রাজস্থান রয়্যালসের সামনে প্রথমে ব্যাট করে ১৯৬ রানের বিশাল টার্গেট রেখেও আইপিএল ফাইভে তাদের প্রথম জয় পেল না ডেকান চার্জার্স। টানা তিনটে ম্যাচ হেরে লিগ তালিকার তলানিতেই থেকে গেল কুমার সঙ্গকারার দল। অন্য দিকে টুর্নামেন্টের অন্যতম দুর্বল দল হিসেবে শুরু করে এখন আইপিএল টেবলের এক নম্বরে উঠে এল রাহুল দ্রাবিড়ের রাজস্থান।
ম্যাচ শুরুর আগে রাজস্থান উইকেটকিপার শ্রীবৎস গোস্বামী চোট পেয়ে যাওয়ায় মাত্র কয়েক ঘণ্টার প্রস্তুতি নিয়ে এ দিন খেলতে নেমেছিলেন দিশান্ত যাগ্নিক (৩ বলে ৯)। ম্যাচের শেষ ওভারে ডেল স্টেইনকে পরপর দুটো চার মেরে জয়ের রান এল তাঁর ব্যাট থেকেই। শুরুটা অবশ্য করে গিয়েছিলেন দ্রাবিড় (২৪ বলে ৪২) এবং অজিঙ্ক রাহানে (৩১ বলে ৪৪)। ওয়েইস শাহ (১২) এ দিন ব্যর্থ হলেও সেটা পুষিয়ে দেন ব্র্যাড হজ। ২১ বলে হজের ৪৮ রানই রাজস্থানকে জয়ের দিকে নিয়ে যায়। ডেকান বোলারদের মধ্যে অমিত মিশ্র তিন উইকেট পেলেও শেষ পর্যন্ত কোনও প্রভাব ফেলতে পারেননি। |
ম্যাচ পকেটে। জয়পুরে দ্রাবিড়ের উচ্ছ্বাস। ছবি: এপি |
ডেকানের শুরু দেখে অবশ্য মনে হয়েছিল, টুর্নামেন্টের প্রথম জয় আজ এলেও আসতে পারে। সঙ্গকারা (৪৪) এবং শিখর ধওয়ান (৫২) এ বারের আইপিএলে ওপেনিং জুটি হিসেবে সর্বোচ্চ রান তুললেন। শেষ পাঁচ ওভারে ৭৭ তুলে দেন জেপি দুমিনি (৫৮ ন.আ.) এবং ড্যান ক্রিশ্চিয়ান (২৯ ন.আ.)। |