১০০ দিনের প্রকল্পে পূর্বে কাজ ৩৩ দিন
হাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ কর্মসুনিশ্চিতকরণ প্রকল্পে (১০০ দিনের কাজ) পূর্ব মেদিনীপুর জেলায় ২০১১-’১২ আর্থিক বছরে পরিবার-পিছু গড়ে ৩৩ দিনের কাজ দেওয়া গিয়েছে বলে জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি এক প্রেস-বিবৃতিতে জানিয়েছেন। প্রেস-বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০১০-’১১ আর্থিক বছরে জেলায় ২৯ দিন কাজ দেওয়া গিয়েছিল, সে দিক থেকে ২০১১-’১২ আর্থিক বছরে ৪ দিন বেশি কাজ দেওয়া গিয়েছে। যদিও রাজ্য সরকারের ন্যূনতম ৫০ দিন কাজ দেওয়ার লক্ষ্যমাত্রা এ বারও পূরণ করতে পারেনি এই জেলা।
তবে, জেল-প্রশাসনের দাবি, জেলার ২৪৮৫টি পরিবারকে এ বার পুরো একশো দিনের কাজ দেওয়া গিয়েছে। ১০-’১১ আর্থিক বছরে এ রকম একশো দিন কাজ দেওয়া গিয়েছিল অপেক্ষাকৃত কম, ১৯৮৮টি পরিবারকে। ’১১-’১২ আর্থিক বছরে ৮৭.৯৩ লক্ষ শ্রমদিবস সৃষ্টি করা গিয়েছে, যা ’১০-’১১ আর্থিক বছরে ছিল ৭৯.৯০ লক্ষ। ২০১১-’১২ আর্থিক বছরে মোট খরচ হয়েছে ১৭৫২১.৯৬ লক্ষ টাকা, গতবারের চেয়ে ৫৫৪০.৮২ লক্ষ টাকা বেশি। এই প্রকল্পে জেলার ভগবানপুর-১ ব্লকের বেঁউদিয়া পঞ্চায়েত সবচেয়ে বেশি--৩ কোটি ৬ লক্ষ ৩১ হাজার টাকা খরচ করতে পেরেছে। খরচের ক্ষেত্রে দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে পর্যায়ক্রমে রয়েছে পটাশপুর-২ ব্লকের সাউৎখণ্ড পঞ্চায়েত (২ কোটি ৮৬ লক্ষ ৬৮ হাজার টাকা), কাঁথি-১ ব্লকের রাইপুর পশ্চিমবাড় পঞ্চায়েত (২ কোটি ৪২ লক্ষ ৮৭ হাজার টাকা), ভগবানপুর-১ ব্লকের মহম্মদপুর পঞ্চায়েত (২ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার টাকা) ও হলদিয়া ব্লকের দেউলপোতা পঞ্চায়েত (২ কোটি ৮ লক্ষ ৪০ হাজার টাকা)। সবচেয়ে কম খরচ করেছে কোলাঘাট ব্লকের খন্যাডিহি পঞ্চায়েত (মাত্র ১৭ লক্ষ ৭৭ হাজার টাকা)। কম খরচ করতে পারা অন্য পঞ্চায়েতগুলি হল--শহিদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক পঞ্চায়েত (২০ লক্ষ ৯২ হাজার টাকা), কোলাঘাট ব্লকের কোলা-১ (২১ লক্ষ ৫৮ হাজার টাকা), তমলুক ব্লকের পিপুলবেড়িয়া-২ (২১ লক্ষ ৯৫ হাজার টাকা) ও কোলাঘাট ব্লকেরই সিদ্ধা-২ পঞ্চায়েত (২২ লক্ষ ৬ হাজার টাকা)।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.