প্রকাশ্যে দিনের আলোয় দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করে পালাল দুষ্কৃতীরা। রানিগঞ্জের নেতাজি সুভাষ বসু রাস্তার তারবাঙলা মোড়ের কাছে মঙ্গলবার দুপুর ২টোয় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ীর নাম শুভজিৎ ঘোষ। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শুভজিৎবাবুর স্ত্রী মানসীদেবী। দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। শুভজিৎবাবুর পরিবারের আশঙ্কা, সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরেই হয়তো এমন ঘটনা ঘটেছে। এডিসিপি ভাস্কর মুখোপাধ্যায় বলেন, “সম্পত্তির বিবাদ সহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। শুভজিৎবাবু এখন কথা বলার মতো অবস্থায় নেই। তাঁর সঙ্গে কথা বলার পরেই বিষয়টি পরিষ্কার হবে।” শুভজিৎবাবুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন দুপুরে বাড়ির নিচে দোকানে বসেছিলেন শুভজিৎবাবু। দুপুর ২টো নাগাদ গুলিবিদ্ধ অবস্থায় তিনি দোতলায় তাঁর বাড়িতে এসে পৌঁছন। তাঁর মুখে গুলি লেগেছে। পুরপ্রধান অনুপ মিত্র বলেন, “প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় পুলিশের প্রতি মানুষের আস্থা কমছে। নাগরিকরা আতঙ্কিত। পুলিশের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।”
|
মোটরবাইকের সঙ্গে সংঘর্ষের জেরে আগুন লেগে গেল ছোট লরিতে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ ২ নম্বর জাতীয় সড়কে রাজবাঁধের কাছে একটি মোটরবাইকে ধাক্কা মারে একটি ছোট লরি। মোটরবাইকের ট্যাঙ্ক থেকে পেট্রোল রাস্তায় পড়ে। দু’টি গাড়ির সংঘর্ষে আগুনের ফুলকি থেকে ছোট লরিটিতে আগুন লেগে যায়। এর ফলে যানজট হয়। পৌঁছয় পুলিশ। পরে পানাগড় থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। গুরুতর জখম অবস্থায় মোটরবাইকের আরোহী গোপালপুরের বাসিন্দা অমিত পাত্রকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি করা হয়।
|
ইসিএলের আর্থিক অনুদানে চলা প্রাথমিক বিদ্যালয়গুলিকে সর্বশিক্ষা মিশনের আওতায় এনে মিড-ডে মিল চালু ও স্কুলের পোশাক দেওয়ার দাবিতে মহকুমাশাসককে দাবিপত্র দিয়েছে কোলফিল্ড ইসিএল স্কুল টিচার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেন, ইসিএলের আর্থিক অনুদানে প্রায় ১৬২টি প্রাথমিক বিদ্যালয় আছে। কিন্তু সেগুলি সর্বশিক্ষা মিশনের আওতায় না আসায় পড়ুয়ারা মিড-ডে মিল পায় না। তাদের স্কুলের পোশাকও দেওয়া হয় না। মহকুমাশাসক সন্দীপ দত্ত জানান, তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।
|
আইএনটিটিইউসি অনুমোদিত একটি পুলকার অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে আসানসোলে। সম্প্রতি প্রায় ২০০ জন পুলকার চালক এই অ্যাসোসিয়েশন গড়ে তুলেছেন। রাজ্যের আইনমন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটককে সভাপতি করে ২১ জনের একটি কার্যকরী কমিটি গড়া হয়েছে। নতুন এই অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি গুরুদাস চট্টোপাধ্যায়ের দাবি, সম্প্রতি আসানসোলে পুলিশ পুলকার অভিযান শুরু করায় পুলকার চালক, ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা বিপাকে পড়েছেন। এই অবস্থায় জোটবদ্ধ ভাবে দ্রুত সমাধানের উদ্দেশ্যে এই অ্যাসোসিয়েশন গড়া হয়েছে। ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও পুলকার চালকদের স্বার্থরক্ষা করেই সমাধানের দাবি তুলেছেন অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত পুলকার চালকেরা।
|
বুদবুদ
একাঙ্ক নাটক প্রতিযোগিতা। ক্লাব প্রাঙ্গন। সন্ধ্যা ৭টা। উদ্যোগ: আমরা ক’জন স্পোর্টিং ক্লাব।
বর্ধমান
শ্রী রামকৃষ্ণদেবের ১৭৭ তম জন্ম তিথি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান। রাধানগর শ্রীরামকৃষ্ণ স্বাত্মানন্দ মঠ। |