আই লিগের প্রথম ডিভিশনে উঠল ওএনজিসি। সোমবার পিছিয়ে পড়েও ১-১ ড্র করে ডেম্পো, চার্চিল, মোহনবাগান, ইস্টবেঙ্গলের সঙ্গে পরের বার খেলার যোগ্যতা অর্জন করল মুম্বইয়ের অফিস দলটি। দ্বিতীয় দল হিসাবে কারা যাবে তা ঠিক হবে আজ মহমেডান এবং ভাইচুং ভুটিয়ার সিকিম ইউনাইটেডের ম্যাচে। প্রথম ডিভিশনে ফিরতে হলে অলোক মুখোপাধ্যায়ের দলকে জিততেই হবে। অন্য দিকে ড্র করলেই লক্ষ্যে পৌছে যাবে সিকিম।
গ্যাংটকে এ দিন ওএনজিসি ড্র করল কিছুটা ভাগ্যের জোরেই। সোমাইলা সাফিয়ানুর গোলে এগিয়ে যায় আইজল। কিন্তু বিতর্কিত পেনাল্টি গোলে মুম্বইয়ের দল সমতায় ফেরে। গোল করেন আল হাসান আবু বক্কর। ১২ ম্যাচে ২২ পয়েন্ট পেয়ে ওএনজিসি প্রথম ডিভিশনে উঠল। সামনের মরসুমে এয়ার ইন্ডিয়া, মুম্বই এফসির সঙ্গে মুম্বইয়ের তৃতীয় দল হিসাবে খেলবে তারা। ফেডারেশনের এক অংশ অবশ্য চাইছে ওএনজিসি দিল্লির টিম হিসাবে খেলুক। তাতে দিল্লি থেকে আই লিগে একটি দল যাওয়ার পাশাপাশি রাজধানীতে ফুটবলের প্রচারও হবে।
মহমেডান-সিকিম ম্যাচ নিয়ে তীব্র উত্তেজনা গ্যাংটকে। ভাইচুংয়ের দল নয়, মহমেডান কোচ অলোকের ভয় রেফারিং। এ দিন ফোনে বললেন, “রেফারি অন্যায় ভাবে হারিয়ে না দিলে জিতবই। সিকিম স্থানীয় দল বলে রেফারির সাহায্য পাচ্ছে। আইজলের বিরুদ্ধে তিনটে পেনাল্টি পেয়েছিল। আজও ওএনজিসিকে ড্র করাল রেফারি।” মহমেডান কোচ মূলত নির্ভর করছেন তিন বিদেশি অ্যালফ্রেড, হাসান এবং স্ট্যানলির উপর। কয়েকদিন আগেই শিলিগুড়িতে সিকিমকে দু’গোলে হারায় মহমেডান। আইএফএ শিল্ডেও দু’দলের সাক্ষাতে জেতে মহমেডান। এ দিন অন্য ম্যাচে কালীঘাট মিলন সংঘ ৩-২ হারায় ভাস্কোকে।
এ দিকে, মঙ্গলবার কল্যাণীতে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ আই লিগ। মোহনবাগান, ইস্টবেঙ্গল, প্রয়াগ ও শিলং লাজং খেলবে এখানে। দুটি দল যাবে মূল পর্বে। বাকি দুটি গ্রুপের খেলা হচ্ছে মুম্বই ও পুণেতে। |