টুকরো খবর
সিটি সেন্টারের বর্ষপূর্তি পালিত
শিলিগুড়ি সিটি সেন্টারের বর্ষপূর্তি পানল করলেন কর্তৃপক্ষ। রবিবার কেক কেটে তার সূচনা করেন দার্জিলিং রেঞ্জের ডিআইজি আনন্দ কুমার। উপস্থিত ছিলেন মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তব। নববর্ষে সাজিয়ে তোলা হয় সিটি সেন্টারকে। রকমারি খাবার, শিশুদের বিনোদনের বিভিন্ন আয়োজনকে ঘিরে মেতে ওঠে উৎসব। গান-বাজনা, বিভিন্ন প্রতিযোগিতা হয়। সিটি সেন্টারের বিপণিগুলিতে ৬-১৫ এপ্রিল পর্যন্ত নববর্ষ উপলক্ষ্যে বিভিন্ন ছাড় এবং উপহারের ব্যবস্থা ছিল। সিটি সেন্টার শপিং মলের জেনারেল ম্যানেজার প্রদীপ কুমার সিংহ বলেন, “সিটি সেন্টারের বর্ষপূর্তি হল। শহরবাসীর কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে আমরা উদ্যোগী হব।” কর্তৃপক্ষের দাবি, শিলিগুড়ি এবং লাগোয়া এলাকার বাসিন্দাদের কাছে সিটি সেন্টার জনপ্রিয় হয়ে উঠেছে। পরিবারের সদস্যদের নিয়ে এখানে কেনাকাটা করতে ঘুরতে আসেন উৎসাহীরা। বর্ষপূর্তি উপলক্ষ্যে আন্তঃ কলেজ প্রতিযোগিতা, আন্তঃ স্কুল আঁকা প্রতিযোগিতা, সিনেমা-সহ বিভিন্ন আয়োজনে ওই দিন সিটি সেন্টারে মেতে ওঠেন উৎসাহীরা।

বন্ধ রুখতে হুমকি পরিষদের
জন বার্লার গোষ্ঠী-সহ জয়েন্ট আকশন কোঅর্ডিনেশন কমিটির ডাকা আগামী ১৮-১৯ এপ্রিলের ডুয়ার্স ও তরাই ধর্মঘটের বিরোধিতা করে রাস্তায় নামার হুমকি দিয়েছে আদিবাসী বিকাশ পরিষদ। সোমবার জলপাইগুড়ির জেলাশাসকের দফতরে পরিষদের তরফে একটি স্মারকলিপি দেওয়া হয়। ডুয়ার্সের বিভিন্ন চা বাগানের শ্রমিকদের দাবিদাওয়া সম্পর্কিত স্মারকলিপি জমা দিয়ে পরিষদ নেতারা জানিয়ে দেন জিটিএতে অর্ন্তভুক্তির দাবিতে আগামী ১৮-১৯ এপ্রিল যে ধর্মঘট ডাকা হয়েছে, তার প্রতিবাদে রাস্তায় নামা হবে। সংগঠনের ডুয়ার্স তরাইয়ের আঞ্চলিক কমিটির সম্পাদক রাজেশ লাকড়া বলেন, “জোর করে কেউ বনধ করতে এলে রাস্তায় নেমে তার বিরোধিতা করা হবে। আমরা প্রশাসনকে আগেই জানিয়েছি যে কোনও ধরনের অশান্তি প্রশয় দেওয়া যাবে না। বনধের বিরোধিতায় পরিষদের কর্মীরা সক্রিয় থাকবেন।”

তৃণমূলের স্মারকলিপি
নিমাইজোতে সরকারি খাস জমির দখলদারদের উচ্ছেদের দাবি জানিয়ে সোমবার মাটিগাড়ার ভূমিরাজস্ব আধিকারিককে স্মারকলিপি দিল তৃণমূল। দলের আঠারোখাই অঞ্চল কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দিয়ে শান্তিপুর-পাইপ ফ্যাক্টরি রোডে এবং শরৎনগর-মাদার টেরেসা রোডে জমি দখলের অভিযোগও জানান তাঁরা। দলের অঞ্চল কমিটির সভাপতির অভিযোগ, “নিমাই জোতে খাস জমিতে বাড়ি তৈরি করায় ভূমিরাজস্ব দফতরের পক্ষ থেকে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাহলে অন্য দখলদারদের ক্ষেত্রে কেন ব্যবস্থা নেওয়া হবে না? শান্তিপুর-পাইপ ফ্যাক্টরি রোডে এবং শরৎনগর-মাদার টেরেসা রোডে যাঁরা রাস্তা দখল করে রেখেছে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ব্লক ভূমি রাজস্ব দফতরের পক্ষ থেকে ১৫ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।”

বিদ্যুদয়নের দাবি
জলপাইগুড়ি জেলার সব গ্রামকে রাজীব গাঁধী বিদ্যুৎ প্রকল্পের আওতায় আনার দাবি সহ ছয় দফা দাবিতে রাজ্য বিদ্যুৎ পর্ষদের জলপাইগুড়ির প্রকল্প আধিকারিককে স্মারকলিপি দিয়েছে জেলা কংগ্রেস। বুধবার কংগ্রেসের তরফে দেওয়া স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ প্রকল্পে যে খুঁটিগুলি সরবরাহ করা হচ্ছে তা নিম্নমানের। জেলার সব গ্রামে দ্রুত বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার দাবিও জানানো হয়েছে। কংগ্রেসের ওবিসি সেলের সম্পাদক দুলাল দেবনাথ বলেন, “জেলায় কেন্দ্রীয় বিদ্যুৎ প্রকল্প রূপায়ণে গড়িমসি চলছে। প্রকল্পের কাজের মানও সন্তোষজনক নয়। দ্রুত জেলার সর্বত্র প্রকল্প কার্যকর না হলে বৃহত্তর আন্দোলন হবে।”

ক্রিকেটে জয়ী এফসি
একটি বহুজাতিক সংস্থার উদ্যোগে শিলিগুড়িতে আয়োজিত ‘স্ট্রিট ক্রিকেট’ প্রতিযোগিতায় সেরা হল এফসি ক্লাব। সম্প্রতি সূর্যনগর মিউনিসিপ্যাল মাঠে প্রতিযোগিতা হয়। আইপিএল এর সময় ক্রিকেট ঘিরে উন্মাদনা তৈরি করতে এবং যুব সমাজকে আরও বেশি করে ক্রিকেটে আগ্রহী করতে এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। সেরা দলকে ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। রানার্স ‘সিটি বয়েজ’ পায় ২০ হাজার টাকা। দেশের বিভিন্ন জায়গায় চারটি জোনে ভাগ করে ১১২টি শহরে খেলা হচ্ছে। বিভিন্ন জোনে জয়ী দলগুলিকে নিয়ে সুপার লিগের খেলা হবে।

গ্রেফতার ছয়
গণ্ডগোল ঘিরে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এই আশঙ্কায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার জ্যোতিনগরে। ধৃতদের মধ্যে ৩ জন যুবক এবং ৩ জন তরুণী রয়েছে। তাঁরা স্বামী-স্ত্রী। এ ছাড়াও ১ জন মহিলাকে ধরা হয়। মহিলার বাড়ি ভাড়া নিয়ে ৬ জন থাকতেন। সম্প্রতি স্থানীয়দের সঙ্গে তাদের বচসা হয়। এর পর বেআইনি ভাবে তারা আছে বলে অভিযোগ পায় পুলিশ।

গ্রেফতার যুবক
এক তরুণীকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার সেবক মোড়ে। পুলিশ জানায়, ধৃতের বাড়ি প্রধাননগরে। এদিন দুপুরে এক তরুণী সেবক মোড় দিয়ে যাচ্ছিল। সে সময় অভিযুক্ত তাঁকে উত্যক্ত করে বলে অভিযোগ। তরুণী পুলিশে অভিযোগ জানালে অভিযুক্তকে ধরা হয়।

প্রতিবাদে বিসিডিএ
বহুজাতিক সংস্থার খুচরো ব্যবসায় বিনিয়োগের প্রতিবাদে কাল, বুধবার শিলিগুড়িতেও সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সমস্ত ওষুধের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিসিডিএ। সংগঠনের শিলিগুড়ি জোনাল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন সংগঠনের পক্ষ থেকে অতিরিক্ত জেলাশাসককে স্মারকলিপিও দেওয়া হবে। সংগঠনের সম্পাদক ধ্রুব সাহা জানান, আন্দোলনের সময়ে শহরের বিভিন্ন এলাকায় জরুরি পরিষেবার জন্য দোকান খোলা রাখা হবে।

খাদে জিপ, মৃত ৫ কালিম্পঙে
দার্জিলিং থেকে গ্যাংটকের পথে খাদে জিপ পড়ে যাওয়ায় ৩ মহিলা-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সোমবার বিকেলে কালিম্পঙের লেপচাঝোরা এলাকায় ওই দুর্ঘটনায় মারা যান দার্জিলিঙের উদয় প্রধান (৫০) ও তাঁর স্ত্রী সুমিতা প্রধান (৪৫), সিকিমের বাসিন্দা মণিকা রাই (৩২) ও মঞ্জু শেরপা (৩৭) এবং কালিম্পঙের মেল্লির বাসিন্দা প্রভাত তামাং (৩৫)। জখম যাত্রীদের কালিম্পং হাসপাতালে ভর্তি।

প্রতিবাদে সভা
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে শারীরিক নির্যাতন এবং অন্যায় ভাবে পুলিশে হেফাজতে রাখার অভিযোগ তুলে প্রতিবাদ জানাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গবেষক, শিক্ষক, শিক্ষাকর্মীদের একাংশ। সোমবার বিশ্ববিদ্যালয় ছুটির পর প্রশাসনিক ভবনের সামনে তাঁরা প্রতিবাদ সভা করেন।

পথ অবরোধ
ছবি: রাজু সাহা।
রাস্তা জুড়ে বড় বড় গর্ত। নিত্যদিন ঘটছে পথ দুর্ঘটনা। বহু বার দাবি জানিয়েও আলিপুরদুয়ার থেকে শামুকতলা পর্যন্ত ২০ কিমি পাকা রাস্তা মেরামত হচ্ছে না। ওই ঘটনায় ক্ষুব্ধ তৃণমুল কংগ্রেস প্রভাবিত আলিপুরদুয়ার অটোমালিক-ড্রাইভার ইউনিয়ন রাস্তা মেরামতের দাবিতে সোমবার পথ অবরোধে সামিল হয়। সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ৩টে অবরোধ চলে। দু’পাশে কয়েক’শো গাড়ি আটকে পড়ে। নিত্যযাত্রীরা হয়রানির শিকার হন। পূর্ত দপ্তরের সহকারী বাস্তুকার তাপস সিংহ চলতি মাসের মধ্যে রাস্তা সংস্কারের লিখিত আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

লাইনচ্যুত টয় ট্রেন
ছবি: রবিন রাই।
সোমবার সকাল ১১টা নাগাদ দার্জিলিং স্টেশনের কাছে কাকঝোরায় লাইনচ্যুত হয় টয় ট্রেন। রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে দু’ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ দিন সকালে পর্যটকদের নিয়ে গাড়িটি ঘুমের উদ্দেশে রওনা হয়। কিছুদূর যাওয়ার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনে প্রচুর পর্যটক ছিলেন। তবে কেউ জখন হননি।

অভিযোগ
ফেসবুকে এক তরুণীর ওয়ালে অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগ উঠেছে। সোমবার ভক্তিনগর থানায় শিলিগুড়ির সুভাষপল্লির ওই তরুণী অভিযোগ দায়ের করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.