|
|
|
|
অপহরণের অভিযোগে ধৃত যুবক |
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
এক নাবালিকাকে অপহরণ ও পাচারের চেষ্টা-সহ একাধিক অভিযোগে এক যুবককে গ্রেফতার করল দুবরাজপুর থানার পুলিশ। রবিবার গভীর রাতে বর্ধমানের পাণ্ডবেশ্বর থানার হোসেনপুর এলাকা থেকে ওই যুবককে পুলিশ ধরে। বছর একুশের ধৃত যুবক শেখ রামিজ দুবরাজপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ওই নাবালিকাকেও। সে-ও ওই ওয়ার্ডেরই বাসিন্দা।
দু’জনকেই সোমবার দুবরাজপুর আদালতে হাজির করানো হলে বিচারক নাবালিকাকে বহরমপুরের একটি সরকারি হোমে পাঠানো এবং ধৃতকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। ওই নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৩ মার্চ বাড়ি থেকে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। ওই নাবালিকার (১৭ বছর দু’মাস বয়স) বাবা পর দিন দুবরাজপুর থানায় শেখ রামিজের বিরুদ্ধে তাঁর মেয়েকে অপহরণ ও পাচার করে দেওয়ার চক্রান্ত-সহ একাধিক অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে রামিজের বাবা ও মায়ের নামও ছিল। বাবা-মাকে ওই দিনই গ্রেফতার করে দুবরাজপুর আদালতে পেশ করায় পুলিশ। তখন থেকেই ধৃতেরা সিউড়ি জেলে রয়েছেন। যদিও ওই পরিবারের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ধৃত রামিজের নিকটত্মীয়েরা। তাঁদের দাবি, রামিজের সঙ্গে ভালবাসা ছিল ওই মেয়েটির। শরিয়তি আইন মেনে বিয়ে হয়েছিল দু’জনের। মেয়েটির পরিবার অনর্থক পুলিশের কাছে অভিযোগ করে সমস্যা তৈরি করেছে বলেও তাঁদের অভিযোগ। পুলিশ অবশ্য জানিয়েছে, ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে আইনের চোখে অবৈধ। সে জন্যই রামিজকে গ্রেফতার করা হয়েছে। |
|
|
|
|
|