টস জিতে বীরেন্দ্র সহবাগ যখন আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন, তখন তিনিও সম্ভবত ভাবেননি তাঁর বোলাররা এই কাণ্ড ঘটাবেন।
সচিন তেন্ডুলকর এখনও ফিট নন। তাঁকে বাদ দিয়েই আজ নেমেছিল মুম্বই। রিচার্ড লেভি, রোহিত শর্মা, রায়াডু, দীনেশ কার্তিক, কায়রন পোলার্ডরা ছিলেন। কিন্তু কোনও বড় নামই আজ দিল্লির বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। শুরুতে রোহিত শর্মা (২৯) এবং শেষে হরভজন (২২ বলে ৩৩)মুম্বইয়ের ব্যাটিংয়ে দুই অঙ্কের রান পাওয়া গিয়েছে স্রেফ এই দু’জনের ব্যাট থেকেই। যার জেরে পুরো কুড়ি ওভার খেলতে না পেরে মুম্বই আজ শেষ হয়ে গেল ৯২ রানে। |
এ বারের আইপিএলে সব থেকে কম রানে ইনিংস শেষ হওয়ার পর মুম্বইয়ের দরকার ছিল চটজলদি কয়েকটা উইকেট। সেটাও হয়নি। পাঁচ ওভার বাকি থাকতে, সাত উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি ডেয়ারডেভিলস। সহবাগ করে যান ৩২। ম্যাচের সেরা ক্রিকেটার হন নাদিম। এ দিন হরভজন সিংহের এক ওভারও বল না করা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। |
আউট রিচার্ড লেভি। দিল্লির উল্লাস। |
এ বার দিল্লির প্রধান শক্তি ব্যাটিং। এই ম্যাচেই যেমন তিন বিদেশি ব্যাটসম্যানকে এক সঙ্গে খেলিয়েছেন সহবাগ। পিটারসেন, জয়বর্ধনে এবং রস টেলর। বোলিং আগের মতোই আছে। কিন্তু পেসারদের সঙ্গে এ বার যোগ হয়েছে নাদিমের বাঁ হাতি স্পিন। চেন্নাইয়ের বিরুদ্ধে ভাল বল করেছিলেন। এ দিনও করলেন। ইরফান পাঠানের সঙ্গে বোলিং ওপেন করতে এসে মুম্বইয়ের দুই ওপেনারকে ফিরিয়ে দেন নাদিমই (২-১৬)। দুটো করে উইকেট নিয়েছেন মর্নি মর্কেল, উমেশ যাদব এবং অজিত আগরকর।
|