আয়লায় ক্ষতিগ্রস্ত সুন্দরবনের নদীবাঁধ পুনর্নির্মাণের জন্য ৪০ শতাংশ জমি রাজ্য সরকার ইতিমধ্যেই অধিগ্রহণ করে ফেলেছে বলে দাবি করলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী শ্যামল মণ্ডল।
সোমবার গোসাবার কাছারি ময়দানে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার একটি অনুষ্ঠানে এসে ওই দাবি করেন মন্ত্রী। পাশাপাশি, ফের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতির জন্য গ্রামবাসীদের কাছে জমির আবেদন করেন। তিনি বলেন, “উন্নয়নের স্বার্থেই সুন্দরবনে নদীবাঁধ নির্মাণের জন্য জমি দিতে হবে। না হলে বাঁধ মেরামতি সম্ভব হবে না। প্রাথমিক পর্যায়ে কাজ শুরুর জন্য কেন্দ্র সরকার ইতিমধ্যেই ২০০ কোটি টাকা দিয়েছে। আরও সাড়ে ৩০০ কোটি টাকা অনুমোদন করেছে।”
বাঁধ নির্মাণের প্রসঙ্গেই মন্ত্রী এ দিন দাবি করেন, “গোসাবার আমলামেথি, বালি, বিজয়নগর, সোনারগাঁ-সহ কয়েকটি এলাকায় জমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে। ইতিমধ্যে সরকার ৪০ শতাংশ জমি অধিগ্রহণ করে ফেলেছে।” টাকা হাতে পাওয়ার আগেই বাসন্তীর চুনাখালিতে নদীবাঁধের জন্য জমি দিয়েছেন গ্রামবাসীরা। বাঁধের কাজের সূচনা হয়েছে কয়েক দিন আগে। এ দিন সেই উদাহরণ তুলে মন্ত্রী বলেন, “চুনাখালির মানুষের মতো এগিয়ে আসতে হবে সুন্দরবনের মানুষকে।”
অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন সেচমন্ত্রী তথা বাসন্তীর বিধায়ক সুভাষ নস্কর অবশ্য দাবি করেন, বাঁধের জন্য সুন্দরবনের জমি অধিগ্রহণ এখনও বিশ বাঁও জলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চৌধুরীমোহন জাটুয়াও। |