আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দু’পক্ষই একলা চলার হুমকি দিচ্ছে বারবার। যেন তারই একপ্রস্ত মহড়া হতে চলেছে মেমারি ১ ব্লকের শশীনাড়া সমবায় সমিতির ভোটে। ‘নির্বাচনের পরিবেশ নেই’ অভিযোগ তুলে ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছে সিপিএম। পরস্পরের মুখোমুখি হচ্ছে কংগ্রেস ও তৃণমূল।
মেমারির ওই সমবায় সমিতিতে ভোট আগামী রবিবার। ৪৮টি আসনের মধ্যে কংগ্রেস ৪৬টি ও তৃণমূল ৪২টি আসনে প্রার্থী দিয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪টি আসনে কংগ্রেস এবং ২টি আসনে তৃণমূল জিতে গিয়েছে। আপাতত দু’পক্ষেরই প্রচার তুঙ্গে। দু’দলেরই দাবি, তারাই ভোটে জিতবে।
কংগ্রেসের স্থানীয় নেতা তথা এআইসিসি সদস্য সেলিম মোল্লার কথায়, “এই এলাকায় স্কুল পরিচালন সমিতির নির্বাচনে আগে আমরা নিরঙ্কুশ জয়লাভ করেছি। তারও আগে স্থানীয় পঞ্চায়েতে সিপিএম এবং তৃণমূলের প্রার্থীকে হারিয়ে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন আমাদেরই প্রার্থীরা। সমাজের সর্বস্তরের মানুষকে সমবায় ভোটে আমরা প্রার্থী করেছি। আমরাই জিতে বোর্ড গড়ব। যদি না ভোটের দিনে তৃণমূলের সন্ত্রাসের মুখোমুখি হতে হয়।” স্থানীয় কংগ্রেস কর্মী টুবু পানের দাবি, “তৃণমূলের লোকেরা আমাদের প্রার্থীদের সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছে। তবে আশা করছি, মানুষের সাহায্যে আমরা এই সন্ত্রাসের জবাব দিতে পারব।” |