নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অবশেষে নরম হলেন ট্রেভর মর্গ্যান, নরম হলেন ক্লাব-কর্তারাও। এর ফলে ইস্টবেঙ্গলে শুরু হতে চলেছে নতুন নিয়ম, যা আগে কখনও দেখেনি ময়দান। অনুশীলনের আগে আধ ঘণ্টা বরাদ্দ থাকল সাংবাদিকদের সঙ্গে কোচ ও অধিনায়কের কথপোকথনের জন্য। অনুশীলনের প্রথম পনেরো মিনিট সাংবাদিকরা দেখতে পাবেন, বাকিটা নয়। এই মর্মে প্রেস বিজ্ঞপ্তি জারি হল ক্লাবের তরফে। সোমবার ড্রেসিংরুমে মর্গ্যানের সঙ্গে ইস্টবেঙ্গল ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্যের দীর্ঘ আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ দিকে, টোলগে কিন্তু ইস্টবেঙ্গল কর্তাদের ঝুলিয়েই রাখছেন। মোহনবাগানে পা বাড়ালেন সালগাওকর বাতিল মেহরাজউদ্দিন।
|
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সন্তোষ ট্রফির ট্রায়ালের জন্য ডাকা হল ৬৯ জন ফুটলারকে। কোচ সাব্বির আলি এবং গোলকিপার কোচ দেবাশিস মুখোপাধ্যায় শিবির শুরু করছেন ২১ এপ্রিল। বারাসত স্টেডিয়ামের হাল খারাপ থাকায় শিবির চলবে সল্টলেকে সাইয়ের মাঠে।
|
এফএ কাপ ফাইনালে লিভারপুল-চেলসি |
এফএ কাপ ফাইনালে ৫ মে লিভারপুলের মুখোমুখি হবে চেলসি। রবিবার টটেনহ্যাম হটস্পারকে তারা ৫-১ হারাল। গোল করেন দ্রোগবা, মাতা, রামিরেস, ল্যাম্পার্ড এবং মালুদা। টটেনহ্যামের গোল গ্যারেথ বেলের। লিভারপুল এভার্টনকে ২-১ হারিয়ে ফাইনালে চলে গিয়েছে। লিভারপুলের হয়ে গোল করেছিলেন সুয়ারেজ ও ক্যারল।
|
তালতলা দীপ্তি সংঘের ফুটবল ট্রায়াল বুধবার গ্রিয়ার মাঠে সকাল সাড়ে সাতটায়। |