টুকরো খবর
কাটোয়া-বিদ্যুতে জমি হস্তান্তর আজ মন্ত্রিসভায়
বর্ধমানের কাটোয়ায় রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসি-র প্রস্তাবিত তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য জমি হস্তান্তরের বিষয়টি আজ, বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পেশ করতে চলেছে বিদ্যুৎ দফতর। রাজ্যের বিদ্যুৎকর্তারা মনে করছেন, এনটিপিসি-কর্তৃপক্ষ ওই অধিগৃহীত জমি হাতে পেলে প্রকল্পের কাজ শুরু করতে তাঁদের অনেকটাই সুবিধা হবে। কাটোয়ায় প্রথমে ওই তাপবিদ্যুৎ প্রকল্পটি গড়ার কথা ছিল রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের। সেই জন্য বাম আমলে নিগমের হয়ে কমবেশি ৫০০ একর জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু নানা কারণে নিগম-কর্তৃপক্ষ প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসেন। তার পরে কাটোয়ায় ‘সুপার ক্রিটিক্যাল’ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার জন্য রাজ্যের সঙ্গে চুক্তি করে এনটিপিসি। সেই সূত্রেই রাজ্যের তরফে অধিগৃহীত জমি এনটিপিসি-কে দেওয়ার কথা। কাটোয়ায় ১০০০ মেগাওয়াটের কিছু বেশি উৎপাদন ক্ষমতার তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য এনটিপিসি-র প্রায় ১০৩০ একর জমি দরকার। রাজ্য জানিয়েছে, অধিগৃহীত জমির বাইরে আরও জমি লাগলে সরাসরি কিনতে হবে মালিকদের কাছ থেকে। নতুন করে জমি অধিগ্রহণ হবে না। মালিকদের কাছ থেকে জমি কেনার প্রক্রিয়া শুরু করেছে এনটিপিসি।

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে চাকার নীচে পড়ে মৃত্যু হয়েছে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের। নাম যাদবচন্দ্র ঘোষ (৬৮)। বাড়ি বীরভূমের বোলপুরে ত্রিশলাপট্টিতে। রেলপুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে বর্ধমান স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে আপ আজিমগঞ্জ প্যাসেঞ্জারে চাপতে গিয়েছিলেন তিনি। ট্রেন ছেড়ে দিয়েছিল। বৃদ্ধ চাকার নীচে পড়ে যান। মঙ্গলবার তাঁর আত্মীয় মিহির ঘোষ জানান, চোখের চিকিৎসার করাতে যাদববাবু বর্ধমানে এসেছিলেন। বাঁ-চোখে পট্টি বাঁধা থাকায় ঠিক মতো দেখতে পাচ্ছিলেন না।

বিমা নিগম অফিস
আসানসোল, কুলটি ও দুর্গাপুরের পরে বর্ধমানে খোলা হল শ্রম মন্ত্রকের রাজ্য কর্মচারী বিমা নিগমের নতুন অফিস। বর্ধমান শহরে জি টি রোডে একবাড়ির একটি তলা ভাড়া নিয়ে কাজ শুরু হয়েছে। সংস্থার অতিরিক্ত কমিশনার তথা রিজিওনাল ডিরেক্টর জি সি জেনা সেটি উদ্বোধন করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.