মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সিপিএম নেতা গৌতম দেব ‘কুরুচিকর’ মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব। সে জন্য গৌতমবাবুর ‘প্রকাশ্যে ক্ষমা চাওয়া’ উচিত বলে তাঁরা দাবিও জানিয়েছেন।
অশোকনগরে এক সভায় রবিবার সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক গৌতমবাবু মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন। মুখ্যমন্ত্রীকে ‘মানসিক ভাবে অসুস্থ’ বলে তিনি কটাক্ষ করেন। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক কিছু আচার-আচরণ দেখে মানুষ ‘কার্টুন’ বলে মনে করছে বলে তির্যক মন্তব্য করেন গৌতমবাবু। এরই প্রেক্ষিতে সোমবার মধ্যমগ্রামে দলের জেলা কার্যালয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল নেতৃত্ব। বৈঠকের পরে জেলা তৃণমূল পর্যবেক্ষক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “গৌতমবাবু মুখ্যমন্ত্রী সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা কুরুচিকর। আমরা ওঁর থেকে এমনটা আশা করি না। ব্যক্তিগত এই কুৎসা দুর্ভাগ্যজনক। গৌতমবাবুর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।” তৃণমূল নেতৃত্বের দাবি, সামনে পঞ্চায়েত ভোট। গৌতমবাবু ‘উল্টো-পাল্টা’ কথা বলে এই জেলায় সিপিএমের ‘হারানো জমি’ ফিরে পেতে চাইছেন।
তৃণমূল নেতৃত্বের বক্তব্য শুনে গৌতমবাবু অবশ্য বলেন, “যা বলেছি, তাতে কোনও ভুল নেই।” পাশাপাশি তৃণমূলের ‘অভিজ্ঞ’ নেতাদের প্রতি তাঁর ‘পরামর্শ’-“ওঁদের উচিত, নিজেদের মধ্যে আলোচনা করে মুখ্যমন্ত্রী কী বলবেন, আর কী বলবেন না, তা তাঁকে বোঝানো। আমাদের গালমন্দ না করে, ওঁরা এই দায়িত্বই পালন করুন।” |