|
|
|
|
সদাইপুরে মন্দিরে চুরি |
নিজস্ব সংবাদদাতা • সদাইপুর |
তালা ভেঙে কালীমন্দির থেকে প্রণামীর বাক্স চুরি হয়েছে সদাইপুর থানা এলাকায়। রবিবার রাতে সদাইপুরের চিনপাই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চুরি হওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে বাসিন্দাদের মধ্যে। বাসিন্দাদের অভিযোগ, জনবহুল এলাকায় মধ্যে থাকা ওই মন্দির থেকে গত দেড় বছরে এই নিয়ে মোট চার বার একই ঘটনা ঘটল। অথচ কোনও ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। একাধিক সেবাইত থাকলেও বর্তমানে কালী মন্দিরটি সর্বজনীন। |
|
ছবি: দয়াল সেনগুপ্ত। |
বছর পনেরো আগে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে এবং বাসিন্দাদের সহযোগিতায় কালী মন্দিরটি সংস্কার করা হয়েছিল। সেই সময় থেকেই মন্দিরের বারান্দায় দু’টি প্রণামীবাক্স শিকল দিয়ে বাঁধা থাকে। মাস খানেক পরে প্রণামী বাক্সে জমা টাকা-পয়সা বের করে ওই মন্দিরের উন্নতিকল্পেই লাগানো হয় এবং এ কাজের দায়িত্বে আছে স্থানীয় ওই ক্লাবটিই। সোমবার ভোরে মন্দির পরিষ্কার ও প্রণাম করতে গিয়ে পাশাপাশি কিছু বাড়ির মহিলারা দেখেন, কাঠের তৈরি প্রণামী বাক্সটি উধাও। লোহার প্রণামী বাক্সেরও তালা ভাঙা। স্থানীয় ক্লাব সম্পাদক শিবনাথ বাগদির দাবি, “বারবার এ ভাবে চুরি হলে সেটা খুবই দুর্ভাগ্যের। পুলিশ কিনারা করতে না পারলে এই ঘটনার পুনরাবৃত্তি হবে।” পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
|
|
|
|
|