|
|
|
|
১০০ দিনের প্রকল্পে পূর্বে কাজ ৩৩ দিন |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
মহাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ কর্মসুনিশ্চিতকরণ প্রকল্পে (১০০ দিনের কাজ) পূর্ব মেদিনীপুর জেলায় ২০১১-’১২ আর্থিক বছরে পরিবার-পিছু গড়ে ৩৩ দিনের কাজ দেওয়া গিয়েছে বলে জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি এক প্রেস-বিবৃতিতে জানিয়েছেন। প্রেস-বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০১০-’১১ আর্থিক বছরে জেলায় ২৯ দিন কাজ দেওয়া গিয়েছিল, সে দিক থেকে ২০১১-’১২ আর্থিক বছরে ৪ দিন বেশি কাজ দেওয়া গিয়েছে। যদিও রাজ্য সরকারের ন্যূনতম ৫০ দিন কাজ দেওয়ার লক্ষ্যমাত্রা এ বারও পূরণ করতে পারেনি এই জেলা।
তবে, জেল-প্রশাসনের দাবি, জেলার ২৪৮৫টি পরিবারকে এ বার পুরো একশো দিনের কাজ দেওয়া গিয়েছে। ১০-’১১ আর্থিক বছরে এ রকম একশো দিন কাজ দেওয়া গিয়েছিল অপেক্ষাকৃত কম, ১৯৮৮টি পরিবারকে। ’১১-’১২ আর্থিক বছরে ৮৭.৯৩ লক্ষ শ্রমদিবস সৃষ্টি করা গিয়েছে, যা ’১০-’১১ আর্থিক বছরে ছিল ৭৯.৯০ লক্ষ। ২০১১-’১২ আর্থিক বছরে মোট খরচ হয়েছে ১৭৫২১.৯৬ লক্ষ টাকা, গতবারের চেয়ে ৫৫৪০.৮২ লক্ষ টাকা বেশি। এই প্রকল্পে জেলার ভগবানপুর-১ ব্লকের বেঁউদিয়া পঞ্চায়েত সবচেয়ে বেশি--৩ কোটি ৬ লক্ষ ৩১ হাজার টাকা খরচ করতে পেরেছে। খরচের ক্ষেত্রে দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে পর্যায়ক্রমে রয়েছে পটাশপুর-২ ব্লকের সাউৎখণ্ড পঞ্চায়েত (২ কোটি ৮৬ লক্ষ ৬৮ হাজার টাকা), কাঁথি-১ ব্লকের রাইপুর পশ্চিমবাড় পঞ্চায়েত (২ কোটি ৪২ লক্ষ ৮৭ হাজার টাকা), ভগবানপুর-১ ব্লকের মহম্মদপুর পঞ্চায়েত (২ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার টাকা) ও হলদিয়া ব্লকের দেউলপোতা পঞ্চায়েত (২ কোটি ৮ লক্ষ ৪০ হাজার টাকা)। সবচেয়ে কম খরচ করেছে কোলাঘাট ব্লকের খন্যাডিহি পঞ্চায়েত (মাত্র ১৭ লক্ষ ৭৭ হাজার টাকা)। কম খরচ করতে পারা অন্য পঞ্চায়েতগুলি হল--শহিদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক পঞ্চায়েত (২০ লক্ষ ৯২ হাজার টাকা), কোলাঘাট ব্লকের কোলা-১ (২১ লক্ষ ৫৮ হাজার টাকা), তমলুক ব্লকের পিপুলবেড়িয়া-২ (২১ লক্ষ ৯৫ হাজার টাকা) ও কোলাঘাট ব্লকেরই সিদ্ধা-২ পঞ্চায়েত (২২ লক্ষ ৬ হাজার টাকা)। |
|
|
|
|
|