবার, সবান্ধবে সবাইকে আজ বিকাল ঠিক সাড়ে ৫টায় বহরমপুর শহরের রানিবাগানে শহিদ সূর্যসেনা পার্কে হাজির হওয়ার আমন্ত্রন জানিয়েছে ‘সূর্যসেনা পরিবার’।
|