বাস্কেটবল দলে বর্ধমানের ৯
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জাতীয় অনূর্ধ্ব ১৩ বাস্কেটবলে ছেলে ও মেয়েদের রাজ্য দলে বর্ধমানের ন’জন স্থান পেয়েছেন। ছেলেদের দলে অলোককুমার সাউ, সুমন দাস, বিট্টু সিংহ, মুকেশকুমার মণ্ডল এবং মেয়েদের দলে নীহারিকা কুমারী, জ্যোতি রাউত, অঞ্জলি পান্ডে, দেবস্মিতা রায় ও পারমিতা ঘোষ স্থান পেয়েছেন। গোয়ায় মে মাসের প্রথম সপ্তাহে প্রতিযোগিতা হবে। এ দিকে কলকাতার বড়বাজার যুবক সঙ্ঘের মাঠে রাজ্য জুনিয়র বাস্কেটবল শুরু হবে ২৮ এপ্রিল থেকে। চলবে ২ মে পর্যন্ত। তার জন্য বর্ধমান জেলা বাস্কেটবল সংস্থা ১২ জন করে ছেলে ও মেয়েকে বাছাই করেছে। সংস্থার সম্পাদক বনবিহারী যশ বলেছেন, “ওই ২৪ জনকে অরবিন্দ স্টেডিয়ামে ২৭ এপ্রিল পর্যন্ত আবাসিক শিবিরে রেখে প্রশিক্ষণ দেওয়া হবে।”
|
আন্তঃসেল ব্যাডমিন্টন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
দুই দিনের আন্তঃসেল ব্যাডমিন্টন প্রতিযোগিতা কুলটিতে শেষ হল সোমবার। সেল গ্রোথ ডিভিশনের ব্যাডমিন্টন ম্যানেজার কল্যাণ মুখোপাধ্যায় জানান, রবিবার বিকেল থেকে কুলটির ইন্ডোর স্টেডিয়ামে খেলা শুরু হয়। ফাইনালে বার্নপুরের ইস্কো স্টিল প্ল্যান্ট ৪-৩ সেটে হারায় আসানসোল পুলিশ কমিশনারেটকে। পুরস্কার তুলে দেন সেল গ্রোথ ডিভিশনের ডিজিএম কৃষ্ণকান্ত তিওয়ারি ও আসানসোলের পুলিশ কমিশনার অজয় নন্দ। সেইল কর্তৃপক্ষ জানিয়েছেন, কুলটিতে খেলাধুলোর প্রসারে আরও উদ্যোগ করা হবে।
|
সিনিয়র ভলিবল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তঃ মহকুমা সিনিয়র ভলিবলে খেতাব জিতেছে বর্ধমান সদর। ফাইনালে আসানসোলকে ৩-১ সেটে পরাজিত করে তারা। সেমিফাইনালে আসানসোল ৩-১ সেটে দুর্গাপুরকে হারিয়েছিল। অন্য দিকে, কাটোয়া অনুপস্থিত থাকায় বর্ধমান ওয়াকওভার পেয়ে ফাইনালে ওঠে। |