|
|
|
|
পৃথক জেলার দাবি |
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
সর্বভারতীয় সন্মেলনে তরাই-ডুয়ার্স নিয়ে আলাদা উন্নয়ন পর্ষদ গঠন এবং আলিপুরদুয়ারকে জেলা ঘোষণার দাবি তুলবে আরএসপি। আগামী ২০-২৩ এপ্রিল আলিপুরদুয়ারে আরএসপি’র সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে তরাই ডুয়ার্স এলাকার চা বাগান সহ বিভিন্ন জনজাতির নানাবিধ সমস্যার কথাও উঠবে। এ ছাড়া জিটিএতে তরাই-ডুয়ার্সের এলাকা অন্তর্ভুক্তির ব্যাপারে ধারাবাহিক আন্দোলনে নামার রূপরেখাও তৈরি হবে এই সন্মেলনে। দলীয় সূত্রে জানা গিয়েছে, ২০ এপ্রিল আলিপুরদুয়ার প্যারেড গ্রাউণ্ডে প্রকাশ্য জনসভা রাত থেকে প্রতিনিধি সম্মেলন শুরু হবে। চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। দলের জলপাইগুড়ি জেলার সম্পাদক সুনীল বণিক বলেন, “আলিপুরদুয়ারকে জেলা করার দাবি তো রয়েছেই, সর্বভারতীয় সম্মেলনের মঞ্চ থেকে জিটিএতে তরাই-ডুয়ার্সের এলাকা অন্তর্ভুক্তির বিরোধিতা করে আলাদা উন্নয়ন পর্ষদ গঠনের দাবি তোলা হবে।” সম্মেলনে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক টি জে চন্দ্রচূড়ন, রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী-সহ দেশের ১৯ টি রাজ্যের ৬৫০ জন প্রতিনিধি। এর মধ্যে প্রায় ১৫০ জন মহিলা প্রতিনিধি উপস্থিত থাকার কথা। দলের জলপাইগুড়ি জেলার সম্পাদক সুনীল বণিক বলেন, “৬৫০ জন প্রতিনিধিকে রাখার জন্য শহরের সমস্ত হোটেল, সরকারি ও বেসরকারি লজ, সরকারি অথিতিশালা বুক করা হয়েছে। সম্মেলনকে সামনে রেখে জেলা জুড়ে প্রচার শুরু করা হয়েছে। ২০ তারিখের প্রকাশ্য জনসভায় যাতে ব্যপক জনসমাগম ঘটানো যায় তার জন্য জেলার প্রত্যন্ত গ্রাম, চা বাগান, বনবস্তি এবং শহর এলাকায় পোস্টার, ফেস্টুন, ব্যানার লাগিয়ে প্রচার চালানো হচ্ছে। কয়েকটি ট্যাবলো জেলা জুড়ে প্রচারে নেমেছে।” ১৯৮৫ সালে আলিপুরদুয়ারে সর্বভারতীয় অধিবেশন হয়েছিল। ২৭ বছর পর আবার এই শহরে সর্বভারতীয় স্তরের সন্মেলনের আয়োজিত হওয়ায় কর্মী সমর্থকদের মধ্যে উসাহ দেখা দিয়েছ বলে আরএসপি’র দাবি। আলিপুরদুয়ার এই সর্বভারতীয় সম্মেলনের আয়োজন করে দলীয় কর্মী সমর্থকদের মনোবল বাড়িয়ে তরাই-ডুয়ার্স তথা জেলায় হারানো জমি ফিরে পাওয়ার চেষ্টা করা হবে। |
|
|
|
|
|