শুক্রবার প্রধানমন্ত্রী মনমোহন সিংহের অসম সফরের দিন ১২ ঘণ্টার বন্ধ ডেকেছে আলফার সংগ্রামপন্থী পরেশ বরুয়া গোষ্ঠী। আজ সংবাদমাধ্যমে ই-মেল পাঠিয়ে বলা হয়েছে, অপ্রীতিকর ঘটনা থেকে দূরে থাকার জন্য সে দিন প্রধানমন্ত্রীর কোনও কর্মসূচিতে কেউ যেন অংশ না নেন।
অসম বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি উৎসবের উদ্বোধন করতে আগামী শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ওই দিন তিনি গুয়াহাটি বিমানবন্দর থেকে হেলিকপ্টারে নেহরু স্টেডিয়ামে যাবেন। সেখান থেকে গাড়িতে বি বরুয়া ক্যানসার হাসপাতাল। রোগীদের জন্য দু’টি নতুন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সোজা দিসপুর প্যারেড গ্রাউন্ডে। সেখানেই অসম বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।
পুলিশ অবশ্য আলফার সংগ্রামপন্থী গোষ্ঠীর বন্ধকে তেমন গুরুত্ব দিতে নারাজ। তবে প্রধানমন্ত্রীর সফর বলে কথা! তাই কোনও ধরনের নিরাপত্তাজনিত গাফিলতি যেন না হয়, সে দিকে কড়া নজর রাখা হচ্ছে বলে পুলিশ সূত্রটি জানিয়েছেন। |
রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র শিক্ষাও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, পরেশ বরুয়ারা এখন আর ভয়ের নয়। এদের শক্তি-সামর্থ্য অতীতের পর্যায়ে। তিনি বরং এ সময়ে মাওবাদীদের নিয়ে চিন্তিত বলে জানিয়ে দেন । হিমন্ত বলেন, নদীবাঁধ-বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে মাওবাদীরা এ রাজ্যে ঢুকেছে। এখন জায়গা খুঁজে বেড়াচ্ছে। সরকার তাদের মোকাবিলায় পুরো সক্ষম বলেই তিনি দাবি করেন। প্রধানমন্ত্রীর সফরের দিনে আলফার বন্ধ আহ্বানকে তিনি মোটেও গুরুত্ব দিতে চাননি।
এ দিকে গহপুরে পরেশবাহিনীর তিন ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ যে দাবি করেছেআলফার প্রচার বিভাগ থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ধৃতদের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। |