|
|
|
|
ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থারা ব্রিটেন
ছাড়তে পারে, হুঁশিয়ারি আনন্দ শর্মার |
শ্রাবণী বসু • লন্ডন |
ব্রিটেনের কড়া অভিবাসন ও ভিসা নীতির চাপে শেষ পর্যন্ত সে দেশ থেকে ব্যবসা গোটাতে বাধ্য হতে পারে ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। সে ক্ষেত্রে ব্রিটিশ সরকারের প্রতি কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী আনন্দ শর্মার হুঁশিয়ারি, সংস্থাগুলির লগ্নির গন্তব্য হতে পারে ইউরোপের অন্য কোনও রাজধানী শহর।
লন্ডনে ভারত-ব্রিটেন আর্থিক ও বাণিজ্য কমিটির যৌথ বৈঠকে ব্রিটেনের অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন ও বাণিজ্য সচিব ভিন্স কেব্ল-এর মুখোমুখি হয়ে আনন্দ শর্মার অভিযোগ, অভিবাসনের অনুমতি চেয়ে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, পেশাদার ও অতি দক্ষ কর্মীরা যে ব্যবহার পাচ্ছেন, তাতে সে দেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলির ব্যবসা। অথচ যোগ্যতার ভিত্তিতেই এঁদের ওই অনুমতি দেয় ব্রিটেনের সীমান্ত সংস্থা। |
|
আনন্দ শর্মা ও জর্জ অসবোর্ন। ছবি: পিটিআই। |
বস্তুত, অন্য দেশের বাসিন্দাদের ব্রিটেনে এসে পাকাপাকি আস্তানা গড়া ঠেকাতে উঠেপড়ে লেগেছে ব্রিটিশ সরকার। সেই উদ্যোগের প্রশংসা করলেও শর্মার অভিযোগ, “ভারতের পেশাদারেরা ব্রিটেনে আসেন কাজের সূত্রে। চুক্তি মাফিক নিজেদের দায়বদ্ধতা পালনের পর ফিরেও যান। কাজেই ব্রিটেনে থেকে যাওয়ার উদ্দেশ্যে পাড়ি জমানো বিদেশিদের মতো তাঁদের সঙ্গে অতটা কড়া ব্যবহার করা অযৌক্তিক।”
তবে শুধুমাত্র অভিবাসন নীতিই নয়, বৈঠকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে শর্মার অভিযোগের তির ওঠে আরও কয়েকটি বিষয়কে কেন্দ্র করে। এর মধ্যে একটি যেমন, কোনও ব্রিটিশ সংস্থাকে কেনার ক্ষেত্রে ভারতীয় সংস্থাগুলির দীর্ঘ আইনি জটিলতা পেরিয়ে আসা ও তার জেরে অকারণ দেরির মুখে পড়া। তেমনই আর একটি হল, ব্যবসায়িক বৈঠকের প্রয়োজনে সে দেশে যাওয়ার ক্ষেত্রে ভিসা পেতেও লম্বা সময় লেগে যাওয়া। |
|
|
|
|
|