আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়ার হুমকি ভোডাফোনের |
ভারতকে আন্তর্জাতিক সালিশি আদালতে টেনে নিয়ে যাওয়ার হুমকি দিল ভোডাফোন। মঙ্গলবার ব্রিটিশ বহুজাতিকটির নেদারল্যান্ডস-এর শাখা ভোডাফোন ইন্টারন্যাশনাল হোল্ডিংস বিভি এই হুমকি দিয়ে নোটিস জারি করেছে। তাদের দাবি, বাজেটে আয়কর আইনের বিশেষ সংশোধনী প্রস্তাব কার্যকর হলে, ভারতে ব্যবসার যোগ-সূত্রেই কর দিতে বাধ্য থাকবে বিভিন্ন বিদেশি সংস্থা। পাশাপাশি, সংস্থার অভিযোগ, এতে ভারত ও নেদারল্যান্ডস-এর দ্বিপাক্ষিক লগ্নি চুক্তিও ভঙ্গ হবে। চুক্তি অনুসারে ভারতের সঙ্গে ব্যবসায়িক লেনদেন রয়েছে, এমন সব বিদেশি সংস্থাকে আইনি সুরক্ষা দিতে বাধ্য কেন্দ্র। দ্রুত আলোচনার মাধ্যমে এই বিতর্ক না মিটলে শেষ পর্যন্ত আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়ার হুমকি দিয়েছে সংস্থা। উল্লেখ্য, সংশোধনী প্রস্তাব অনুসারে ভারতে ব্যবসার যোগসূত্র থাকলে, ভারতীয়, অনাবাসী বা বিদেশি, সবাই উৎসে কর কাটিয়ে তা এ দেশে জমা দিতে বাধ্য হবেন। লেনদেন বিদেশের মাটিতে হলেও করের আওতায় আসবেন তিনি। এটি কার্যকর ধরা হবে ১৯৬২ সালের ১ এপ্রিল থেকে। অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এ দিন বলেন, কেন্দ্র নোটিসের বিষয়বস্তু খতিয়ে দেখছে।
|
পেট্রোলের দাম ৯.৬০ টাকা বাড়াতে হুমকি |
কেন্দ্র তাদের ক্ষতি পুষিয়ে না-দিলে পেট্রোলের দাম লিটারে ৯.৬০ টাকা বাড়াতে বাধ্য হবে তেল সংস্থাগুলি। কারণ খুচরো বাজারে পেট্রোল বিক্রি করে তাদের দৈনিক লোকসান ৪৯ কোটি টাকা। এপ্রিলের প্রথম ১৫ দিনেই তাদের লোকসান ৭৪৫ কোটি টাকা। পেট্রোলের দাম এর আগে শেষ বেড়েছিল ১ ডিসেম্বর। ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান আর এস বুতোলা বলেন, “আমরা ডিসেম্বর থেকে দাম না-বাড়িয়ে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। যদিও আমাদের উৎপাদন খরচ বাড়ছে লাফিয়ে। কিন্তু ঋণ করে দেশের স্বার্থে পেট্রোল উৎপাদন করে তা বিক্রি করারও একটা সীমা আছে।” তাই উৎপাদন শুল্ক না-কমালে বা সরকার নগদে ক্ষতিপূরণ না-দিলে দাম বাড়ানো ছাড়া তেল সংস্থাগুলির সামনে আর কোনও পথ খোলা থাকবে না। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির তেল আমদানির খরচ এখন ব্যারেলে ১২১.২৯ ডলার। অথচ বিক্রি বাবদ তাদের হাতে আসে ব্যারেলে ১০৯.০৩ ডলার। এ ভাবে চলতে থাকলে তাদের আমদানি করার ক্ষমতাই থাকবে না বলে আশঙ্কা জানিয়েছে তেল সংস্থাগুলি। এ দিন রিজার্ভ ব্যাঙ্কও ঋণনীতিতে ডিজেল, কেরোসিন ও রান্নার গ্যাসের দাম বাড়ানোর পক্ষে সওয়াল করে। রাজকোষ ঘাটতি নিয়ন্ত্রণে রাখতেই এটা জরুরি বলে মনে করছে আরবিআই। উল্লেখ্য, এই তিনটি জ্বালানি বিক্রি খাতে তেল সংস্থাগুলির লোকসান দৈনিক ৫৭৩ কোটি টাকা।
|
বিশ্বব্যাঙ্ক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম |
বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট হলেন কোরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক জিম ইয়ং কিম। ফলে প্রথা মেনে এ বারও ওই পদে মার্কিনদের আধিপত্যই বজায় রইল। যাতে কিছুটা হতাশ উন্নয়নশীল দেশগুলি। পেশায় ডাক্তার ও নৃতত্ত্ববিদ ৫২ বছরের কিম ডার্টমাউথ কলেজের প্রেসিডেন্ট। সংশ্লিষ্ট সূত্রে খবর, এই পদের জন্য তাঁকে সমর্থন করেছে পশ্চিম ইউরোপ, জাপান, চিন, কানাডা, ভারত-সহ নানা দেশ। |