মাঠের মধ্যে যেমন দল পরিচালনায় বিভ্রান্তি, তেমনই মাঠের বাইরেও বিভ্রান্তি ছড়াচ্ছে নাইট রাইডার্সে। বিভ্রান্তির বিষয়: ক্রিকেটাররা প্রচারমাধ্যমের কাছে মুখ খুলতে পারেন কি পারেন না।
গত সোমবার নাইট রাইডার্সের টিম ডিরেক্টর জয় ভট্টাচার্য জানিয়েছিলেন, অনির্দিষ্টকালের জন্য নাইট ক্রিকেটাররা সাংবাদিকদের সঙ্গে কোনও কথাবার্তা বলতে পারবেন না। একান্ত সাক্ষাৎকার তো নয়ই। কিন্তু টিমের মুখ্য কর্তাদের কারও কাছেই এমন খবর নেই। নাইট রাইডার্সের মহা কর্তা সিইও বেঙ্কি মাইসোর এ দিন পরিষ্কার জানিয়ে দিলেন, ক্রিকেটারদের মুখ বন্ধের এমন কোনও খবর তাঁর কাছে অন্তত নেই। শুধু মাইসোরই নন, কেকেআরের অন্য এক শীর্ষ কর্তাও জানিয়ে দিয়েছেন, এ রকম কোনও খবর তিনি শোনেননি। সব মিলিয়ে বিভ্রান্তির পরিবেশ তৈরি হয়েছে নাইট শিবিরে অন্দরমহলে। এ দিকে, মোহালির সাংবাদিক সম্মেলনে টিম ডিরেক্টর জয় ভট্টাচার্যের গলাতেও ২৪ ঘণ্টার মধ্যে সুর বদল। গোটা মরসুমে জয়ই সবচেয়ে বেশি সমস্যা তৈরি করেছেন ক্রিকেটারদের সঙ্গে সাংবাদিকদের কথা বলা নিয়ে। কিন্তু এ দিন তাঁর গলাতেই অন্য সুর। রীতিমতো বিবৃতি দিয়ে তাঁকে জানাতে হল, এমন কোনও নিষেধাজ্ঞা নেই। মোহালির মাঠে দাঁড়িয়ে জয় আনন্দবাজারকে বললেন, “ক্রিকেটারদের কথা বলা নিয়ে এ রকম কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। ম্যাচের দিন ছাড়া ক্রিকেটারদের কথা বলতে কোনও অসুবিধা নেই।” তা হলে কেন সোমবার সাংবাদিকদের বলা হয়েছিল, নিষেধাজ্ঞা রয়েছে? জয়ের বক্তব্য, “দেবব্রত দাসের সঙ্গে প্রচারমাধ্যম কথা বলতে চেয়েছিল। তখন দেবব্রত নিজেই বলেছিল, পরে কথা বলবে। আমি সাংবাদিকদের বলেছিলাম, এখন কথা বলা যাবে না। এটা থেকেই ভুল বোঝাবুঝি হতে পারে।” |