টুকরো খবর |
জামিনের আবেদন লক্ষ্মণদের
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে লক্ষ্মণ শেঠ, অমিয় সাউ, অশোক গুড়িয়া-সহ জেলবন্দি ৭ সিপিএম নেতা-কর্মীর তরফে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলাজজের আদালতে জামিনের আবেদন জানানো হয়েছে। আবেদনগুলি শুনানির জন্য আগামী ২৪ থেকে ২৭ এপ্রিল দিন ধার্য হয়েছে। প্রসঙ্গত, আগামী ২৩ এপ্রিল লক্ষ্মণবাবু-সহ এই মামলায় জেলবন্দি ১২ জনেরই হাজিরা পূর্ব-নির্ধারিত রয়েছে হলদিয়া এসিজেএম আদালতে। ২৪ তারিখ অজিত বর, সত্যরঞ্জন ওরফে লালু মাকুর, নব সামন্ত ও মতিউর রহমানের জামিনের আবেদনের শুনানি হবে জেলা আদালতে। ২৫ তারিখ অমিয় সাউ, ২৬ তারিখ লক্ষ্মণবাবু এবং ২৭ তারিখ অশোক গুড়িয়ার জামিনের আবেদন নিয়ে শুনানি হবে বলে জেলা আদালত সূত্রে জানা গিয়েছে। লক্ষ্মণ-অমিয়-অশোকবাবুদের গত ১৭ মার্চ মুম্বই থেকে ধরেছিল সিআইডি। অজিত-লালু-নব ও মতিউর তার আগেই ধরা পড়েছিলেন। গত ৩০ জানুয়ারি মোট ৮৮ জনের নামে হলদিয়া আদালতে চার্জশিটও জমা দিয়েছে সিআইডি। তার পরে আড়াই মাস কেটে গেলেও বিচারের জন্য মামলাটি এখনও দায়রা আদালতে পাঠানো হয়নি। ফলে, চার্জ-গঠন কবে হবে, তা-ও নিশ্চিত নয়। চার্জশিটের দীর্ঘ দিন পরেও বিচার-প্রক্রিয়া শুরু না-হওয়ার ‘যুক্তি’তেই মূলত অজিত-লালু-নব ও মতিউরের তরফে জামিনের আবেদন করা হয়েছে। লক্ষ্মণবাবুদের তরফে আবেদনে আবার ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ তাঁদের ‘মিথ্যা মামলা’য় ফাঁসানো হয়েছে বলে দাবি করা হয়েছে। |
নতুন থানা হতে চলেছে
মন্দারমনি, পেটুয়াঘাটে
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাঁথি মহকুমায় আরও ২টি উপকূল থানা তৈরি হতে চলেছে বলে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। নতুন ২টি উপকূল থানার মধ্যে একটি হবে রামনগরের মন্দারমনিতে। অন্যটি কাঁথির পেটুয়াঘাটে। কাঁথি মহকুমায় বতর্মানে কাঁথি, দিঘা, রামনগর, মারিশদা, ভূপতিনগর ও খেজুরি--এই ৬টি থানা রয়েছে। জেলা পুলিশ মন্দারমনি ও পেটুয়াঘাট-এই দুই উপকূলবর্তী এলাকায় নতুন উপকূল থানা তৈরি করে উপকূলীয় অঞ্চলে নজরদারি বাড়াতে চাইছে। পেটুয়াঘাট থানার জন্য দহসোনামুই অঞ্চলে ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করে এসেছেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উজ্জ্বল ভৌমিক, মহকুমা পুলিশ অফিসার ইন্দ্রজিৎ বসু ও কাঁথি থানার আইসি সুব্রত বারিক। |
অশালীন আচরণের অভিযোগ, ধৃত কর্মী
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
এক মহিলা আধিকারিকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে হলদিয়া উন্নয়ন পর্ষদের (এইচডিএ) এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। এইচডিএ-র এক মহিলা অ্যাসিস্ট্যান্ট প্ল্যানারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় দিনেশ কমন নামে ওই কর্মীকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। ওই মহিলার অভিযোগ, “দীর্ঘ দিন ধরেই দিনেশ কর্মক্ষেত্রে বিভিন্ন ভাবে হেনস্থা করছে। এ দিন অশালীন আচরণ ও গালিগালাজ করায় থানার অভিযোগ করতে হল।” |
রোহিণীতে ক্রীড়ানুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মঙ্গলবার সাঁকরাইলের রোহিণীতে প্রতিবন্ধী স্কুলপড়ুয়াদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। উদ্যোক্তা ‘সাঁকরাইল ব্লক স্কুল-স্পোর্টস্ অ্যাসোসিয়েশনে’র সম্পাদক রঞ্জিত পাতরের বক্তব্য, শারীরিক ভাবে প্রতিবন্ধী স্কুল-পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যেই এই প্রতিযোগিতা। স্থানীয় সিআরডি হাইস্কুল মাঠে এই প্রতিযোগিতায় ব্লকের ১৪টি হাইস্কুল, ১০টি মাধ্যমিক শিক্ষাকেন্দ্র এবং সর্বশিক্ষা মিশনের ৫টি অষ্টমমান স্কুলের মোট ৪০ জন প্রতিবন্ধী ছাত্রছাত্রী অংশ নেয়। এ দিনই আবার অনুর্ধ্ব ১৭ বছরের আদিবাসী মেয়েদের নিয়ে ব্লকের কবাডি-দল গঠনের জন্য স্কুল-ভিত্তিক কবাডি-প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। |
আগুনে পুড়ে প্রৌঢ়ার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
সোমবার রাতে নয়াগ্রাম থানার জামিরাপাল গ্রামে অগ্নিদগ্ধ হয়ে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। মৃতার নাম লক্ষ্মীপ্রিয়া মাইতি (৫৩)। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, লোডশেডিংয়ে কেরোসিনের লম্ফ জ্বালানোর সময়ে লক্ষ্মীপ্রিয়াদেবীর শাড়িতে আগুন ধরে যায়। ঝড়ো হাওয়ার জেরে সেই আগুন ছড়ায় মাটির বাড়ির ভিতরে ও প্রাঙ্গণে মজুত খড়ের গাদায়। মৃত্যু হয় ওই প্রৌঢ়ার। লক্ষ্মীপ্রিয়াদেবীকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন তাঁর ছোট-জা চারুবালা মাইতি। আশঙ্কাজনক অবস্থায় চারুবালাদেবী ওড়িশার বারিপদা হাসপাতালে চিকিৎসাধীন। |
ব্যাঙ্কে আগুন
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাঁথি হানার নামালডিহায় মঙ্গলবার সকালে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আচমকা আগুন লাগে। আঁউরাই পঞ্চায়েত অফিসের দোতলায় ওই ব্যাঙ্ক। কাঁথির দমকল অফিসার সচ্চিদানন্দ দাস জানান, শর্ট-সার্কিটের জন্যই আগুন লাগে বলে মনে হচ্ছে। |
নির্মল অভিযান |
নির্মল বিদ্যালয় অভিযান কর্মসূচি উপলক্ষে নানা অনুষ্ঠান হল ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে। সোমবার পদযাত্রার পরে স্বাস্থ্য নিয়ে আলোচনা শিবির, বসে আঁকো প্রতিযোগিতাও হয়। অন্য দিকে, দাসপুরের পাঁচবেড়িয়া ইন্দুভূষণ মিশ্র স্মৃতি শিক্ষা মন্দিরেও সম্প্রতি নির্মল অভিযান হল। |
|